ETV Bharat / state

Student Death in Elephant Attack: হুলা পার্টির সদস্যকে আছড়ে ফেলে পিষে দিল হাতি

author img

By

Published : Apr 12, 2023, 7:54 PM IST

হাতি তাড়াতে গিয়ে ঝাড়গ্রামে মৃত্যু হল হুলা পার্টির সদস্য তথা কলেজ পড়ুয়ার ৷ তাঁর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য বন বিভাগের ৷

Student Death
হাতি হানায় ঝাড়গ্রামে মৃত্যু কলেজ পড়ুয়ার

ঝাড়গ্রাম, 12 এপ্রিল: হাতির হানায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত বালিভাষা এলাকায় । মৃত কলেজ পড়ুয়ার নাম সঞ্জীব মাহাতো (21)। বাড়ি সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বীরঘসা গ্রামে । সঞ্জীব এবিএস মহাবিদ্যালয় কুলটিকরি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ পাশাপশি হুলা পার্টির সদস্যও ছিলেন ।

জানা গিয়েছে, এদিন সকালে নয়াগ্রামের দিক থেকে 9টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইলে ঢোকে । তার ঠিক কিছু পরেই নয়াগ্রামের দিক থেকে আরও 15 থেকে 20টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ঢুকে পড়ে । 15 থেকে 20টি হাতির দলটি বালিভাষা এলাকায় ধান জমির ব্যাপক ক্ষতি করছিল । তাই বন দফতর এবং হুলা পার্টির সদস্যরা হাতির দলটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠানোর জন্য চেষ্টা চালায় । সেই হুলা পার্টির সদস্য হিসেবে কাজ করছিলেন সঞ্জীব । হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হঠাৎ করে একটি সঞ্জীবকে তাড়া করে । তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন । কিন্তু সঞ্জীবকে পিছন দিক থেকে শুড়ে ধরে ফেলে হাতিটি । শুড়ে তুলে আছাড় মারে এবং পায়ে পিষে দেয় বলে জানা গিয়েছে । সঞ্জীবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে ।

সঞ্জীবের দাদা শম্ভুনাথ মাহাতো বলেন, "ভাই হুলা পার্টির সদস্য । হাতি তাড়ানোর জন্য গিয়েছিল । সেই সময় একটি হাতি ভাইকে তাড়া করে ৷ ভাই দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে শুড়ে ধরে তুলে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় হাতিটি । সাঁকরাইল থানার পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে । বন দফতরের কাছ থেকে আমি আর্থিক সাহায্য দাবি জানাই ৷"

ঝাড়গ্রাম জেলার খড়গপুর বন বিভাগে বেশ কয়েকদিন ধরে বিভিন্নভাবে ভাগ হয়ে কয়েকটি হাতির দল রয়েছে । এদিন আবার নতুন করে একটি হাতির দল এলাকায় ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বুধবারের এই ঘটনা প্রসঙ্গে খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন, "নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের 20 থেকে 25টি হাতির একটি দল বুধবার সকালে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল বিটে ঢুকে পড়ে । সেই সময় বালিভাষা গ্রামের কাছে হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে । সরকারি নিয়ম নীতি মেনেই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক আজকেই তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: দেওয়া হল না মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুনো হাতির হামলায় মৃত ছাত্র

ঝাড়গ্রাম, 12 এপ্রিল: হাতির হানায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত বালিভাষা এলাকায় । মৃত কলেজ পড়ুয়ার নাম সঞ্জীব মাহাতো (21)। বাড়ি সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বীরঘসা গ্রামে । সঞ্জীব এবিএস মহাবিদ্যালয় কুলটিকরি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ পাশাপশি হুলা পার্টির সদস্যও ছিলেন ।

জানা গিয়েছে, এদিন সকালে নয়াগ্রামের দিক থেকে 9টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইলে ঢোকে । তার ঠিক কিছু পরেই নয়াগ্রামের দিক থেকে আরও 15 থেকে 20টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ঢুকে পড়ে । 15 থেকে 20টি হাতির দলটি বালিভাষা এলাকায় ধান জমির ব্যাপক ক্ষতি করছিল । তাই বন দফতর এবং হুলা পার্টির সদস্যরা হাতির দলটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠানোর জন্য চেষ্টা চালায় । সেই হুলা পার্টির সদস্য হিসেবে কাজ করছিলেন সঞ্জীব । হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হঠাৎ করে একটি সঞ্জীবকে তাড়া করে । তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন । কিন্তু সঞ্জীবকে পিছন দিক থেকে শুড়ে ধরে ফেলে হাতিটি । শুড়ে তুলে আছাড় মারে এবং পায়ে পিষে দেয় বলে জানা গিয়েছে । সঞ্জীবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে ।

সঞ্জীবের দাদা শম্ভুনাথ মাহাতো বলেন, "ভাই হুলা পার্টির সদস্য । হাতি তাড়ানোর জন্য গিয়েছিল । সেই সময় একটি হাতি ভাইকে তাড়া করে ৷ ভাই দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে শুড়ে ধরে তুলে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় হাতিটি । সাঁকরাইল থানার পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে । বন দফতরের কাছ থেকে আমি আর্থিক সাহায্য দাবি জানাই ৷"

ঝাড়গ্রাম জেলার খড়গপুর বন বিভাগে বেশ কয়েকদিন ধরে বিভিন্নভাবে ভাগ হয়ে কয়েকটি হাতির দল রয়েছে । এদিন আবার নতুন করে একটি হাতির দল এলাকায় ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বুধবারের এই ঘটনা প্রসঙ্গে খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন, "নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের 20 থেকে 25টি হাতির একটি দল বুধবার সকালে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল বিটে ঢুকে পড়ে । সেই সময় বালিভাষা গ্রামের কাছে হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে । সরকারি নিয়ম নীতি মেনেই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক আজকেই তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: দেওয়া হল না মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুনো হাতির হামলায় মৃত ছাত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.