ETV Bharat / state

প্রয়াত সুকুমার হাঁসদা - ঝাড়গ্রামের বিধায়ক

10 অক্টোবর কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷

_sukumar_hanshda
বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার জীবনাবসান
author img

By

Published : Oct 29, 2020, 12:29 PM IST

Updated : Oct 29, 2020, 1:08 PM IST

ঝাড়গ্রাম, 29 অক্টোবর : প্রয়াত ঝাড়গ্রামের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা ৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি ৷ 10 অক্টোবর কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আজ দুপুর 12টা নাগাদ মারা যান তিনি ৷ বয়স হয়েছিল 66 বছর ৷

2011 সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন ৷ 2016 সালে ফের ওই কেন্দ্র থেকে জেতেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় তাঁকে ৷

  • Deeply grieved to hear about the passing away of WB Assembly Dy Speaker & Jhargram MLA Shri Sukumar Hansda. He was also serving as AITC State Vice President. His relentless service for people shall always be remembered. My condolences to his family & followers.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুকুমার হাঁসদার প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারের মৃত্যুতে শোকাহত ৷ AITC-এর রাজ্য সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ৷ সাধারণ মানুষের জন্য তিনি যা করছেন তা সবসময় মনে থাকবে ৷ তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা রইল ৷ "

ঝাড়গ্রাম, 29 অক্টোবর : প্রয়াত ঝাড়গ্রামের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা ৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি ৷ 10 অক্টোবর কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আজ দুপুর 12টা নাগাদ মারা যান তিনি ৷ বয়স হয়েছিল 66 বছর ৷

2011 সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন ৷ 2016 সালে ফের ওই কেন্দ্র থেকে জেতেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় তাঁকে ৷

  • Deeply grieved to hear about the passing away of WB Assembly Dy Speaker & Jhargram MLA Shri Sukumar Hansda. He was also serving as AITC State Vice President. His relentless service for people shall always be remembered. My condolences to his family & followers.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুকুমার হাঁসদার প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারের মৃত্যুতে শোকাহত ৷ AITC-এর রাজ্য সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ৷ সাধারণ মানুষের জন্য তিনি যা করছেন তা সবসময় মনে থাকবে ৷ তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা রইল ৷ "

Last Updated : Oct 29, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.