ETV Bharat / state

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত - গৃহশিক্ষক

Jhargram Minor Rape Case: 14বছরের নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত গৃহশিক্ষক ৷ তাকে 21 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের পকসো আদালত ৷ মঙ্গলবার ওই আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় সাজা ঘোষণা করেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 6:48 AM IST

Updated : Dec 20, 2023, 8:18 AM IST

নাবালিকাকের ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা পকসো আদালতের

ঝাড়গ্রাম, 20 ডিসেম্বর: নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম পকসো আদালত ৷ গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ওই আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় সাজা ঘোষণা করেন । তদন্তকারীদের তৎপরতায় অভিযোগ দায়ের হওয়ার বছর খানেকের মধ্যেই বিচার পেল নির্যাতিতা।

পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী তপনকুমার চৌধুরী জানান, গৃহশিক্ষককে 21 বছর কারাবাসের সাজার পাশাপাশি, 6 হাজার টাকা আর্থিক জরিমানাও করেছেন বিচারক । টাকা অনাদায়ে অতিরিক্ত 3 মাস 10 দিন কারাবাসের নির্দেশ হয়েছে । সরকারি আইনজীবী বলেন, "অভিযোগ দায়ের হওয়ার একমাসের মধ্যে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করেছিল ৷ উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করেছিল । সাক্ষীরা যাতে নির্ভয়ে সাক্ষ্যদান করতে পারেন সেটাও সুনিশ্চিত করা হয়েছিল । পুলিশের সক্রিয়তার জন্যই এক বছরের মধ্যে বিচার পেল নির্যাতিতা ।"

সাজাপ্রাপ্ত শিক্ষকের বাড়ি সাঁকরাইল থানা এলাকায়। গত বছর 24 ডিসেম্বর নাবালিকার মা সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ সেখানেই উল্লেখ করেন, তাঁর 14 বছরের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী । 2022 সালের ফেব্রুয়ারি থেকে সে ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যেত । 20 ডিসেম্বর শিক্ষক ওই নাবালিকার মাকে ফোন করে জানায় তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে । কেশিয়াড়ির একটি নার্সিংহোমে নাবালিকাকে নিয়ে যাওয়ার পরামর্শও দেয় সে । পরে নাবালিকা তার মাকে জানায়, বাড়িতে একলা পেয়ে শিক্ষক নিয়মিত তাকে ধর্ষণ করত। ঘনিষ্ঠ মুহূর্তের ছবির ভিডিয়ো করে রাখত । কাউকে বললে গোপন ভিডিয়ো সামাজিক মাধ্যমে আপলোড করে দেওয়ার ভয় দেখাত ।

এরপরই 24 ডিসেম্বর পুলিশের কাছে নাবালিকার মা অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়ের হতেই শিক্ষক ফেরার হয়ে যায়। পরে চলতি বছরের 1 জানুয়ারি মানিকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । নাবালিকার মেডিকো-লিগ্যাল পরীক্ষা করানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় নাবালিকা।

আইনি পদ্ধতি মেনে নাবালিকার পরিবারের সম্মতিতে হাসপাতালে নাবালিকার গর্ভপাত করানো হয় । চলতি বছরের 31 জানুয়ারি পকসো আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । ধর্ষণ, ভীতি প্রদর্শন ও পকসো আইনের 6 ধারায় চার্জগঠন করে মামলার বিচার শুরু হয় । 20 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সোমবার শিক্ষককে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার বিচারক সাজা ঘোষণা করলেন।

আরও পড়ুন:

  1. 8 বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘিরে বিক্ষোভ
  2. ধর্ষণের অভিযোগে ব্যক্তিকে বেধড়ক মার, জুতোপেটা! মূত্রপান করানোর অভিযোগ
  3. বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

নাবালিকাকের ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা পকসো আদালতের

ঝাড়গ্রাম, 20 ডিসেম্বর: নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম পকসো আদালত ৷ গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ওই আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় সাজা ঘোষণা করেন । তদন্তকারীদের তৎপরতায় অভিযোগ দায়ের হওয়ার বছর খানেকের মধ্যেই বিচার পেল নির্যাতিতা।

পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী তপনকুমার চৌধুরী জানান, গৃহশিক্ষককে 21 বছর কারাবাসের সাজার পাশাপাশি, 6 হাজার টাকা আর্থিক জরিমানাও করেছেন বিচারক । টাকা অনাদায়ে অতিরিক্ত 3 মাস 10 দিন কারাবাসের নির্দেশ হয়েছে । সরকারি আইনজীবী বলেন, "অভিযোগ দায়ের হওয়ার একমাসের মধ্যে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করেছিল ৷ উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করেছিল । সাক্ষীরা যাতে নির্ভয়ে সাক্ষ্যদান করতে পারেন সেটাও সুনিশ্চিত করা হয়েছিল । পুলিশের সক্রিয়তার জন্যই এক বছরের মধ্যে বিচার পেল নির্যাতিতা ।"

সাজাপ্রাপ্ত শিক্ষকের বাড়ি সাঁকরাইল থানা এলাকায়। গত বছর 24 ডিসেম্বর নাবালিকার মা সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ সেখানেই উল্লেখ করেন, তাঁর 14 বছরের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী । 2022 সালের ফেব্রুয়ারি থেকে সে ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যেত । 20 ডিসেম্বর শিক্ষক ওই নাবালিকার মাকে ফোন করে জানায় তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে । কেশিয়াড়ির একটি নার্সিংহোমে নাবালিকাকে নিয়ে যাওয়ার পরামর্শও দেয় সে । পরে নাবালিকা তার মাকে জানায়, বাড়িতে একলা পেয়ে শিক্ষক নিয়মিত তাকে ধর্ষণ করত। ঘনিষ্ঠ মুহূর্তের ছবির ভিডিয়ো করে রাখত । কাউকে বললে গোপন ভিডিয়ো সামাজিক মাধ্যমে আপলোড করে দেওয়ার ভয় দেখাত ।

এরপরই 24 ডিসেম্বর পুলিশের কাছে নাবালিকার মা অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়ের হতেই শিক্ষক ফেরার হয়ে যায়। পরে চলতি বছরের 1 জানুয়ারি মানিকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । নাবালিকার মেডিকো-লিগ্যাল পরীক্ষা করানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় নাবালিকা।

আইনি পদ্ধতি মেনে নাবালিকার পরিবারের সম্মতিতে হাসপাতালে নাবালিকার গর্ভপাত করানো হয় । চলতি বছরের 31 জানুয়ারি পকসো আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । ধর্ষণ, ভীতি প্রদর্শন ও পকসো আইনের 6 ধারায় চার্জগঠন করে মামলার বিচার শুরু হয় । 20 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সোমবার শিক্ষককে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার বিচারক সাজা ঘোষণা করলেন।

আরও পড়ুন:

  1. 8 বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘিরে বিক্ষোভ
  2. ধর্ষণের অভিযোগে ব্যক্তিকে বেধড়ক মার, জুতোপেটা! মূত্রপান করানোর অভিযোগ
  3. বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
Last Updated : Dec 20, 2023, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.