ETV Bharat / state

Suvendu Adhikari: শুভেন্দুকে দেখে নয়াগ্রামে ‘চোর’ স্লোগান, তৃণমূলকে পালটা হুঁশিয়ারি বিরোধী দলনেতার - বিজেপি

বৃহস্পতিবার ঝাড়গ্রামে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নয়াগ্রামে তাঁকে দেখে ‘চোর’ স্লোগান দেয় তৃণমূল ৷ যা নিয়ে পরে পালটা হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jun 29, 2023, 7:35 PM IST

ঝাড়গ্রাম, 29 জুন: শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উত্তেজনা । নয়াগ্রামের বিরোধী দলনেতার পদযাত্রা চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয়ের ছাদে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলের পতাকা নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ । এর জেরেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি । তিনিই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ পরে শুভেন্দু অধিকারী তৃণমূলকে হুঁশিয়ারি দেন৷ বলেন, ‘‘আমি শুভেন্দু অধিকারী, কিষেনজিকে সোজা করার লোক । আমার সঙ্গে এসব করে কোনও লাভ হবে না ।’’

Suvendu Adhikari
গোপীবল্লভপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা

শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে উত্তেজনা: বৃহস্পতিবার নয়াগ্রামের খড়িকামাথানি চকে শুভেন্দুর পথসভা ছিল । পথসভায় যোগ দেওয়ার আগে খড়িকামাথানি এলাকায় পদযাত্রা করে তিনি । শুভেন্দুর এই পথযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের চোখে পড়ার মতো ভিড় ছিল । খড়িকামাথানি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে পৌঁছাতেই ছাদের উপর থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা ঘাসফুল পতাকা তুলে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন ।

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও সিপিএমের ‘ফ্রেন্ডলি ম্যাচ’ চলছে, পটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর

যার জেরে ছাদের উপরে তৃণমূল ও রাস্তার নিচে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । যদিও ঘটনাস্থলে নয়াগ্রাম থানার আইসি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । খড়িকামাথান এলাকায় পথসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, "এই এলাকায় সিপিএমের একটা তিনতলা পার্টি অফিস আছে । তার সঙ্গে কম্পিটিশন করে এখানে চোর তৃণমূলও তিন তলা পার্টি অফিস করেছে । ছাদ থেকে পতাকা নাড়াচ্ছে আর নিচে নয়াগ্রামের আইসি দাঁড়িয়ে আছে । পুলিশের আসপরদায় এইগুলি হচ্ছে । কোথায় ছিলেন দুলাল মুর্মু ? মাস্টারি করতেন, লুকিয়ে ছিলেন আজকে আমাকে পতাকা দেখাচ্ছেন ।’’

Suvendu Adhikari
তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর: এর পর তৃণমূলকে উদ্দেশ্য করে তাঁর হুঁশিয়ারি, ‘‘আরে আমি শুভেন্দু অধিকারী, কিষেনজিকে সোজা করার লোক । তুই তো ছানা । আমি বেলপাহাড়ির অনিল মাহাতোকে সোজা করা লোক । আমি লালগড়ের অনুজ পাণ্ডে ,ডালিম পাণ্ডে, ফুল্লরা মণ্ডল, আশ্বনী চালক, খলিলুরকে সোজা করা লোক । আমার সঙ্গে এসব করে কোনও লাভ হবে না । আমি যা দেখেছি চোখে, পঞ্চায়েত ভোটের বদলা নেবেন তো ৷"

Suvendu Adhikari
গোপীবল্লভপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা

আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ, কমিশনে শুভেন্দু

নয়াগ্রামে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী এ দিন পুলিশের হাতে আক্রান্ত তৃণমূলের প্রার্থী শুভঙ্কর মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তফসিয়া এলাকায় জনসংযোগ যাত্রা করেন তিনি । তারপর সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে চেকপোস্ট এলাকা থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত পদযাত্রার করেন । পদযাত্রার শেষে হাতিবাড়ির মোড়ে পথসভা করেন শুভেন্দু অধিকারী ।

ঝাড়গ্রাম, 29 জুন: শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উত্তেজনা । নয়াগ্রামের বিরোধী দলনেতার পদযাত্রা চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয়ের ছাদে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলের পতাকা নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ । এর জেরেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি । তিনিই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ পরে শুভেন্দু অধিকারী তৃণমূলকে হুঁশিয়ারি দেন৷ বলেন, ‘‘আমি শুভেন্দু অধিকারী, কিষেনজিকে সোজা করার লোক । আমার সঙ্গে এসব করে কোনও লাভ হবে না ।’’

Suvendu Adhikari
গোপীবল্লভপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা

শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে উত্তেজনা: বৃহস্পতিবার নয়াগ্রামের খড়িকামাথানি চকে শুভেন্দুর পথসভা ছিল । পথসভায় যোগ দেওয়ার আগে খড়িকামাথানি এলাকায় পদযাত্রা করে তিনি । শুভেন্দুর এই পথযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের চোখে পড়ার মতো ভিড় ছিল । খড়িকামাথানি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে পৌঁছাতেই ছাদের উপর থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা ঘাসফুল পতাকা তুলে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন ।

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও সিপিএমের ‘ফ্রেন্ডলি ম্যাচ’ চলছে, পটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর

যার জেরে ছাদের উপরে তৃণমূল ও রাস্তার নিচে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । যদিও ঘটনাস্থলে নয়াগ্রাম থানার আইসি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । খড়িকামাথান এলাকায় পথসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, "এই এলাকায় সিপিএমের একটা তিনতলা পার্টি অফিস আছে । তার সঙ্গে কম্পিটিশন করে এখানে চোর তৃণমূলও তিন তলা পার্টি অফিস করেছে । ছাদ থেকে পতাকা নাড়াচ্ছে আর নিচে নয়াগ্রামের আইসি দাঁড়িয়ে আছে । পুলিশের আসপরদায় এইগুলি হচ্ছে । কোথায় ছিলেন দুলাল মুর্মু ? মাস্টারি করতেন, লুকিয়ে ছিলেন আজকে আমাকে পতাকা দেখাচ্ছেন ।’’

Suvendu Adhikari
তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর: এর পর তৃণমূলকে উদ্দেশ্য করে তাঁর হুঁশিয়ারি, ‘‘আরে আমি শুভেন্দু অধিকারী, কিষেনজিকে সোজা করার লোক । তুই তো ছানা । আমি বেলপাহাড়ির অনিল মাহাতোকে সোজা করা লোক । আমি লালগড়ের অনুজ পাণ্ডে ,ডালিম পাণ্ডে, ফুল্লরা মণ্ডল, আশ্বনী চালক, খলিলুরকে সোজা করা লোক । আমার সঙ্গে এসব করে কোনও লাভ হবে না । আমি যা দেখেছি চোখে, পঞ্চায়েত ভোটের বদলা নেবেন তো ৷"

Suvendu Adhikari
গোপীবল্লভপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা

আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ, কমিশনে শুভেন্দু

নয়াগ্রামে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী এ দিন পুলিশের হাতে আক্রান্ত তৃণমূলের প্রার্থী শুভঙ্কর মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তফসিয়া এলাকায় জনসংযোগ যাত্রা করেন তিনি । তারপর সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে চেকপোস্ট এলাকা থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত পদযাত্রার করেন । পদযাত্রার শেষে হাতিবাড়ির মোড়ে পথসভা করেন শুভেন্দু অধিকারী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.