জলপাইগুড়ি, 15 ডিসেম্বর : গুলিতেই মৃত্যু উলেন রায়ের । ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ । উলেন রায়ের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে সন্তোষ প্রকাশ করল মৃত উলেন রায়ের পরিবার । আগামীকাল উলেন রায়ের মৃতদেহ নেবে তাঁর পরিবার । যদিও ঘটনার তদন্তে CBI তদন্তের দাবি জানাল পরিবার ।
উলেন রায়ের ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশের নির্দেশ দেয় জলপাইগুড়ি সিজিএম আদালত। সোমবার জলপাইগুড়ি সিজিএম আদালতে পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ কী জানতে চেয়ে আবেদন করেন মৃত উলেন রায়ের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ । সরকার পক্ষ এই আবেদনের বিরোধিতা করলেও বিচারক 15 তারিখের মধ্যেই এনজেপি থানার পুলিশকে আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশের নির্দেশ দেয় । এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করে পুলিশ । উলেন রায়ের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ জানান, আমরা আজ ময়নাতদন্তের রিপোর্ট দেখলাম । তাতে পরিষ্কার লেখা আছে, গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের ৷ এদিকে উলেন রায়ের মৃতদেহ নেওয়ার জন্য আদালতের মাধ্যমে আবেদন করায় আগামীকাল দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।
জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী বলেন, আদালতের নির্দেশ মতো পুলিশ আজ ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করেছে । এরপর রিপোর্ট দেখে উলেন রায়ের পরিবার জানান, তাঁরা আগের মামলা প্রত্যাহার করে নিচ্ছে । এরপরই উত্তরবঙ্গে মেডিকেল কলেজের মর্গে থাকা উলেন রায়ের দেহ পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে আদালত ।
উলেন রায়ের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ জানান, উলেন রায়ের দেহের ময়নাতদন্ত রিপোর্টে গুলিতে মৃত্যু হয়েছে উল্লেখ রয়েছে, তবে তাঁকে আঘাত করা হয়েছিল, সেগুলো রিপোর্টে নেই । আমরা আগামীকাল মৃতদেহ নেব । কারণ অনেক দিন হয়ে গেল । কিন্তু ঘটনার তদন্ত যাতে সিবিআই করে তার দাবি জানাচ্ছি ।