জলপাইগুড়ি, 7 মে : বিয়ে বাড়িতে এসে তিস্তার ধারে ঘুরতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবতী । শনিবার সকালে উদ্ধার হল যুবতীর মৃতদেহ (Young Woman Drowned in Tista) । জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ময়নাগুড়ি দোমহানির পক্ষীনিবাস তিস্তার ঘাটে ঘুরতে গিয়েছিলেন বিদিশা দাস (22) নামে ওই যুবতী । তাঁর বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর শহিদ কলোনি এলাকায় ।
জানা গিয়েছে, শুক্রবার দোমহানি প্রণবপল্লি এলাকার বাসিন্দা অমিত সরকারের বিয়ের বউভাতের অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে বিদিশা তাঁর নিজের পরিবারের সঙ্গে এসেছিলেন । গতকাল বিকেলে বিয়েবাড়ির কয়েকজনের সঙ্গে বিদিশা স্থানীয় তিস্তা নদীর পাড়ে ঘুরতে যান । কিন্তু কীভাবে তিস্তা নদীতে তলিয়ে গেলেন তিনি, তার উত্তর পাওয়া যায়নি । তাঁর খোঁজে প্রথমে স্থানীয়রাই তিস্তা নদীতে নেমে পড়েন । খবর পেয়ে ময়নাগুড়ি থানা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ।
বিপর্যয় মোকাবিলা দফতরকেও খবর দেওয়া হয় । আজ, শনিবার সকালে তিস্তা নদীর চরে ভেসে ওঠে বিদিশার মৃতদেহ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ৷ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে বিদিশার ৷
আরও পড়ুন : Accused Beaten in Jalpaiguri : জলপাইগুড়িতে নাবালিকাকে শ্লীলতাহানি ! গণধোলাই অভিযুক্ত বৃদ্ধকে