ETV Bharat / state

টিভি দেখে কোরোনা প্রতিরোধে গোমূত্র পান, হাসপাতালে ভরতি ব্যবসায়ী - cow urine story

TV-তে গোমূত্র পানের দৃশ্য দেখার পর ইসকন থেকে 150 টাকায় 400 ml গোমূত্র কিনে ফেলেন কাপড় ব্যবসায়ী শিবু গড়াই ৷ বাড়ি ফিরে মঙ্গলবার রাতে হাফ ছিপি গোমূত্র ও সঙ্গে এক বোতল জল পান করেন তিনি ৷ গোমূত্র পান করার পরই শরীরে অস্বস্তি দেখা দেয় ৷ বুকেব্যথা,বুকজ্বালা বমি বমি ভাব,অজস্র পেট ব্যথা নিয়ে তিনি ভরতি হন ঝাড়গ্রাম হাসপাতালে ৷

image
শিবু গড়াই
author img

By

Published : Mar 18, 2020, 4:30 PM IST

Updated : Mar 18, 2020, 4:45 PM IST

ঝাড়গ্রাম, 18 মার্চ : কোরোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে ৷ ভারতেও থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস ৷ কোরোনা প্রতিরোধের জন্য BJP নেতাদের কেউ কেউ গোমূত্র পানের পরামর্শ দিচ্ছেন ৷ আর রাজনৈতিক নেতাদের এহেন পরামর্শ শুনে ও TV-তে দেখে গোমূত্র পান করলেন ঝাড়গ্রামের এক ব্যক্তি ৷ গোমূত্র পানের পরেই শুরু হয় পেটব্যথা,বমিভাব ও বুকে ব্যথা ৷ হাসপাতালে ভরতি হয় ওই ব্যক্তিকে ৷ তবে বর্তমানে তিনি সুস্থ ৷

ঝাড়গ্রাম 4 নম্বর ওয়ার্ডের জামদা এলাকার কাপড় ব্যবসায়ী শিবু গড়াই ৷ 15 দিন আগে 2 দিনের জন্য মায়াপুর ইসকন বেড়াতে যান বন্ধুদের সঙ্গে ৷ সেখানে তিনি TV -তে দেখেন কোরোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র পান করছে BJP নেতা ও কর্মীরা ৷ এমনকী, সাধারণ মানুষকে গোমূত্র পান করার পরামর্শ দিচ্ছেন তাঁরা ৷ TV-তে এই দৃশ্য দেখার পর ইসকন থেকে 150 টাকায় 400 ml গোমূত্র কিনে ফেলেন ওই কাপড় ব্যবসায়ী ৷ বাড়ি ফিরে মঙ্গলবার রাতে হাফ ছিপি গোমূত্র ও সঙ্গে এক বোতল জল পান করেন তিনি ৷ গোমূত্র পান করার পরই শরীরে অস্বস্তি দেখা দেয় ৷ বুকে ব্যথা,বুকজ্বালা বমিভাব,পেট ব্যথা নিয়ে তিনি ভরতি হন ঝাড়গ্রাম হাসপাতালে ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিবুবাবুর ECG করান ৷ হাসপাতালে সূত্রের খবর তিনি সুস্থ আছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম এলাকায় ৷ এরপরেই নিজের ভুল বুঝতে পারেন শিবুবাবু ৷ প্রতিজ্ঞা করেন এই ধরনের ভুল কাজ আর করবেন না ৷

ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘‘শিবু গড়াই নামে এক ব্যক্তি গোমূত্র খেয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে চিকিৎসাধীন ৷ তার চিকিৎসার ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ করা হয়েছে ৷ পাশাপাশি মানুষকে সজাগ ও সচেতন হতে হবে ৷ অবৈজ্ঞানিক কাজ কখনই করা উচিত নয় ৷ একবিংশ যুগেও এই ধরনের আতঙ্ক থেকে গোমূত্র পান সত্যি হাস্যকর ৷ তবে TV-তে দেখে রাজনৈতিক নেতাদের অনুসরণ করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন সাধারণ মানুষ ৷ প্রশ্ন উঠছে তা নিয়েই ৷

ঝাড়গ্রাম, 18 মার্চ : কোরোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে ৷ ভারতেও থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস ৷ কোরোনা প্রতিরোধের জন্য BJP নেতাদের কেউ কেউ গোমূত্র পানের পরামর্শ দিচ্ছেন ৷ আর রাজনৈতিক নেতাদের এহেন পরামর্শ শুনে ও TV-তে দেখে গোমূত্র পান করলেন ঝাড়গ্রামের এক ব্যক্তি ৷ গোমূত্র পানের পরেই শুরু হয় পেটব্যথা,বমিভাব ও বুকে ব্যথা ৷ হাসপাতালে ভরতি হয় ওই ব্যক্তিকে ৷ তবে বর্তমানে তিনি সুস্থ ৷

ঝাড়গ্রাম 4 নম্বর ওয়ার্ডের জামদা এলাকার কাপড় ব্যবসায়ী শিবু গড়াই ৷ 15 দিন আগে 2 দিনের জন্য মায়াপুর ইসকন বেড়াতে যান বন্ধুদের সঙ্গে ৷ সেখানে তিনি TV -তে দেখেন কোরোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র পান করছে BJP নেতা ও কর্মীরা ৷ এমনকী, সাধারণ মানুষকে গোমূত্র পান করার পরামর্শ দিচ্ছেন তাঁরা ৷ TV-তে এই দৃশ্য দেখার পর ইসকন থেকে 150 টাকায় 400 ml গোমূত্র কিনে ফেলেন ওই কাপড় ব্যবসায়ী ৷ বাড়ি ফিরে মঙ্গলবার রাতে হাফ ছিপি গোমূত্র ও সঙ্গে এক বোতল জল পান করেন তিনি ৷ গোমূত্র পান করার পরই শরীরে অস্বস্তি দেখা দেয় ৷ বুকে ব্যথা,বুকজ্বালা বমিভাব,পেট ব্যথা নিয়ে তিনি ভরতি হন ঝাড়গ্রাম হাসপাতালে ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিবুবাবুর ECG করান ৷ হাসপাতালে সূত্রের খবর তিনি সুস্থ আছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম এলাকায় ৷ এরপরেই নিজের ভুল বুঝতে পারেন শিবুবাবু ৷ প্রতিজ্ঞা করেন এই ধরনের ভুল কাজ আর করবেন না ৷

ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘‘শিবু গড়াই নামে এক ব্যক্তি গোমূত্র খেয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে চিকিৎসাধীন ৷ তার চিকিৎসার ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ করা হয়েছে ৷ পাশাপাশি মানুষকে সজাগ ও সচেতন হতে হবে ৷ অবৈজ্ঞানিক কাজ কখনই করা উচিত নয় ৷ একবিংশ যুগেও এই ধরনের আতঙ্ক থেকে গোমূত্র পান সত্যি হাস্যকর ৷ তবে TV-তে দেখে রাজনৈতিক নেতাদের অনুসরণ করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন সাধারণ মানুষ ৷ প্রশ্ন উঠছে তা নিয়েই ৷

Last Updated : Mar 18, 2020, 4:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.