ETV Bharat / state

"ভোরের আলো" প্রকল্পে স্থগিতাদেশ তুলে নিল গ্রিন বেঞ্চ - গজলডোবা "ভোরের আলো" প্রকল্প

জলডোবায় ভোরের আলো প্রকল্প নিয়ে বারবার নানা বাধার সম্মুখীন হয়েছে রাজ্য সরকার । সেখানে হেলিকপ্টার ওঠা-নামার কারণে পাখিদের মৃত্যুর হার বাড়তে পারে বলে অভিযোগ করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । এর বিরুদ্ধে গ্রিন বেঞ্চে মামলাও করেন তিনি ।  কাজে স্থগিতাদেশ জারি করে গ্রিন বেঞ্চ । তারপর রাজ্যের তরফে প্রয়োজনীয় কাগজপত্র গ্রিন বেঞ্চে জমা দেওয়া হলে আজ স্থগিতাদেশ  তুলে নেয় বেঞ্চ ।

image
পর্যটন মন্ত্রী গৌতম দেব
author img

By

Published : Nov 28, 2019, 6:10 PM IST

জলপাইগুড়ি, 28 নভেম্বর : অবশেষে গজলডোবার "ভোরের আলো" প্রকল্প মামলার নিষ্পত্তি হল আজ । সম্প্রতি সেখানে হেলিপ্যাড তৈরি নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত মামলা করেছিলেন । এর প্রেক্ষিতে নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছিল গ্রিন বেঞ্চ । অবশেষে আজ বেঞ্চ আজ এই স্থগিতাদেশ তুলে নিল ।

গজলডোবায় ভোরের আলো প্রকল্প নিয়ে বারবার নানা বাধার সম্মুখীন হয়েছে রাজ্য সরকার । 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছিল । কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে সেই জমিতে হেলিপ্যাড তৈরির কাজ চলছিল বলে অভিযোগ । পাশেই রয়েছে পাখিরালয় । হেলিকপ্টার ওঠা-নামার কারণে পাখিদের মৃত্যুর হার বাড়তে পারে বলে অভিযোগ করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । এর বিরুদ্ধে গ্রিন বেঞ্চে মামলাও করেন তিনি । কাজে স্থগিতাদেশ জারি করে গ্রিন বেঞ্চ । তারপর রাজ্যের তরফে প্রয়োজনীয় কাগজপত্র গ্রিন বেঞ্চে জমা দেওয়া হলে আজ স্থগিতাদেশ তুলে নেয় বেঞ্চ ।

পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্য

এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "সমস্ত কিছু খতিয়ে দেখার পর গ্রিন বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল তা তুলে নিয়েছে । ফলে ফের শুরু করা হচ্ছে ভোরের আলো পরিকাঠামো নির্মাণের কাজকর্ম ।" তিনি জানান, গ্রিন বেঞ্চকে বিভ্রান্ত করার চেষ্টা, বারবার মামলার মাধ্যমে প্রকল্পে জটিলতা তৈরি করার জেরে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে । মামলা লড়তে গিয়েও সরকারের খরচ হয়েছে । এসবের জন্য পরিবেশবিদ সুভাষ দত্তের বিরুদ্ধে পালটা মামলা করবে রাজ্য সরকার । দ্রুত গতিতে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ।

জলপাইগুড়ি, 28 নভেম্বর : অবশেষে গজলডোবার "ভোরের আলো" প্রকল্প মামলার নিষ্পত্তি হল আজ । সম্প্রতি সেখানে হেলিপ্যাড তৈরি নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত মামলা করেছিলেন । এর প্রেক্ষিতে নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছিল গ্রিন বেঞ্চ । অবশেষে আজ বেঞ্চ আজ এই স্থগিতাদেশ তুলে নিল ।

গজলডোবায় ভোরের আলো প্রকল্প নিয়ে বারবার নানা বাধার সম্মুখীন হয়েছে রাজ্য সরকার । 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছিল । কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে সেই জমিতে হেলিপ্যাড তৈরির কাজ চলছিল বলে অভিযোগ । পাশেই রয়েছে পাখিরালয় । হেলিকপ্টার ওঠা-নামার কারণে পাখিদের মৃত্যুর হার বাড়তে পারে বলে অভিযোগ করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । এর বিরুদ্ধে গ্রিন বেঞ্চে মামলাও করেন তিনি । কাজে স্থগিতাদেশ জারি করে গ্রিন বেঞ্চ । তারপর রাজ্যের তরফে প্রয়োজনীয় কাগজপত্র গ্রিন বেঞ্চে জমা দেওয়া হলে আজ স্থগিতাদেশ তুলে নেয় বেঞ্চ ।

পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্য

এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "সমস্ত কিছু খতিয়ে দেখার পর গ্রিন বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল তা তুলে নিয়েছে । ফলে ফের শুরু করা হচ্ছে ভোরের আলো পরিকাঠামো নির্মাণের কাজকর্ম ।" তিনি জানান, গ্রিন বেঞ্চকে বিভ্রান্ত করার চেষ্টা, বারবার মামলার মাধ্যমে প্রকল্পে জটিলতা তৈরি করার জেরে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে । মামলা লড়তে গিয়েও সরকারের খরচ হয়েছে । এসবের জন্য পরিবেশবিদ সুভাষ দত্তের বিরুদ্ধে পালটা মামলা করবে রাজ্য সরকার । দ্রুত গতিতে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ।

Intro:অবশেষে জটমুক্ত গজলডোবায় ভোরের আলো প্রকল্প। সম্প্রতি সেখানেহেলিপ্যাড গড়া নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্তের মামলার প্রেক্ষিতে সমস্ত নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছিল গ্রীন বেঞ্চ। সেই স্থগিতাদেশ অবশেষে তুলে নিল তারা। আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান ইচ্ছাকৃতভাবে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা কাজ বন্ধের জেরে সরকারের বিপুল আর্থিক ক্ষতি এবং মামলায় তাদের জেলে যে খরচ সরকারের হয়েছে তা চেয়ে পরিবেশবিদ সুভাষ দত্তের বিরুদ্ধে পাল্টা মামলা করবে রাজ্য সরকার।


Body:গজলডোবায় ভোরের আলো প্রকল্পে কাজ করতে গিয়ে বারংবার নানা বাধার মুখে পড়েছে রাজ্য সরকার। ভোরের আলোর পাশেই হেলিপ্যাড প্রকল্পে জমি চিহ্নিত করে কাজ শুরু করার মুখেই বাসিন্দাদের বিরোধিতায় কার্যত সেই এলাকা থেকে প্রকল্প গুটিয়ে নিতে হয়। বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। ফের স্থান পরিবর্তন করে সেই প্রকল্প কাছেই সরিয়ে নেওয়া হয়। এরপর গ্রীন বেঞ্চ এ মামলা করেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তার অভিযোগ ছিল যেখানে হেলিপ্যাড হচ্ছে তার পাশেই রয়েছে পাখিদের মুক্তাঞ্চল পাখিবিতান । ফলে সাময়িক কাজ বন্ধের নির্দেশ জারি করে গ্রীন বেঞ্চ। এরপর রাজ্যের তরফে সমস্ত কাগজপত্র এবং অনুমতি গ্রীন বেঞ্চে জমা দেওয়া হয়। আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান সমস্ত কিছু খতিয়ে দেখে কাজ বন্ধের স্থগিতাদেশের যে নির্দেশ গ্রীন বেশ দিয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। ফলে ফের শুরু করা হচ্ছে ভোরের আলো পরিকাঠামো নির্মাণের কাজকর্ম। পাশাপাশি তিনি বলেন গ্রীন বেঞ্চ কে বিভ্রান্ত করার চেষ্টা, বারংবার নানা প্রকল্পে মামলার মাধ্যমে জটিলতা তৈরি করা, ভোরের আলোয় কাজ বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতি এবং মামলা লড়তে গিয়ে সরকারের যে খরচ হয়েছে ত চেয়ে পরিবেশবিদ সুভাষ দত্তের বিরুদ্ধে পাল্টা মামলা করবে রাজ্য সরকার। পাশাপাশি এবার দ্রুত গতিতে ভোরের আলোয় কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.