ETV Bharat / state

তিস্তা নদীর অংসরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি - Yellow alert issued in unreserved parts of Teesta

মালবাজারে ব্যাপক বৃষ্টি হয়েছে । এদিন রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলার ডায়না ও আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ারে । অন্যদিকে, তিস্তা নদীতে জলস্ফীতির ফলে গজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে জানা গিয়েছে । তাই তিস্তা নদীর অসংরক্ষিত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

তিস্তা নদীর অংসরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি
তিস্তা নদীর অংসরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি
author img

By

Published : Jun 30, 2021, 1:26 PM IST

জলপাইগুড়ি, 30 জুন : পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী ৷ তাই সেচ দফতরের তরফে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হল । অন্যদিকে, জলঢাকা নদীর 31 নম্বর জাতীয় সড়কের উপর হলুদ সংকেত জারি করা হয়েছে । তিস্তা নদীর জলে জলমগ্ন হয়েছে মালবাজারের বেশ কিছু এলাকা । ময়নাগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

মালবাজারে ব্যাপক বৃষ্টি হয়েছে । এদিন রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলার ডায়না ও আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ারে । ডায়নাতে বৃষ্টি হয়েছে 248.4 মিমি, বক্সা দুয়ারে বৃষ্টিপাত হয়েছে 250.4 মিমি, হাসিমারাতে 230 মিমি, জলপাইগুড়িতে 37.8 মিমি, বাগরাকোটে 135.8 মিমি, নাগরাকাটায় 191.9 মিমি, ঝালং 180.4 মিমি বৃষ্টিপাত হয়েছে । অন্যদিকে,
কোচবিহারে 112.6 মিমি, মাথাভাঙাতে 145 মিমি, বারোবিশাতে 164.৬ মিমি, মূর্তিতে 173 মিমি, শিলিগুড়িতে 93.6 মিমি, আলিপুরদুয়ার শহরে110.2 মিমি, কুমারগ্রামে 150 মিমি বৃষ্টিপাত হয়েছে ।

আরও পড়ুন, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রপাতের পূর্বাভাস

অন্যদিকে, তিস্তা নদীতে জলস্ফীতির ফলে গজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে জানা গিয়েছে ।

জলপাইগুড়ি, 30 জুন : পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী ৷ তাই সেচ দফতরের তরফে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হল । অন্যদিকে, জলঢাকা নদীর 31 নম্বর জাতীয় সড়কের উপর হলুদ সংকেত জারি করা হয়েছে । তিস্তা নদীর জলে জলমগ্ন হয়েছে মালবাজারের বেশ কিছু এলাকা । ময়নাগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

মালবাজারে ব্যাপক বৃষ্টি হয়েছে । এদিন রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলার ডায়না ও আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ারে । ডায়নাতে বৃষ্টি হয়েছে 248.4 মিমি, বক্সা দুয়ারে বৃষ্টিপাত হয়েছে 250.4 মিমি, হাসিমারাতে 230 মিমি, জলপাইগুড়িতে 37.8 মিমি, বাগরাকোটে 135.8 মিমি, নাগরাকাটায় 191.9 মিমি, ঝালং 180.4 মিমি বৃষ্টিপাত হয়েছে । অন্যদিকে,
কোচবিহারে 112.6 মিমি, মাথাভাঙাতে 145 মিমি, বারোবিশাতে 164.৬ মিমি, মূর্তিতে 173 মিমি, শিলিগুড়িতে 93.6 মিমি, আলিপুরদুয়ার শহরে110.2 মিমি, কুমারগ্রামে 150 মিমি বৃষ্টিপাত হয়েছে ।

আরও পড়ুন, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রপাতের পূর্বাভাস

অন্যদিকে, তিস্তা নদীতে জলস্ফীতির ফলে গজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.