ETV Bharat / state

দিদি ভাঙা পায়ে একশোটা গোল দেবেন, বিশ্বাস দেবের - বিধানসভা নির্বাচন 2021

মান অভিমান ভুলে দলের কর্মীদের মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিলেন দেব ৷

dev
dev
author img

By

Published : Mar 22, 2021, 9:05 AM IST

ঝাড়গ্রাম, 22 মার্চ : দুয়ারে ভোট ৷ একের পর এক তৃণমূল নেতা-কর্মী দল ছেড়ে চলে যাচ্ছেন ৷ এই পরিস্থিতি মান অভিমান ভুলে তৃণমূল কর্মীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিলেন সাংসদ দেব । রবিবার বিনপুর বিধানসভার প্রার্থী দেবনাথ হাঁসদার সমর্থনে শিলদায় জনসভা করেন দীপক অধিকারী ওরফে দেব ।

প্রায় দিনই একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন । এই ভাঙন প্রসঙ্গে দেব বলেন , "অনেকেই ভাবছেন দলের বড় বড় নেতারা অন্য দলে চলে যাচ্ছেন বলে আমরা কমজোর হয়ে যাচ্ছি । বিশ্বাস করুন, জনসমর্থন আরও বেড়েছে । আমাদের নেতারা হচ্ছেন আপনারা । বাংলার 10 কোটি মানুষ আমাদের নেতা ৷ যেখানে মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে সেখানে বড় বড় নেতা লাগে না । তাই ভয় পাওয়ার কিছু নেই ৷ দিদি এই ভাঙা পায়েই 100টি গোল দেবেন । কারণ মানুষ দিদির সমর্থনে আছেন ৷"

ঝাড়গ্রামের জনসভায় দেব

আরও পড়ুন : খেলা চাই না, চাকরি চাই ; তরণী সুরে ফুটল বেকারত্বের জ্বালা

ঝাড়গ্রামের সভা থেকে কর্মীদের চাঙ্গা করার উদ্দেশে দেব বলেন, "27 মার্চ নির্বাচন । এই লড়াইটা মান-সম্মানের লড়াই । লড়াইটা মানুষকে ভালোবাসার লড়াই । মানুষের বাড়ি বাড়ি যেতে হবে । নিজের মধ্যে মান অভিমান থাকলে তা সরিয়ে রাখুন ৷ দলের আগে আর কিছু বড় নেই । দল ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবে । তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে ৷ একবার নয় একশোবার মানুষকে বোঝাতে হবে ।" তিনি আরও বলেন, "আমাদের দল 10 বছরে কী কী কাজ করেছে তা জঙ্গলমহলের প্রতিটি মানুষ জানেন । এটা বোঝাতে পারলে একটা ভোটও অন্য কোথাও যাবে না ৷"

ঝাড়গ্রাম, 22 মার্চ : দুয়ারে ভোট ৷ একের পর এক তৃণমূল নেতা-কর্মী দল ছেড়ে চলে যাচ্ছেন ৷ এই পরিস্থিতি মান অভিমান ভুলে তৃণমূল কর্মীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিলেন সাংসদ দেব । রবিবার বিনপুর বিধানসভার প্রার্থী দেবনাথ হাঁসদার সমর্থনে শিলদায় জনসভা করেন দীপক অধিকারী ওরফে দেব ।

প্রায় দিনই একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন । এই ভাঙন প্রসঙ্গে দেব বলেন , "অনেকেই ভাবছেন দলের বড় বড় নেতারা অন্য দলে চলে যাচ্ছেন বলে আমরা কমজোর হয়ে যাচ্ছি । বিশ্বাস করুন, জনসমর্থন আরও বেড়েছে । আমাদের নেতারা হচ্ছেন আপনারা । বাংলার 10 কোটি মানুষ আমাদের নেতা ৷ যেখানে মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে সেখানে বড় বড় নেতা লাগে না । তাই ভয় পাওয়ার কিছু নেই ৷ দিদি এই ভাঙা পায়েই 100টি গোল দেবেন । কারণ মানুষ দিদির সমর্থনে আছেন ৷"

ঝাড়গ্রামের জনসভায় দেব

আরও পড়ুন : খেলা চাই না, চাকরি চাই ; তরণী সুরে ফুটল বেকারত্বের জ্বালা

ঝাড়গ্রামের সভা থেকে কর্মীদের চাঙ্গা করার উদ্দেশে দেব বলেন, "27 মার্চ নির্বাচন । এই লড়াইটা মান-সম্মানের লড়াই । লড়াইটা মানুষকে ভালোবাসার লড়াই । মানুষের বাড়ি বাড়ি যেতে হবে । নিজের মধ্যে মান অভিমান থাকলে তা সরিয়ে রাখুন ৷ দলের আগে আর কিছু বড় নেই । দল ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবে । তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে ৷ একবার নয় একশোবার মানুষকে বোঝাতে হবে ।" তিনি আরও বলেন, "আমাদের দল 10 বছরে কী কী কাজ করেছে তা জঙ্গলমহলের প্রতিটি মানুষ জানেন । এটা বোঝাতে পারলে একটা ভোটও অন্য কোথাও যাবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.