জলপাইগুড়ি, 15 জুলাই: শুক্রবার গরমে অসুস্থ হয়ে পড়লেন আথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা সুস্মিতা মল্লিক । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় (Two Teachers Sick Due to Extreme Heat)। অন্যদিকে, কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন । যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি । বর্তমান পরিস্থিতিতে প্রথমিক বিদ্যালয়গুলিকে ডে থেকে মর্নিং করার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও জেলাশাসকে চিঠি দিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ ।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজ্য শিক্ষাদফতরকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে আগামী 31 অগস্ট পর্যন্ত ডে সিফট থেকে মর্নিং সিফটে করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ছে ৷ জলপাইগুড়ি কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজ স্কুল চলাকালীন মাথা ঘুরে পড়ে যান । আর সহকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাঁকে চোখে মুখে জল দিয়ে সুস্থ করেন ৷ অন্যদিকে নাথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা মল্লিক আচমকাই অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে মোড়লপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানে তাঁকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয় ৷
আরও পড়ুন : গরম থেকে বাঁচাতে আদিবাসী বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়াল পুলিশ
এবিপিটিএ-এর জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, "রাজ্য সরকার এখনও যদি সঠিক পদক্ষেপ না করে তাহলে আগামী সোমবার থেকে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে ৷"
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, "আমরা ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি, যাতে আগামি 31 আগস্ট পর্যন্ত মর্নিং সিফটে স্কুল করার অনুমতি দেওয়া হয় ।"