ETV Bharat / state

রাজগঞ্জে দলীয় প্রার্থীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলেরই একাংশের - Trinamool workers protest by burning effigy in Jalpaiguri

আজ সকালে জলপাইগুড়ি রংধামালিতে তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীরা প্রথমে বিক্ষোভ দেখায় । এরপর তৃণমূল কংগ্রেসের প্রার্থী খগেশ্বর রায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা । অন্যদিকে, আগেই কৃষ্ণ দাস প্রার্থীপদ না পেয়ে নির্দল প্রার্থীর হয়ে ভোটে লড়াই করার কথা ঘোষণা করেছেন ।

প্রার্থীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
প্রার্থীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
author img

By

Published : Mar 9, 2021, 3:02 PM IST

জলপাইগুড়ি, 9 মার্চ : পছন্দ না হওয়ায় দলীয় প্রার্থীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা ৷ জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ঘটনা ৷ এই কেন্দ্রের তিনবারের বিধায়ক খগেশ্বর রায়কে এবারের নির্বাচনেও প্রার্থী করেছে দল ৷ তাঁকে প্রার্থী ঘোষণার পর পরই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা ৷ ওই তৃণমূল কর্মীরা দলের শাখা সংগঠনের নেতা কৃষ্ণ দাসের অনুগামী৷

আজ সকালে জলপাইগুড়ি রংধামালিতে তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীরা প্রথমে বিক্ষোভ দেখায় । এরপর তৃণমূল কংগ্রেসের প্রার্থী খগেশ্বর রায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা । অন্যদিকে, আগেই কৃষ্ণ দাস প্রার্থীপদ না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করার কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন, আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের


কৃষ্ণ দাসের অনুগামী বলরাম দে বলেন, "রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর চরিত্র ভালো না ৷ তাঁকে আমরা মানি না । তাঁকে জনগণ মানে না ৷ কেউ তাঁকে চেনে না ৷ কোনওদিন তাঁকে এলাকায় দেখা যায় না ৷ শুধুমাত্র নির্বাচনের সময় দেখা যায় ৷ এর প্রতিবাদে আজ আমরা খগেশ্বর রায়ের কুশপুতুল দাহ করলাম । আমরা কৃষ্ণ দাসকে প্রার্থী হিসাবে চাই ৷ তাঁকে প্রার্থী না করা হলে আমাদের বিক্ষোভ চলবে ৷ "

দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় খগেশ্বর রায়ের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এদিকে, প্রার্থী ঘোষণার পর থেকে খগেশ্বর রায় প্রচারে নেমে পড়েছেন । দলীয় কর্মীদের এই বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন ৷ কে, কী করল তা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

জলপাইগুড়ি, 9 মার্চ : পছন্দ না হওয়ায় দলীয় প্রার্থীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা ৷ জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ঘটনা ৷ এই কেন্দ্রের তিনবারের বিধায়ক খগেশ্বর রায়কে এবারের নির্বাচনেও প্রার্থী করেছে দল ৷ তাঁকে প্রার্থী ঘোষণার পর পরই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা ৷ ওই তৃণমূল কর্মীরা দলের শাখা সংগঠনের নেতা কৃষ্ণ দাসের অনুগামী৷

আজ সকালে জলপাইগুড়ি রংধামালিতে তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীরা প্রথমে বিক্ষোভ দেখায় । এরপর তৃণমূল কংগ্রেসের প্রার্থী খগেশ্বর রায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা । অন্যদিকে, আগেই কৃষ্ণ দাস প্রার্থীপদ না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করার কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন, আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের


কৃষ্ণ দাসের অনুগামী বলরাম দে বলেন, "রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর চরিত্র ভালো না ৷ তাঁকে আমরা মানি না । তাঁকে জনগণ মানে না ৷ কেউ তাঁকে চেনে না ৷ কোনওদিন তাঁকে এলাকায় দেখা যায় না ৷ শুধুমাত্র নির্বাচনের সময় দেখা যায় ৷ এর প্রতিবাদে আজ আমরা খগেশ্বর রায়ের কুশপুতুল দাহ করলাম । আমরা কৃষ্ণ দাসকে প্রার্থী হিসাবে চাই ৷ তাঁকে প্রার্থী না করা হলে আমাদের বিক্ষোভ চলবে ৷ "

দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় খগেশ্বর রায়ের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এদিকে, প্রার্থী ঘোষণার পর থেকে খগেশ্বর রায় প্রচারে নেমে পড়েছেন । দলীয় কর্মীদের এই বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন ৷ কে, কী করল তা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.