ETV Bharat / state

পৃথক রাজ্যের দাবিতে রেলরোকো, অবশেষে উঠল অবরোধ - Kamtapur

Vande Bharat stuck at Betgara Station: আলাদা রাজ্যের দাবিতে রেল অবরোধ কর্মসূচি করলেও বেলা বাড়তেই তা তুলে নিল সর্বভারতীয় কামতাপুর ছাত্র সংগঠন ৷ সকালে রেলরোকোর জেরে আটকে পড়েছিল বন্দে ভারত ও কামরূপ এক্সপ্রেস ৷ এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
কামতাপুর ছাত্র সংগঠনের রেল অবরোধ কর্মসূচি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 9:17 AM IST

Updated : Jan 19, 2024, 11:42 AM IST

কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকারীরা জলপাইগুড়ির জলঢাকা রেলসেতুর কাছে রেললাইনে বসে পড়ে

জলপাইগুড়ি, 19 জানুয়ারি: আলাদা রাজ্যের দাবিতে 12 ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছিল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন ৷ সেই কর্মসূচি তুলে নিল সংগঠন ৷ শুক্রবার সকালে এই রেল অবরোধের ফলে জলপাইগুড়ির বেতগাড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে ৷ ময়নাগুড়ি স্টেশনে আটকে পড়ে কামরূপ এক্সপ্রেস ৷ নিউ ময়নাগুড়ি স্টেশন ও বেতগাড়ার মাঝে জলঢাকা রেলসেতুর কাছে রেললাইনে বসে পড়েছিল আন্দোলনকারীরা ৷ তবে সংগঠনের ছাত্রছাত্রী ও সমর্থকরা রেললাইনে বসে পড়ায় স্বাভাবিক ভাবেই ট্রেনচলাচল বিঘ্নিত হয় ৷

রেলরোকোকে কেন্দ্র করে ঘটনাস্থলে আরপিএফ, রেলপুলিশ ও রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ রেলরোকোর ফলে বেশ কিছু ট্রেনকে জলপাইগুড়ি রোড স্টেশনের পর তিস্তা সেতু পেরিয়ে ওয়াই লেগ দিয়ে ময়নাগুড়ি রোড স্টেশন দিয়ে চালানো হচ্ছে ৷

অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল অবরোধ করার ডাক দেওয়া হয় ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী ও রেলপুলিশ ৷ নিউ কোচবিহার, মালদা ও জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়িতে রেলরোকোর কর্মসূচি ছিল আকসুর সমর্থকদের ৷ অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতা সুমন রায় বলেন, "আমরা আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে আজ রেলরোকোতে সামিল হয়েছি ৷ বার বার সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনও লাভ হয়নি ৷ তাই আমরা বাধ্য হয়ে রেললাইনে বসেছি ৷ আমাদের দাবি, রেলের আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাক ৷"

গত 6 ডিসেম্বর 2022 তারিখে আলাদা রাজ্যের দাবিতে সাড়ে চার ঘণ্টা রেল অবরোধ করেছিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) ৷ আলাদা রাজ্যের দাবিতে সকাল থেকে নিউ ময়নাগুড়ি স্টেশনে রেললাইনে বসে পড়েছিল অবরোধকারীরা ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে সকাল ছ'টা থেকে রেলরোকো শুরু করে কেএসডিএফ ৷

আরও পড়ুন:

  1. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  2. হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন দিনক্ষণ
  3. দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথাই বলেনি রেল, মমতার মন্তব্যে প্রতিক্রিয়া মেট্রো কর্তৃপক্ষের

কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকারীরা জলপাইগুড়ির জলঢাকা রেলসেতুর কাছে রেললাইনে বসে পড়ে

জলপাইগুড়ি, 19 জানুয়ারি: আলাদা রাজ্যের দাবিতে 12 ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছিল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন ৷ সেই কর্মসূচি তুলে নিল সংগঠন ৷ শুক্রবার সকালে এই রেল অবরোধের ফলে জলপাইগুড়ির বেতগাড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে ৷ ময়নাগুড়ি স্টেশনে আটকে পড়ে কামরূপ এক্সপ্রেস ৷ নিউ ময়নাগুড়ি স্টেশন ও বেতগাড়ার মাঝে জলঢাকা রেলসেতুর কাছে রেললাইনে বসে পড়েছিল আন্দোলনকারীরা ৷ তবে সংগঠনের ছাত্রছাত্রী ও সমর্থকরা রেললাইনে বসে পড়ায় স্বাভাবিক ভাবেই ট্রেনচলাচল বিঘ্নিত হয় ৷

রেলরোকোকে কেন্দ্র করে ঘটনাস্থলে আরপিএফ, রেলপুলিশ ও রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ রেলরোকোর ফলে বেশ কিছু ট্রেনকে জলপাইগুড়ি রোড স্টেশনের পর তিস্তা সেতু পেরিয়ে ওয়াই লেগ দিয়ে ময়নাগুড়ি রোড স্টেশন দিয়ে চালানো হচ্ছে ৷

অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল অবরোধ করার ডাক দেওয়া হয় ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী ও রেলপুলিশ ৷ নিউ কোচবিহার, মালদা ও জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়িতে রেলরোকোর কর্মসূচি ছিল আকসুর সমর্থকদের ৷ অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতা সুমন রায় বলেন, "আমরা আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে আজ রেলরোকোতে সামিল হয়েছি ৷ বার বার সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনও লাভ হয়নি ৷ তাই আমরা বাধ্য হয়ে রেললাইনে বসেছি ৷ আমাদের দাবি, রেলের আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাক ৷"

গত 6 ডিসেম্বর 2022 তারিখে আলাদা রাজ্যের দাবিতে সাড়ে চার ঘণ্টা রেল অবরোধ করেছিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) ৷ আলাদা রাজ্যের দাবিতে সকাল থেকে নিউ ময়নাগুড়ি স্টেশনে রেললাইনে বসে পড়েছিল অবরোধকারীরা ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে সকাল ছ'টা থেকে রেলরোকো শুরু করে কেএসডিএফ ৷

আরও পড়ুন:

  1. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  2. হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন দিনক্ষণ
  3. দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথাই বলেনি রেল, মমতার মন্তব্যে প্রতিক্রিয়া মেট্রো কর্তৃপক্ষের
Last Updated : Jan 19, 2024, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.