জলপাইগুড়ি, 4 জুলাই: পাশের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন মা । মোবাইলে মগ্ন থাকায় তা দরজার এপাশ থেকে টেরই পেলেন না মেয়ে । মৃতার নাম রত্না সরকার ভৌমিক ৷ পেশায় পোস্ট অফিসের কর্মী । তিনমাস আগে আশ্রম পাড়ার এক বাড়িতে ভাড়া এসেছিলেন মা-মেয়ে ৷ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মেয়েকে নিয়েই ভাড়া বাড়িতেই থাকতেন (Woman died by Suicide in Jalpaiguri) ।
মৃতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট । তাতে তিনবার লেখা রয়েছে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ৷' ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ৷ কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
মা পোস্ট অফিসের পোস্ট মাস্টারের চাকরি করতেন বলে মেয়ে জানান । যদিও কয়েকবছর ধরেই তিনি সাসপেন্ড ছিলেন । পুলিশের ধারণা, সেই অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি । দু'টি পাশাপাশি ঘরে থাকতেন মা-মেয়ে । মেয়ে অন্বেষা ভৌমিক বলেন, "আমি মোবাইল ঘাঁটছিলাম । পাশের ঘরে মা ছিল । ভাত খাওয়ার জন্য মাকে ডাক দিতে গিয়ে দেখি এই ঘটনা । দরজা বন্ধ ছিল ৷ আমি কিছুই বুঝতে পারিনি ।"
আরও পড়ুন: ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
জলপাইগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত বলেন, "তিনমাস আগেই এখানে ভাড়া নিয়ে আশ্রম পাড়ায় এসেছিলেন । মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ পারিবারিক সমস্যার কথা শুনেছি ।"