ETV Bharat / state

এক দশক পর ভোট দিলেন ছত্রধর - ভোট দিলেন ছত্রধর মাহাত

2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজেপি । জঙ্গলমহলের অধিকাংশ বিধানসভা আসনে পিছিয়ে থাকে তৃণমূল। পরিস্থিতি সামলাতে জঙ্গলমহলের একসময়ের ত্রাস ছত্রধর মাহাতর উপর ভরসা রাখেন তৃণমূল সুপ্রিমো ।

ভোট দিলেন ছত্রধর মাহাত
ভোট দিলেন ছত্রধর মাহাত
author img

By

Published : Mar 27, 2021, 1:19 PM IST

ঝাড়গ্রাম, 27 মার্চ : ভোটাধিকার প্রযোগ করলেন ছত্রধর মাহাতো ৷ প্রায় এক দশক পর ফের ভোট দিলেন তিনি ৷ শনিবার ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি ৷ তাঁর সঙ্গেই ভোট দিতে এলেন স্ত্রী নিয়তি মাহাতও ৷

2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজেপি । জঙ্গলমহলের অধিকাংশ বিধানসভা আসনে পিছিয়ে থাকে তৃণমূল। পরিস্থিতি সামলাতে জঙ্গলমহলের একসময়ের ত্রাস ছত্রধর মাহাতর উপর ভরসা রাখেন তৃণমূল সুপ্রিমো ।। তড়িঘড়ি তাঁকে আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার । পরে শাসকদলের রাজ্য কমিটিতে তাঁকে নিয়ে আসা হয় ৷

ভোটের লাইনে ছত্রধর মাহাত
ভোটের লাইনে ছত্রধর মাহাত

ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাতকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য করা হয়। এর আগে পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ পর্ষদের সরকার মনোনীত সদস্য হয়েছিলেন তিনি।

ঝাড়গ্রাম, 27 মার্চ : ভোটাধিকার প্রযোগ করলেন ছত্রধর মাহাতো ৷ প্রায় এক দশক পর ফের ভোট দিলেন তিনি ৷ শনিবার ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি ৷ তাঁর সঙ্গেই ভোট দিতে এলেন স্ত্রী নিয়তি মাহাতও ৷

2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজেপি । জঙ্গলমহলের অধিকাংশ বিধানসভা আসনে পিছিয়ে থাকে তৃণমূল। পরিস্থিতি সামলাতে জঙ্গলমহলের একসময়ের ত্রাস ছত্রধর মাহাতর উপর ভরসা রাখেন তৃণমূল সুপ্রিমো ।। তড়িঘড়ি তাঁকে আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার । পরে শাসকদলের রাজ্য কমিটিতে তাঁকে নিয়ে আসা হয় ৷

ভোটের লাইনে ছত্রধর মাহাত
ভোটের লাইনে ছত্রধর মাহাত

ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাতকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য করা হয়। এর আগে পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ পর্ষদের সরকার মনোনীত সদস্য হয়েছিলেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.