ETV Bharat / state

Mamata in Nabo Jowar: শনিবার একমঞ্চে মমতা ও অভিষেক, এগরা থেকে নবজোয়ারে যাবেন মুখ্যমন্ত্রী - বিস্ফোরণের 10 দিন পর এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শনিবার এগরার বিস্ফোরণস্থলে যাচ্ছেন মমতা ৷ একইসঙ্গে ওইদিন অভিষেকের ঝাড়গ্রামের নবজোয়ার কর্মসূচিতেও যোগ দেবেন তিনি ৷

Etv Bharat
সভা করবেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : May 25, 2023, 4:30 PM IST

Updated : May 25, 2023, 4:51 PM IST

কলকাতা, 25 মে: বিস্ফোরণের 10 দিন পর এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সঙ্গে, নবজোয়ার কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ একদিনে দুটি কর্মসূচি রয়েছে তাঁর। একই দিনে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণ স্থলে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই নবজোয়ারে শালবনি স্টেডিয়ামের মাঠে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যৌথ সভাও করবেন। এর আগে মালদায় মমতা এবং অভিষেককে যৌথভাবে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছিল। এরপর বাঁকুড়ার পাত্রসায়রের সভাতে অভিষেকের অনুপস্থিতিতে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আরও একবার এই নবজোয়ার কর্মসূচিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে প্রচার অভিযানে যোগ দিতে দেখা যাবে ৷

প্রসঙ্গত, শনিবারের মমতার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হিসাবে তাদের ব্যাখ্যা, ওই দিনের সফরের আলাদা তাৎপর্য অবশ্যই তাঁর খাদিকুলের ঘটনাস্থলে যাওয়া ৷ বাঁকুড়ার সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়েই, এগরা যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান তাও জানিয়েছিলেন তিনি। সেই মতো ঠিক ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি এগরা যাবেন। কিন্তু নির্ধারিত দিন বাতিল করে আগামী শনিবার খাদিকুল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর ওই দিনই নবজোয়ারেও যোগ দেবেন তিনি ৷ এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, শনিবার সকাল 11টা নাগাদ খাদিকুল যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর

তৃণমূল সূত্রে খবর, জামাইষষ্ঠীর দিনটি যে কোনও বাঙালি পরিবারে আত্মীয়-স্বজনরা থাকে ৷ এই অবস্থায় মুখ্যমন্ত্রী চাননি এই দিনে কোনও সভা সমাবেশ করে মানুষকে অযথা বিব্রত করতে ৷ তাই শেষ পর্যন্ত জামাইষষ্ঠীর দিনি তাঁর এগরা যাওয়ার সিদ্ধান্তও বাতিল করেন মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, আগামী শনিবার খাদিকুল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। সেখানেও যাবেন মমতা ৷ শালবনি স্টেডিয়ামে তাঁর একটি সভা করার কথা রয়েছে ৷ সেখানেই নবজোয়ার কর্মসূচির অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। এরপর ওই দিনই সরাসরি কলকাতায় ফিরে আসবেন তিনি।

কলকাতা, 25 মে: বিস্ফোরণের 10 দিন পর এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সঙ্গে, নবজোয়ার কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ একদিনে দুটি কর্মসূচি রয়েছে তাঁর। একই দিনে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণ স্থলে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই নবজোয়ারে শালবনি স্টেডিয়ামের মাঠে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যৌথ সভাও করবেন। এর আগে মালদায় মমতা এবং অভিষেককে যৌথভাবে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছিল। এরপর বাঁকুড়ার পাত্রসায়রের সভাতে অভিষেকের অনুপস্থিতিতে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আরও একবার এই নবজোয়ার কর্মসূচিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে প্রচার অভিযানে যোগ দিতে দেখা যাবে ৷

প্রসঙ্গত, শনিবারের মমতার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হিসাবে তাদের ব্যাখ্যা, ওই দিনের সফরের আলাদা তাৎপর্য অবশ্যই তাঁর খাদিকুলের ঘটনাস্থলে যাওয়া ৷ বাঁকুড়ার সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়েই, এগরা যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান তাও জানিয়েছিলেন তিনি। সেই মতো ঠিক ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি এগরা যাবেন। কিন্তু নির্ধারিত দিন বাতিল করে আগামী শনিবার খাদিকুল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর ওই দিনই নবজোয়ারেও যোগ দেবেন তিনি ৷ এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, শনিবার সকাল 11টা নাগাদ খাদিকুল যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর

তৃণমূল সূত্রে খবর, জামাইষষ্ঠীর দিনটি যে কোনও বাঙালি পরিবারে আত্মীয়-স্বজনরা থাকে ৷ এই অবস্থায় মুখ্যমন্ত্রী চাননি এই দিনে কোনও সভা সমাবেশ করে মানুষকে অযথা বিব্রত করতে ৷ তাই শেষ পর্যন্ত জামাইষষ্ঠীর দিনি তাঁর এগরা যাওয়ার সিদ্ধান্তও বাতিল করেন মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, আগামী শনিবার খাদিকুল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। সেখানেও যাবেন মমতা ৷ শালবনি স্টেডিয়ামে তাঁর একটি সভা করার কথা রয়েছে ৷ সেখানেই নবজোয়ার কর্মসূচির অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। এরপর ওই দিনই সরাসরি কলকাতায় ফিরে আসবেন তিনি।

Last Updated : May 25, 2023, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.