ETV Bharat / state

চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা, বাগান মালিকদের সঙ্গে আলোচনা বসবে বনবিভাগ - বাগান মালিকদের সঙ্গে আলোচনা বসবে বনবিভাগ

কখনও কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা । তখন তারা মানুষের তাড়া খেয়ে চাবাগানে আশ্রয় নেয় । আর এখন থেকে শুরু হয় সমস্যার ৷ বাগানে ঢুকতে গেলেই চাবাগানের কাঁটাতারের বেড়ায় আহত হচ্ছে বন্যপ্রাণীরা ।

চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা
author img

By

Published : Aug 13, 2019, 7:28 PM IST

জলপাইগুড়ি, 13 অগাস্ট : চাবাগানে বেআইনিভাবে কাঁটাতার লাগানোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে বন্যপ্রাণীদের জীবন । এই অভিযোগ তুলল জলপাইগুড়ি বনবিভাগ ৷ আগামীকাল এনিয়ে বাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বনবিভাগ ৷

jalpaiguri
চাবাগানের কাঁটাতার

কখনও কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা । তখন তারা মানুষের তাড়া খেয়ে চাবাগানে আশ্রয় নেয় । আর এখন থেকে শুরু হয় সমস্যার ৷ বাগানে ঢুকতে গেলেই চাবাগানের কাঁটাতারের বেড়ায় আহত হচ্ছে বন্যপ্রাণীরা । কখনও বাইসন, কখনও বা হাতি চাবাগানে ঢুকলেই কাঁটাতারের বেড়ায় তারা আঘাত পাচ্ছে ৷ এরফলে ক্ষোভ বাড়ছে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে ।

jalpaiguri
চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা

জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী শ্যামা প্রসাদ পান্ডে এনিয়ে বলেন, "আমরা জলপাইগুড়ির 54টি চাবাগানের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসব ৷ যাতে বাগানের সমস্যা না হয়, আবার বন্যপ্রাণীরাও সুরক্ষিত থাকে । আমরা এর আগেও আমরা চাবাগানের মালিকদের বিষয়টি অবহিত করার চেষ্টা করেছি ৷ কিন্তু লাভ হয়নি । কাঁটাতারের বেড়াতে বন্যপ্রাণীরা বারবার ক্ষত বিক্ষত হয়ে পড়ছে ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী বলেন, "আমরা অনেকবার চাবাগান মালিকদের চিঠি দিয়েছি এই বিষয়ে ৷ কিন্তু কোনও লাভ হয়নি । আমরা আবার এই বিষয়ে চাবাগান মালিকদের সাথে কথা বলব যাতে বন্যপ্রাণীদের জীবন সুরক্ষিত থাকে ।"

জলপাইগুড়ি, 13 অগাস্ট : চাবাগানে বেআইনিভাবে কাঁটাতার লাগানোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে বন্যপ্রাণীদের জীবন । এই অভিযোগ তুলল জলপাইগুড়ি বনবিভাগ ৷ আগামীকাল এনিয়ে বাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বনবিভাগ ৷

jalpaiguri
চাবাগানের কাঁটাতার

কখনও কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা । তখন তারা মানুষের তাড়া খেয়ে চাবাগানে আশ্রয় নেয় । আর এখন থেকে শুরু হয় সমস্যার ৷ বাগানে ঢুকতে গেলেই চাবাগানের কাঁটাতারের বেড়ায় আহত হচ্ছে বন্যপ্রাণীরা । কখনও বাইসন, কখনও বা হাতি চাবাগানে ঢুকলেই কাঁটাতারের বেড়ায় তারা আঘাত পাচ্ছে ৷ এরফলে ক্ষোভ বাড়ছে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে ।

jalpaiguri
চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা

জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী শ্যামা প্রসাদ পান্ডে এনিয়ে বলেন, "আমরা জলপাইগুড়ির 54টি চাবাগানের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসব ৷ যাতে বাগানের সমস্যা না হয়, আবার বন্যপ্রাণীরাও সুরক্ষিত থাকে । আমরা এর আগেও আমরা চাবাগানের মালিকদের বিষয়টি অবহিত করার চেষ্টা করেছি ৷ কিন্তু লাভ হয়নি । কাঁটাতারের বেড়াতে বন্যপ্রাণীরা বারবার ক্ষত বিক্ষত হয়ে পড়ছে ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী বলেন, "আমরা অনেকবার চাবাগান মালিকদের চিঠি দিয়েছি এই বিষয়ে ৷ কিন্তু কোনও লাভ হয়নি । আমরা আবার এই বিষয়ে চাবাগান মালিকদের সাথে কথা বলব যাতে বন্যপ্রাণীদের জীবন সুরক্ষিত থাকে ।"

Intro:জলপাইগুড়ি: চা বাগানের জন্য জীবন অতিষ্ট হয়ে উঠেছে বন্যপ্রাণীদের।হ্যা এমনটাই বাস্তব।চা বাগানে অবৈধভাবে লাগানো কাটাতারের বেরার ফলে বিপাকে পড়েছে বন্যপ্রাণী।বন্যপ্রাণী দের বাঁচাতে কে বাগান মালিকদের সাথে আলোচনায় বসতে চলেছে বনবিভাগ।



Body:জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী ।জঙ্গল সংলগ্ন এলাকায় কে বাগান থাকার ফলে কে বাগানে আশ্রয় নিচ্ছে বন্যপ্রাণীরা।আর এতেই যত সমস্যা।কে বাগানের কোন বন্যপ্রাণী ঢুকতে গেলেই চা বাগানের ফেনসিং এর আহত হচ্ছে বন্যপ্রাণীরা। চা বাগানে বর্তমানে যে ধরনের কাঁটাতার দিয়ে বেরা দেওয়া হচ্ছে তাতে করে চা বাগানে কোন বন্যপ্রাণী ঢুকতে গেলেই ক্ষত হচ্ছে শরীর এমনটাই অভিযোগ ।কখনও বাইসন,কখনো বা হাতি চা বাগানে ঢুকলেই এমন সমস্যায় পড়ছে।অনেক সময় লোকালয়ে বন্যপ্রাণী এলে মানুষের তারা খেয়ে চা বাগানে ঢুকে যায় বন্যপ্রাণী রা আর এতেই সমস্যায় পড়ে বন্যপ্রাণী। বর্ডারের ব্যবহৃত এই কাঁটাতারের বেড়াতে কেটে যাচ্ছএ বন্যপ্রাণী র শরীর তাতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে।



Conclusion:জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী শ্যামা প্রসাদ পান্ডে বলেন আমরা জলপাইগুড়ি র ৫৪ টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসব যাতে কে বাগানের ও সমস্যা না হয় বন্যপ্রাণীরাও সুরক্ষিত থাকে।আমরা এর আগেও চা বাগানের মালিকদের আমরা বিষয়টি নিয়ে অবহিত করার চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি।কাটা তারের বের গুলোতে বন্যপ্রাণীরা ক্ষত বিক্ষত হয়ে পড়ছে।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী জানান আমরা ও অনেকবারে চা বাগানের মালিকদের চিঠি দিয়েছি এই বিষয়ে কিন্তু কোন লাভ হয়নি ।আমরা আবার এই বিষয়ে চা বাগান মালিকদের সাথে কথা বলব যাতে বন্যপ্রাণী দের জীবন সুরক্ষিত থাকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.