ETV Bharat / state

Domestic Violence: জুয়া খেলার টাকা না-দেওয়ায় মারধর, স্বামীর বিরুদ্ধে পুলিশে গেলেন মহিলা

ধূপগুড়িতে স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করলেন এক মহিলা (Woman Files Domestic Violence Case Against Husband) ৷ অভিযোগ স্বামীকে জুয়া খেলার টাকা এনে না-দেওয়ায় তাঁকে বেঁধে রেখে মারধর করা হয় ৷

woman-files-domestic-violence-case-against-husband-in-jalpaiguri
woman-files-domestic-violence-case-against-husband-in-jalpaiguri
author img

By

Published : Nov 27, 2022, 9:38 PM IST

জলপাইগুড়ি, 27 নভেম্বর: জুয়া খেলার টাকা না-দেওয়ায় স্ত্রীকে বেঁধে রেখে মারধরে অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেও স্বামীকে মদতের অভিযোগ করেছেন ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাড়িয়ালটারি গ্রামে ৷ ঘটনার জেরে নির্যাতিতা মহিলার শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে অভিযোগ ৷ স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা (Woman Files Domestic Violence Case Against Husband) ৷ গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের ৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এক মহিলা হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে থানায় আসেন ৷ তিনি ঠিক মতো হাঁটতে পারছিলেন না ৷ পুলিশকে ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁর স্বামী শ্যামল রায় তাঁকে বেঁধে রেখে মারধর করেছেন ৷ অভিযোগ, তিনি জুয়া খেলার জন্য টাকা জোগাড় করে দেননি বলেই নৃশংসভাবে তাঁকে মারধর করা হয়েছে ৷ মহিলা জানিয়েছেন, মাঝে মধ্যেই তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হত ৷ আর টাকা নিয়ে না-আসলেই মারধর করা হত ৷

আরও পড়ুন: পুরুলিয়ায় গার্হস্থ্য হিংসা, পণ চেয়ে ও সন্তান না-হওয়ার কারণে দুই বধূকে নির্যাতনের অভিযোগ

শনিবার রাতে বিষয়টি চরমে পৌঁছায় ৷ পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, গতকাল রাতে জুয়া খেলার জন্য টাকা নিয়ে আসতে অস্বীকার করায়, তাঁকে মারধর শুরু করেন শ্যামল রায় ৷ মহিলাকে বেঁধে রেখে কাঠ দিয়ে মারধর করা হয় ৷ অভিযোগ ঘটনায় শ্বশুর, শাশুড়ি এবং ননদও শ্যামল রায়কে মদত দেন ৷ আজ সকালে ধূপগুড়ি থানায় স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্য়দের বিরুদ্ধে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷ তিনি জানিয়েছেন, এতদিন প্রমাণের অভাবে তিনি কোনও পদক্ষেপ নিতে পারেননি ৷ শনিবার রাতে মারধরের পর, শরীরে রক্ত জমাট বাঁধার দাগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

জলপাইগুড়ি, 27 নভেম্বর: জুয়া খেলার টাকা না-দেওয়ায় স্ত্রীকে বেঁধে রেখে মারধরে অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেও স্বামীকে মদতের অভিযোগ করেছেন ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাড়িয়ালটারি গ্রামে ৷ ঘটনার জেরে নির্যাতিতা মহিলার শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে অভিযোগ ৷ স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা (Woman Files Domestic Violence Case Against Husband) ৷ গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের ৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এক মহিলা হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে থানায় আসেন ৷ তিনি ঠিক মতো হাঁটতে পারছিলেন না ৷ পুলিশকে ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁর স্বামী শ্যামল রায় তাঁকে বেঁধে রেখে মারধর করেছেন ৷ অভিযোগ, তিনি জুয়া খেলার জন্য টাকা জোগাড় করে দেননি বলেই নৃশংসভাবে তাঁকে মারধর করা হয়েছে ৷ মহিলা জানিয়েছেন, মাঝে মধ্যেই তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হত ৷ আর টাকা নিয়ে না-আসলেই মারধর করা হত ৷

আরও পড়ুন: পুরুলিয়ায় গার্হস্থ্য হিংসা, পণ চেয়ে ও সন্তান না-হওয়ার কারণে দুই বধূকে নির্যাতনের অভিযোগ

শনিবার রাতে বিষয়টি চরমে পৌঁছায় ৷ পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, গতকাল রাতে জুয়া খেলার জন্য টাকা নিয়ে আসতে অস্বীকার করায়, তাঁকে মারধর শুরু করেন শ্যামল রায় ৷ মহিলাকে বেঁধে রেখে কাঠ দিয়ে মারধর করা হয় ৷ অভিযোগ ঘটনায় শ্বশুর, শাশুড়ি এবং ননদও শ্যামল রায়কে মদত দেন ৷ আজ সকালে ধূপগুড়ি থানায় স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্য়দের বিরুদ্ধে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷ তিনি জানিয়েছেন, এতদিন প্রমাণের অভাবে তিনি কোনও পদক্ষেপ নিতে পারেননি ৷ শনিবার রাতে মারধরের পর, শরীরে রক্ত জমাট বাঁধার দাগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.