ETV Bharat / state

Elephant Broke Rail Gate: গ্রামবাসীদের তাড়া খেয়ে রেলগেট ভেঙে লাইন পেরোল হাতি - গ্রামবাসীদের তাড়ায় রেলগেট ভেঙে লাইন পেরোল হাতি

সে কাউকে ডরায় না ৷ তোয়াক্কাও করে না ৷ এতই জোর তার গায়ে ৷ ট্রেন আসছে বলে গেট পড়েছিল ৷ কিন্তু কে শোনে কার কথা ৷ রেললাইন ভেঙেই চলে গেল সে ৷ পড়ুন পুরো ঘটনা...

Etv Bharat
রেলগেট ভেঙে যাচ্ছে হাতি
author img

By

Published : Aug 7, 2023, 1:13 PM IST

রেলগেট ভেঙে হাতির দৌড়নোর মুহূর্ত

ঝাড়গ্রাম, 7 অগস্ট: আসছে দূরপাল্লার ট্রেন । বন্ধ রয়েছে রেলগেট । তাতে কী ? তার দাঁড়ানোর সময় নেই । গায়ের জোরে রেলগেট ভেঙে লাইন পেরিয়ে গেলেন গজরাজ । আর গজরাজের এই শক্তি প্রদর্শনকে ক্যামেরাবন্দি করল এলাকার মানুষজন । যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়ে করেছে সোশ্যাল মিডিয়ায় । আজ সোমবার ভোরে ঘটনাটি বাংলা-ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের সুনশুনিয়া এলাকায় ।

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখার সুনশুনিয়া রেলগেটটি ভেঙে ফেলেছে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনশুনিয়া এলাকাটি জঙ্গল সংলগ্ন হওয়ায় জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি হঠাৎ রাস্তায় উঠে পড়ে । তারপর গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড় লাগায় । আর সেই সময় রেললাইন পারাপারের জন্য পথে পড়ে যাওয়া রেলগেটকে সজোরে ভেঙে ছিটকে ফেলে দিয়ে লাইন পার হয় হাতিটি ।

জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড বর্ডার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাতি। তার পাশাপাশি রয়েছে কয়েকটি স্থানীয় হাতিও। যেগুলি মাঝেমধ্যেই এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাওয়ার জন্য রেললাইন পারাপার করে। বনবিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় হাতির মৃত্যু আটকাতে বনদফতর এবং রেলের মধ্যে একটি সমন্বয় তৈরি করা হয়েছে।

জঙ্গলের পাশ দিয়ে যে রেললাইন গিয়েছে, সেই জঙ্গলে যদি হাতি থাকে তাহলে সেই তথ্যটি জানাতে হয় রেলকে । বলা হয়েছে, জঙ্গল সংলগ্ন রেললাইন দিয়ে যত ট্রেন যাবে তাদের গতি যেন খুব ধীরে থাকে ৷ তার জেরে রেললাইনে হঠাৎ হাতি ঢুকে পড়লেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । ঝাড়গ্রাম বনবিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার ঝাড়গ্রাম বনবিভাগে 89টি হাতি ছিল । ঝাড়গ্রাম বনবিভাগের বিভিন্ন রেঞ্জ এলাকায় 5টি দলে ভাগ হয়ে রয়েছে । এছাড়াও বেশ কয়েকটি হাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তারপরই সোমবার সকালে এই ঘটনা ঘটে ৷

আরও পড়ুন : চরম নৃশংসতা! দাঁত কেটে মুণ্ডহীন হাতির দেহ নদীতে ভাসাল শিকারীরা

রেলগেট ভেঙে হাতির দৌড়নোর মুহূর্ত

ঝাড়গ্রাম, 7 অগস্ট: আসছে দূরপাল্লার ট্রেন । বন্ধ রয়েছে রেলগেট । তাতে কী ? তার দাঁড়ানোর সময় নেই । গায়ের জোরে রেলগেট ভেঙে লাইন পেরিয়ে গেলেন গজরাজ । আর গজরাজের এই শক্তি প্রদর্শনকে ক্যামেরাবন্দি করল এলাকার মানুষজন । যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়ে করেছে সোশ্যাল মিডিয়ায় । আজ সোমবার ভোরে ঘটনাটি বাংলা-ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের সুনশুনিয়া এলাকায় ।

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখার সুনশুনিয়া রেলগেটটি ভেঙে ফেলেছে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনশুনিয়া এলাকাটি জঙ্গল সংলগ্ন হওয়ায় জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি হঠাৎ রাস্তায় উঠে পড়ে । তারপর গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড় লাগায় । আর সেই সময় রেললাইন পারাপারের জন্য পথে পড়ে যাওয়া রেলগেটকে সজোরে ভেঙে ছিটকে ফেলে দিয়ে লাইন পার হয় হাতিটি ।

জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড বর্ডার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাতি। তার পাশাপাশি রয়েছে কয়েকটি স্থানীয় হাতিও। যেগুলি মাঝেমধ্যেই এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাওয়ার জন্য রেললাইন পারাপার করে। বনবিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় হাতির মৃত্যু আটকাতে বনদফতর এবং রেলের মধ্যে একটি সমন্বয় তৈরি করা হয়েছে।

জঙ্গলের পাশ দিয়ে যে রেললাইন গিয়েছে, সেই জঙ্গলে যদি হাতি থাকে তাহলে সেই তথ্যটি জানাতে হয় রেলকে । বলা হয়েছে, জঙ্গল সংলগ্ন রেললাইন দিয়ে যত ট্রেন যাবে তাদের গতি যেন খুব ধীরে থাকে ৷ তার জেরে রেললাইনে হঠাৎ হাতি ঢুকে পড়লেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । ঝাড়গ্রাম বনবিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার ঝাড়গ্রাম বনবিভাগে 89টি হাতি ছিল । ঝাড়গ্রাম বনবিভাগের বিভিন্ন রেঞ্জ এলাকায় 5টি দলে ভাগ হয়ে রয়েছে । এছাড়াও বেশ কয়েকটি হাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তারপরই সোমবার সকালে এই ঘটনা ঘটে ৷

আরও পড়ুন : চরম নৃশংসতা! দাঁত কেটে মুণ্ডহীন হাতির দেহ নদীতে ভাসাল শিকারীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.