ETV Bharat / state

বিপুল জয়ের পর মন্ত্রী হচ্ছেন বিরবাহা হাঁসদা - ঝাড়খণ্ড পার্টি

ঝাড়গ্রামে বিরোধী প্রার্থী হিসেবে বিজেপি জেলা সভাপতি সুখময় সৎপতিকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিরবাহা এবার মন্ত্রী হতে চলেছেন । স্বাভাবিকভাবেই প্রথমবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণে উচ্ছ্বসিত বিরবাহা ৷

বিপুল জয়ের পর প্রথমবার মন্ত্রী হচ্ছেন বিরবাহা হাঁসদা
বিপুল জয়ের পর প্রথমবার মন্ত্রী হচ্ছেন বিরবাহা হাঁসদা
author img

By

Published : May 10, 2021, 8:25 AM IST

Updated : May 10, 2021, 10:28 AM IST

ঝাড়গ্রাম, 10 মে : সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করে মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে ঝাড়গ্রাম থেকে রওনা দিলেন বিরবাহা হাঁসদা । ঝাড়গ্রাম বিধানসভায় বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রায় 39 হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা । জেলার চার বিধানসভা আসনেই জয়ী হয়েছে তৃণমূল ।

সিধু ও কানুর মূর্তিতে মালা দিয়ে মন্ত্রীত্বের শপথগ্রহণের পথে বিরবাহা হাঁসদা
সিধু ও কানুর মূর্তিতে মালা দিয়ে মন্ত্রীত্বের শপথগ্রহণের পথে বিরবাহা হাঁসদা

বিরবাহা ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার মেয়ে । সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রীও ছিলেন তিনি । কিন্তু প্রায় দুই বছর আগে সিনেমা জগৎ থেকে বেরিয়ে সমাজসেবামূলক কাজ করছিলেন বিরবাহা ।

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

একুশের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে তৃণমূলের হয়ে দাঁড়ানোর প্রস্তাব পান তিনি । তারপরেই রাজি হয়ে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করে বিরবাহা । মনেপ্রাণে তৃণমূলের হয়ে লড়াই শুরু করেন তিনি । ঝাড়গ্রামে বিরোধী প্রার্থী হিসেবে বিজেপি জেলা সভাপতি সুখময় সৎপতিকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিরবাহা এবার মন্ত্রী হতে চলেছেন ।

মন্ত্রীপদে শপথের পূর্বে সিধু-কানুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন বিরবাহা হাঁসদার

এদিন বিরবাহা বলেন, "খুব ভালো লাগছে ৷ আমার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । আমি এতদিন ধরে যে মানুষের জন্য লড়াইটা করে আসছি, আমার মনে হচ্ছে আমি এখন তাতে আশার আলো দেখতে পাচ্ছি ৷ আমি লড়াইটা লড়তে পারব ।

ঝাড়গ্রাম, 10 মে : সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করে মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে ঝাড়গ্রাম থেকে রওনা দিলেন বিরবাহা হাঁসদা । ঝাড়গ্রাম বিধানসভায় বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রায় 39 হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা । জেলার চার বিধানসভা আসনেই জয়ী হয়েছে তৃণমূল ।

সিধু ও কানুর মূর্তিতে মালা দিয়ে মন্ত্রীত্বের শপথগ্রহণের পথে বিরবাহা হাঁসদা
সিধু ও কানুর মূর্তিতে মালা দিয়ে মন্ত্রীত্বের শপথগ্রহণের পথে বিরবাহা হাঁসদা

বিরবাহা ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার মেয়ে । সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রীও ছিলেন তিনি । কিন্তু প্রায় দুই বছর আগে সিনেমা জগৎ থেকে বেরিয়ে সমাজসেবামূলক কাজ করছিলেন বিরবাহা ।

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

একুশের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে তৃণমূলের হয়ে দাঁড়ানোর প্রস্তাব পান তিনি । তারপরেই রাজি হয়ে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করে বিরবাহা । মনেপ্রাণে তৃণমূলের হয়ে লড়াই শুরু করেন তিনি । ঝাড়গ্রামে বিরোধী প্রার্থী হিসেবে বিজেপি জেলা সভাপতি সুখময় সৎপতিকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিরবাহা এবার মন্ত্রী হতে চলেছেন ।

মন্ত্রীপদে শপথের পূর্বে সিধু-কানুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন বিরবাহা হাঁসদার

এদিন বিরবাহা বলেন, "খুব ভালো লাগছে ৷ আমার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । আমি এতদিন ধরে যে মানুষের জন্য লড়াইটা করে আসছি, আমার মনে হচ্ছে আমি এখন তাতে আশার আলো দেখতে পাচ্ছি ৷ আমি লড়াইটা লড়তে পারব ।

Last Updated : May 10, 2021, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.