ETV Bharat / state

গুজরাতের ভোটে কি কোনও বাঙালি ইস্তাহার প্রকাশ করেন ? প্রশ্ন দেবাংশুর - ঝাড়গ্রামের সভায় দেবাংশু

ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে সভা করেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ অমিত শাহর হাতে বিজেপির ইস্তাহার প্রকাশ নিয়ে সুর চড়ান তিনি।

Debangshu Bhattacharya
Debangshu Bhattacharya
author img

By

Published : Mar 23, 2021, 7:20 AM IST

ঝাড়গ্রাম, 23 মার্চ : সৌগত রায়, ডেরেক ও ব্রায়েনের তরফে আগেই কটাক্ষের তির ধেয়ে এসেছিল ৷ এক ভিন রাজ্য়ের বাসিন্দার হাতে বিজেপির ইস্তাহার প্রকাশ নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূলের যুব প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য ৷ গুজরাতে যখন ভোট হয় তখন কি বাংলার কেউ গিয়ে ইস্তাহার প্রকাশ করে ? প্রশ্ন তাঁর ৷

গতকাল ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে সভা করেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "গুজরাতে যখন ভোট হয় তখন কি বাংলার কোনও মানুষ গিয়ে ইস্তাহার প্রকাশ করে ? তবে কেন বাংলার ইস্তাহার একজন গুজরাতি প্রকাশ করবে ? তাহলে বুঝতে হবে বাংলাকে ওরা গুজরাত কিংবা উত্তরপ্রদেশ বানাতে চাইছে । সেটা হতে দেওয়া যাবে না ৷" সভায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় দেবাংশুর ৷ কিন্তু তখনও গোপীবল্লভপুরের ছাতিনাশোল মাঠ ভরতি ছিল কানায় কানায় ৷ যা দেখে তৃণমূল নেতা বলেন, "একসময় সন্ধ্যা হলে জঙ্গলমহলের মানুষ বাড়ি থেকে বেরোতেই পারতেন না ৷ কিন্তু দিদির জন্য মানুষের আর রাত দিনের চিন্তা নেই ৷"

কেন বাংলার ইস্তাহার গুজরাতি প্রকাশ করবে ? প্রশ্ন দেবাংশুর

আরও পড়ুন : এক গুজরাতির হাতে হিন্দি ভাষায় ইস্তাহার প্রকাশ ; কটাক্ষ ডেরেকের

গত রবিবার ঝাড়গ্রাম থানার অগুইবনী অঞ্চলের নেতুরায় হামলার জেরে মৃত্যু হয় দুর্গা সোরেন নামে এক তৃণমূল কর্মীর ৷ সেই প্রসঙ্গে দেবাংশু বলেন, মেয়েদের উপর অত্যাচার করার প্রতিবাদে দুর্গা সোরনকে পিটিয়ে মারা হয়েছে ৷ বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেওয়া যাবে না ৷ এই বিজেপির বিরুদ্ধে এবার মায়েরা, কাকিমারা মিলে লড়বে ৷"

ঝাড়গ্রাম, 23 মার্চ : সৌগত রায়, ডেরেক ও ব্রায়েনের তরফে আগেই কটাক্ষের তির ধেয়ে এসেছিল ৷ এক ভিন রাজ্য়ের বাসিন্দার হাতে বিজেপির ইস্তাহার প্রকাশ নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূলের যুব প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য ৷ গুজরাতে যখন ভোট হয় তখন কি বাংলার কেউ গিয়ে ইস্তাহার প্রকাশ করে ? প্রশ্ন তাঁর ৷

গতকাল ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে সভা করেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "গুজরাতে যখন ভোট হয় তখন কি বাংলার কোনও মানুষ গিয়ে ইস্তাহার প্রকাশ করে ? তবে কেন বাংলার ইস্তাহার একজন গুজরাতি প্রকাশ করবে ? তাহলে বুঝতে হবে বাংলাকে ওরা গুজরাত কিংবা উত্তরপ্রদেশ বানাতে চাইছে । সেটা হতে দেওয়া যাবে না ৷" সভায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় দেবাংশুর ৷ কিন্তু তখনও গোপীবল্লভপুরের ছাতিনাশোল মাঠ ভরতি ছিল কানায় কানায় ৷ যা দেখে তৃণমূল নেতা বলেন, "একসময় সন্ধ্যা হলে জঙ্গলমহলের মানুষ বাড়ি থেকে বেরোতেই পারতেন না ৷ কিন্তু দিদির জন্য মানুষের আর রাত দিনের চিন্তা নেই ৷"

কেন বাংলার ইস্তাহার গুজরাতি প্রকাশ করবে ? প্রশ্ন দেবাংশুর

আরও পড়ুন : এক গুজরাতির হাতে হিন্দি ভাষায় ইস্তাহার প্রকাশ ; কটাক্ষ ডেরেকের

গত রবিবার ঝাড়গ্রাম থানার অগুইবনী অঞ্চলের নেতুরায় হামলার জেরে মৃত্যু হয় দুর্গা সোরেন নামে এক তৃণমূল কর্মীর ৷ সেই প্রসঙ্গে দেবাংশু বলেন, মেয়েদের উপর অত্যাচার করার প্রতিবাদে দুর্গা সোরনকে পিটিয়ে মারা হয়েছে ৷ বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেওয়া যাবে না ৷ এই বিজেপির বিরুদ্ধে এবার মায়েরা, কাকিমারা মিলে লড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.