ETV Bharat / state

Kiren Rijiju : ভগবান হলে বাম-কংগ্রেস-তৃণমূলকে অভিশাপ দিতাম, বললেন মোদির মন্ত্রী - TMC

মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন কেন্দ্রের আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

union-minister-kiren-rijiju-slams-left-congress-and-tmc-at-jalpaiguri
Kiren Rijiju : ভগবান হলে বাম-কংগ্রেস-তৃণমূলকে অভিশাপ দিতাম, দাবি মোদির মন্ত্রীর
author img

By

Published : Oct 5, 2021, 9:11 PM IST

জলপাইগুড়ি, 5 অক্টোবর : দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে এক সুরে বাম, কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করলেন মোদির মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তাঁর বক্তব্য, তিনি যদি ভগবান হতেন, তাহলে তিনি বাম, কংগ্রেস ও তৃণমূলকে অভিশাপ দিতেন ৷ কারণ, এই রাজনৈতিক দলগুলি সব সময় পশ্চিমবঙ্গের খারাপ চেয়েছে ৷

মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন কেন্দ্রের আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু ৷ এর পর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । এই অনুষ্ঠানগুলির ফাঁকেই তিনি এই কথা জানান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : শপথ সাতেই

একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস ৷ তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের বড় ভাই । কিন্তু বড় ভাই উন্নতি না করলে ছোট ভাইয়ের উন্নতি হবে না । এর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার দরকার ছিল । কিন্তু উত্তরবঙ্গ দিয়েই আমাদের পরিবর্তন শুরু হয়েছে ।’’

union-minister-kiren-rijiju-slams-left-congress-and-tmc-at-jalpaiguri
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে কিরেণ রিজিজু

এছাড়া তিনি আশ্বাস দেন যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো যাতে তাড়াতাড়ি তৈরি হয়, সেই নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন ৷ তিনি বলেন, ‘‘এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব । খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন ৷ তারপরেই আমরা সার্কিট বেঞ্চকে শক্তিশালী করব ।

ভগবান হলে বাম-কংগ্রেস-তৃণমূলকে অভিশাপ দিতাম, দাবি মোদির মন্ত্রীর

আরও পড়ুন : Sukanta Majumder: নিজের বাড়ি নোংরা, লোকের ঘর পরিষ্কার করতে যাচ্ছেন ; মমতাকে কটাক্ষ সুকান্তের

মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন মোদি সরকারের এই মন্ত্রী । এরপর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । তিনি বলেন, ‘‘গরিব মানুষের ন্যায়ের জন্য ঘুরতে আর হবে না । তাঁদের সহযোগিতা করা হবে । তাঁদের দুয়ারে আমরা পৌঁছাব । বিচার বিভাগকে আমরা আরও শক্ত করার চেষ্টা করছি ।’’

এদিন আইনজীবীদের পক্ষ থেকে জলপাইগুড়িতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দাবি করা হয় কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রীর কাছে । এদিন মন্ত্রী বলেন, ‘‘আমার কাছে আইনজীবীদের তরফে দাবি এসেছে । আমরা উত্তরবঙ্গের উন্নতির জন্য সার্কিট বেঞ্চকে মজবুত করার চেষ্টা করব, যাতে এখানে অনেক বিচারপতি বসতে পারেন তা দেখব । এখন দু-তিনজন বসছেন । আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য আমি করব । উত্তরবঙ্গের মানুষকে বিচার পাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না ৷’’

আরও পড়ুন : Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী চক্রান্ত রোগে আক্রান্ত ; কটাক্ষ সুকান্তের

এদিন সকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, জেলা সভাপতি বাপী গোস্বামী, দ্বীপেন প্রামাণিক-সহ অন্যরা ।

জলপাইগুড়ি, 5 অক্টোবর : দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে এক সুরে বাম, কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করলেন মোদির মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তাঁর বক্তব্য, তিনি যদি ভগবান হতেন, তাহলে তিনি বাম, কংগ্রেস ও তৃণমূলকে অভিশাপ দিতেন ৷ কারণ, এই রাজনৈতিক দলগুলি সব সময় পশ্চিমবঙ্গের খারাপ চেয়েছে ৷

মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন কেন্দ্রের আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু ৷ এর পর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । এই অনুষ্ঠানগুলির ফাঁকেই তিনি এই কথা জানান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : শপথ সাতেই

একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস ৷ তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের বড় ভাই । কিন্তু বড় ভাই উন্নতি না করলে ছোট ভাইয়ের উন্নতি হবে না । এর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার দরকার ছিল । কিন্তু উত্তরবঙ্গ দিয়েই আমাদের পরিবর্তন শুরু হয়েছে ।’’

union-minister-kiren-rijiju-slams-left-congress-and-tmc-at-jalpaiguri
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে কিরেণ রিজিজু

এছাড়া তিনি আশ্বাস দেন যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো যাতে তাড়াতাড়ি তৈরি হয়, সেই নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন ৷ তিনি বলেন, ‘‘এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব । খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন ৷ তারপরেই আমরা সার্কিট বেঞ্চকে শক্তিশালী করব ।

ভগবান হলে বাম-কংগ্রেস-তৃণমূলকে অভিশাপ দিতাম, দাবি মোদির মন্ত্রীর

আরও পড়ুন : Sukanta Majumder: নিজের বাড়ি নোংরা, লোকের ঘর পরিষ্কার করতে যাচ্ছেন ; মমতাকে কটাক্ষ সুকান্তের

মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন মোদি সরকারের এই মন্ত্রী । এরপর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । তিনি বলেন, ‘‘গরিব মানুষের ন্যায়ের জন্য ঘুরতে আর হবে না । তাঁদের সহযোগিতা করা হবে । তাঁদের দুয়ারে আমরা পৌঁছাব । বিচার বিভাগকে আমরা আরও শক্ত করার চেষ্টা করছি ।’’

এদিন আইনজীবীদের পক্ষ থেকে জলপাইগুড়িতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দাবি করা হয় কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রীর কাছে । এদিন মন্ত্রী বলেন, ‘‘আমার কাছে আইনজীবীদের তরফে দাবি এসেছে । আমরা উত্তরবঙ্গের উন্নতির জন্য সার্কিট বেঞ্চকে মজবুত করার চেষ্টা করব, যাতে এখানে অনেক বিচারপতি বসতে পারেন তা দেখব । এখন দু-তিনজন বসছেন । আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য আমি করব । উত্তরবঙ্গের মানুষকে বিচার পাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না ৷’’

আরও পড়ুন : Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী চক্রান্ত রোগে আক্রান্ত ; কটাক্ষ সুকান্তের

এদিন সকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, জেলা সভাপতি বাপী গোস্বামী, দ্বীপেন প্রামাণিক-সহ অন্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.