জলপাইগুড়ি, 19 জানুয়ারি: আলাদা রাজ্যের দাবিতে 12 ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছিল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন ৷ সেই কর্মসূচি তুলে নিল সংগঠন ৷ শুক্রবার সকালে এই রেল অবরোধের ফলে জলপাইগুড়ির বেতগাড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে ৷ ময়নাগুড়ি স্টেশনে আটকে পড়ে কামরূপ এক্সপ্রেস ৷ নিউ ময়নাগুড়ি স্টেশন ও বেতগাড়ার মাঝে জলঢাকা রেলসেতুর কাছে রেললাইনে বসে পড়েছিল আন্দোলনকারীরা ৷ তবে সংগঠনের ছাত্রছাত্রী ও সমর্থকরা রেললাইনে বসে পড়ায় স্বাভাবিক ভাবেই ট্রেনচলাচল বিঘ্নিত হয় ৷
রেলরোকোকে কেন্দ্র করে ঘটনাস্থলে আরপিএফ, রেলপুলিশ ও রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ রেলরোকোর ফলে বেশ কিছু ট্রেনকে জলপাইগুড়ি রোড স্টেশনের পর তিস্তা সেতু পেরিয়ে ওয়াই লেগ দিয়ে ময়নাগুড়ি রোড স্টেশন দিয়ে চালানো হচ্ছে ৷
অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল অবরোধ করার ডাক দেওয়া হয় ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী ও রেলপুলিশ ৷ নিউ কোচবিহার, মালদা ও জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়িতে রেলরোকোর কর্মসূচি ছিল আকসুর সমর্থকদের ৷ অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতা সুমন রায় বলেন, "আমরা আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে আজ রেলরোকোতে সামিল হয়েছি ৷ বার বার সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনও লাভ হয়নি ৷ তাই আমরা বাধ্য হয়ে রেললাইনে বসেছি ৷ আমাদের দাবি, রেলের আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাক ৷"
গত 6 ডিসেম্বর 2022 তারিখে আলাদা রাজ্যের দাবিতে সাড়ে চার ঘণ্টা রেল অবরোধ করেছিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) ৷ আলাদা রাজ্যের দাবিতে সকাল থেকে নিউ ময়নাগুড়ি স্টেশনে রেললাইনে বসে পড়েছিল অবরোধকারীরা ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনে আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে সকাল ছ'টা থেকে রেলরোকো শুরু করে কেএসডিএফ ৷
আরও পড়ুন: