ETV Bharat / state

Jhargram Police Station সম্পর্কের টানাপোড়েন, মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রাম থানার কনস্টেবল

প্রথমে বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক ৷ তারপর তাকেই খুনের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রাম থানার কনস্টেবল(Jhargram Police Station)৷

ETV Bharat
তরুণী খুনে ধৃত কনস্টেবল
author img

By

Published : Aug 22, 2022, 10:10 PM IST

ঝাড়গ্রাম, 22 অগস্ট: এক বিধবা মহিলাকে খুনের অভিযোগে ঝাড়গ্রাম থানার কনস্টেবল প্রতাপ নস্করকে গ্রেফতার করল পুলিশ (Constable of Jhargram Police Station arrested on the charge of Murdering a Woman)৷ মৃত মহিলার নাম শ্রাবন্তী চক্রবর্তী(32)। বাড়ি ঝাড়গ্রাম থানার রঘুনাথপুরে । রবিবার সন্ধ্যায় তরুণ দে নামক এক ব্যক্তি ঝাড়গ্রাম থানায় কনস্টেবল প্রতাপ নস্করের বিরুদ্ধে তাঁর ভাগ্নিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দায়ের করেন । তারপরেই গ্রেফতার হয় ওই কনস্টেবল ।

শ্রাবন্তীর সঙ্গে ঝাড়গ্রাম শহরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপী চক্রবর্তীর বিয়ে হয় । তাঁর এক নাবালিকা মেয়ে ও এক নাবালক ছেলে রয়েছে । কয়েকবছর আগে শ্রাবন্তীর স্বামীর মৃত্যু হয় । তারপর থেকে সংসার চালাতে তিনি ফ্লিপকার্টের অর্ডার ডেলিভারির কাজ করতেন । বাপের বাড়িতে একাই থাকতেন শ্রাবন্তী ।

আরও পড়ুন : মানসিক অবসাদে ভুগছিলেন কনস্টেবল চোডুপ লেপচা ! পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক

মৃতার পরিবারের অভিযোগ, বেশ কিছু মাস ধরে ঝাড়গ্রাম থানার কনস্টেবল প্রতাপ নস্করের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক গড়ে ওঠে । শ্রাবন্তীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন প্রতাপ । শনিবার রাতেও শ্রাবন্তীর বাড়িতে গিয়েছিলেন তিনি । তাঁদের মধ্যে ঝগড়া শুনতে পান প্রতিবেশীরা । এরপর ওইদিন রাত 1টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শ্রাবন্তীকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । চিকিৎসক শ্রাবন্তীকে মৃত ঘোষণা করতেই ওই ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ ।

বিধবা মহিলাকে খুনের অভিযোগে ধৃত ঝাড়গ্রাম থানার কনস্টেবল

খবর পেয়ে শ্রাবন্তীর মামা তরুণ দে রবিবার সকালে হাসপাতালে যান । পুলিশ মৃতদেহটি ফরেনসিক ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । মৃত শ্রাবন্তী চক্রবর্তী মামার অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে কনস্টেবল প্রতাপ নস্করকে । সোমবার প্রতাপকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ঝাড়গ্রাম থানার পুলিশ পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । ঝাড়গ্রাম আদালতের বিচারক কনস্টেবল প্রতাপ নস্করের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
আরও পড়ুন : পিসিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ভাইপো

ঝাড়গ্রাম, 22 অগস্ট: এক বিধবা মহিলাকে খুনের অভিযোগে ঝাড়গ্রাম থানার কনস্টেবল প্রতাপ নস্করকে গ্রেফতার করল পুলিশ (Constable of Jhargram Police Station arrested on the charge of Murdering a Woman)৷ মৃত মহিলার নাম শ্রাবন্তী চক্রবর্তী(32)। বাড়ি ঝাড়গ্রাম থানার রঘুনাথপুরে । রবিবার সন্ধ্যায় তরুণ দে নামক এক ব্যক্তি ঝাড়গ্রাম থানায় কনস্টেবল প্রতাপ নস্করের বিরুদ্ধে তাঁর ভাগ্নিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দায়ের করেন । তারপরেই গ্রেফতার হয় ওই কনস্টেবল ।

শ্রাবন্তীর সঙ্গে ঝাড়গ্রাম শহরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপী চক্রবর্তীর বিয়ে হয় । তাঁর এক নাবালিকা মেয়ে ও এক নাবালক ছেলে রয়েছে । কয়েকবছর আগে শ্রাবন্তীর স্বামীর মৃত্যু হয় । তারপর থেকে সংসার চালাতে তিনি ফ্লিপকার্টের অর্ডার ডেলিভারির কাজ করতেন । বাপের বাড়িতে একাই থাকতেন শ্রাবন্তী ।

আরও পড়ুন : মানসিক অবসাদে ভুগছিলেন কনস্টেবল চোডুপ লেপচা ! পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক

মৃতার পরিবারের অভিযোগ, বেশ কিছু মাস ধরে ঝাড়গ্রাম থানার কনস্টেবল প্রতাপ নস্করের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক গড়ে ওঠে । শ্রাবন্তীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন প্রতাপ । শনিবার রাতেও শ্রাবন্তীর বাড়িতে গিয়েছিলেন তিনি । তাঁদের মধ্যে ঝগড়া শুনতে পান প্রতিবেশীরা । এরপর ওইদিন রাত 1টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শ্রাবন্তীকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । চিকিৎসক শ্রাবন্তীকে মৃত ঘোষণা করতেই ওই ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ ।

বিধবা মহিলাকে খুনের অভিযোগে ধৃত ঝাড়গ্রাম থানার কনস্টেবল

খবর পেয়ে শ্রাবন্তীর মামা তরুণ দে রবিবার সকালে হাসপাতালে যান । পুলিশ মৃতদেহটি ফরেনসিক ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । মৃত শ্রাবন্তী চক্রবর্তী মামার অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে কনস্টেবল প্রতাপ নস্করকে । সোমবার প্রতাপকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ঝাড়গ্রাম থানার পুলিশ পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । ঝাড়গ্রাম আদালতের বিচারক কনস্টেবল প্রতাপ নস্করের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
আরও পড়ুন : পিসিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ভাইপো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.