ETV Bharat / state

Road Accident: বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, জনতার মারে আহত পুলিশ - বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

বালি বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হল এক বাইক আরোহীর (Road Accident in Jhargram)৷ এই ঘটনায় রণক্ষেত্র গোপীবল্লভপুর এলাকা ৷ উঠল পুলিশকে মারধর করার অভিযোগ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 26, 2023, 10:52 PM IST

ঝাড়গ্রাম, 26 ফেব্রুয়ারি: বালি ভরতি ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর । আগুন ধরানো হল বালি ওজনের কাঁটায়, মারধর করা হল পুলিশকেও । জানা গিয়েছে, মৃত যুবকের নাম করমা সিং (27)। বাড়ি গোপীবল্লভপুর থানার বাবুডুমরো গ্রামে । রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানার দহমুণ্ডা বিএড কলেজ সংলগ্ন রাস্তায় । দুর্ঘটনার পর রাস্তার মধ্যে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ ৷ উত্তেজিত গ্রামবাসীরা বালি পরিমাপ কেন্দ্রে আগুন লাগিয়ে দেন । পরে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা গোপীবল্লভপুর থানার পুলিশকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতমা থেকে হাতিবাড়ি যাওয়ার রাস্তায় সারা দিনে অসংখ্য বালি বোঝাই ডাম্পার যাতায়াত করে । প্রতিদিনই জামশোলা এলাকার বালি খাদান থেকে বালি তুলে ডাম্পারগুলি দহমুণ্ডা এলাকায় বালি পরিমাপ কেন্দ্রে যায় । রবিবার বিকেলে একটি ডাম্পার বালির পরিমাপ করতে দহমুণ্ডা এলাকায় আসে । সেখানে বালির পরিমাপ করে রাস্তায় ওঠার পরই বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় (A Bike Rider Died Due to Head-on Collision with Sand Loaded Dumper)। এর ফলে রাস্তার ধারে ছিটকে পড়েন বাইক আরোহী । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

মৃত বাইক আরোহী করমা পেশায় দিনমজুর । কয়েক বছর আগেই তাঁর বিয়ে হয় । করমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে । এদিন তিনি জামশোলা এলাকায় কাজে গিয়েছিলেন । ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছয় গোপীবল্লভপুর থানার পুলিশ । এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের ব্যাপক মারধর করেন বলে অভিযোগ । এই ঘটনায় গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন । পরে পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, এসডিপিও কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ওই এলাকা । এরপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।

ঘটনা গ্রসঙ্গে বাবুডুমরো এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন,"রাস্তার ধারে বালি ছিল । সম্ভবত সেই কারণেই বাইক স্কিড করে দুর্ঘটনাটি ঘটে । মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে । রাস্তার ধারে বালি পড়ে থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে । সেই কারণেই এলাকার মানুষ এদিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ।" ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন,"পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় । এই ঘটনার পর এলাকার মানুষ কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে । পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : গভীর রাতে বাড়ির উপর ওলটালো বালির ট্রাক, মৃত 1

ঝাড়গ্রাম, 26 ফেব্রুয়ারি: বালি ভরতি ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর । আগুন ধরানো হল বালি ওজনের কাঁটায়, মারধর করা হল পুলিশকেও । জানা গিয়েছে, মৃত যুবকের নাম করমা সিং (27)। বাড়ি গোপীবল্লভপুর থানার বাবুডুমরো গ্রামে । রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানার দহমুণ্ডা বিএড কলেজ সংলগ্ন রাস্তায় । দুর্ঘটনার পর রাস্তার মধ্যে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ ৷ উত্তেজিত গ্রামবাসীরা বালি পরিমাপ কেন্দ্রে আগুন লাগিয়ে দেন । পরে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা গোপীবল্লভপুর থানার পুলিশকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতমা থেকে হাতিবাড়ি যাওয়ার রাস্তায় সারা দিনে অসংখ্য বালি বোঝাই ডাম্পার যাতায়াত করে । প্রতিদিনই জামশোলা এলাকার বালি খাদান থেকে বালি তুলে ডাম্পারগুলি দহমুণ্ডা এলাকায় বালি পরিমাপ কেন্দ্রে যায় । রবিবার বিকেলে একটি ডাম্পার বালির পরিমাপ করতে দহমুণ্ডা এলাকায় আসে । সেখানে বালির পরিমাপ করে রাস্তায় ওঠার পরই বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় (A Bike Rider Died Due to Head-on Collision with Sand Loaded Dumper)। এর ফলে রাস্তার ধারে ছিটকে পড়েন বাইক আরোহী । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

মৃত বাইক আরোহী করমা পেশায় দিনমজুর । কয়েক বছর আগেই তাঁর বিয়ে হয় । করমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে । এদিন তিনি জামশোলা এলাকায় কাজে গিয়েছিলেন । ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছয় গোপীবল্লভপুর থানার পুলিশ । এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের ব্যাপক মারধর করেন বলে অভিযোগ । এই ঘটনায় গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন । পরে পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, এসডিপিও কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ওই এলাকা । এরপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।

ঘটনা গ্রসঙ্গে বাবুডুমরো এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন,"রাস্তার ধারে বালি ছিল । সম্ভবত সেই কারণেই বাইক স্কিড করে দুর্ঘটনাটি ঘটে । মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে । রাস্তার ধারে বালি পড়ে থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে । সেই কারণেই এলাকার মানুষ এদিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ।" ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন,"পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় । এই ঘটনার পর এলাকার মানুষ কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে । পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : গভীর রাতে বাড়ির উপর ওলটালো বালির ট্রাক, মৃত 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.