ETV Bharat / state

ঝাড়গ্রামে একদিনে কোরোনায় আক্রান্ত 5 - আনলক ওয়ান

একদিনে ঝাড়গ্রামে কোরোনা আক্রান্তের সংখ্যা 5 । পূর্ব মেদিনীপুরের বড়মা কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে আক্রান্তদের । এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 11।

5 new corona positive case in Jhargram
ঝাড়গ্রামে একদিনে কোরোনায় আক্রান্ত 5, মোট 11
author img

By

Published : Jun 8, 2020, 1:25 PM IST

Updated : Jun 8, 2020, 1:33 PM IST

ঝাড়গ্রাম, 8 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রামে । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হন 5 জন । প্রত্যেককেই পূর্ব মেদিনীপুরের বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার পর পরই গ্রিন জ়োনে থাকা ঝাড়গ্রাম ধীরে ধীরে অরেঞ্জ এবং রেড জ়োনের অন্তর্ভুক্ত হয় । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 11 ।

উল্লেখ্য, কোরোনা আক্রান্তের সংখ্যা পার্শ্ববর্তী জেলাগুলির তুলনামূলক কম থাকায় মোটামুটি স্বাভাবিক ছিল ঝাড়গ্রামের পরিবেশ । দোকানপাট, বাজারঘাটসহ পরিবহন ব্যবস্থায় কোনও সমস্যা হয়নি । তবে নতুন করে 5 জনের শরীরে কোরোনা ভাইরাস মেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের অভিমত, লকডাউন ওঠার পরে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের জেলায় ফিরছে । তারপর থেকেই কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । আগামী দিনে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে ।

তবে কোরোনা মোকাবিলার জন্য তৎপর জেলার স্বাস্থ্যবিভাগের কর্মী ও আধিকারিকরা । বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীরা দফায় দফায় জীবাণুমুক্তকরণ করে চলেছেন । সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করার জন্য প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ থেকে মাইকিং করা হচ্ছে ।

ঝাড়গ্রাম, 8 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রামে । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হন 5 জন । প্রত্যেককেই পূর্ব মেদিনীপুরের বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার পর পরই গ্রিন জ়োনে থাকা ঝাড়গ্রাম ধীরে ধীরে অরেঞ্জ এবং রেড জ়োনের অন্তর্ভুক্ত হয় । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 11 ।

উল্লেখ্য, কোরোনা আক্রান্তের সংখ্যা পার্শ্ববর্তী জেলাগুলির তুলনামূলক কম থাকায় মোটামুটি স্বাভাবিক ছিল ঝাড়গ্রামের পরিবেশ । দোকানপাট, বাজারঘাটসহ পরিবহন ব্যবস্থায় কোনও সমস্যা হয়নি । তবে নতুন করে 5 জনের শরীরে কোরোনা ভাইরাস মেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের অভিমত, লকডাউন ওঠার পরে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের জেলায় ফিরছে । তারপর থেকেই কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । আগামী দিনে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে ।

তবে কোরোনা মোকাবিলার জন্য তৎপর জেলার স্বাস্থ্যবিভাগের কর্মী ও আধিকারিকরা । বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীরা দফায় দফায় জীবাণুমুক্তকরণ করে চলেছেন । সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করার জন্য প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ থেকে মাইকিং করা হচ্ছে ।

Last Updated : Jun 8, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.