ETV Bharat / state

Teachers Sick Due to Heat: প্রচন্ড গরমে অসুস্থ 2 শিক্ষক, রাজ্যের কাছে মর্নিং শিফট চালুর আর্জি শিক্ষা সংসদের - Two Teachers Sick Due to Extreme Heat Education Councils Request Start Morning Shift to state

তীব্র গরমে অসুস্থ স্কুলে গিয়ে অসুস্থ এক শিক্ষক ও এক শিক্ষিকা । গরমে হাজেহাল অবস্থা পড়ুয়াদেরও (Two Teachers Sick Due to Extreme Heat)। শিক্ষা দফতরের কাছে মর্নিং শিফটে স্কুল করার আর্জি জানালো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ।

Teachers Sick Due to Heat
প্রচন্ড গরমে অসুস্থ 2 শিক্ষক
author img

By

Published : Jul 15, 2022, 10:05 PM IST

জলপাইগুড়ি, 15 জুলাই: শুক্রবার গরমে অসুস্থ হয়ে পড়লেন আথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা সুস্মিতা মল্লিক । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় (Two Teachers Sick Due to Extreme Heat)। অন্যদিকে, কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন । যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি । বর্তমান পরিস্থিতিতে প্রথমিক বিদ্যালয়গুলিকে ডে থেকে মর্নিং করার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও জেলাশাসকে চিঠি দিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ ।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজ্য শিক্ষাদফতরকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে আগামী 31 অগস্ট পর্যন্ত ডে সিফট থেকে মর্নিং সিফটে করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ছে ৷ জলপাইগুড়ি কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজ স্কুল চলাকালীন মাথা ঘুরে পড়ে যান । আর সহকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাঁকে চোখে মুখে জল দিয়ে সুস্থ করেন ৷ অন্যদিকে নাথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা মল্লিক আচমকাই অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে মোড়লপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানে তাঁকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয় ৷

প্রচন্ড গরমে অসুস্থ 2 শিক্ষক

আরও পড়ুন : গরম থেকে বাঁচাতে আদিবাসী বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়াল পুলিশ

এবিপিটিএ-এর জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, "রাজ্য সরকার এখনও যদি সঠিক পদক্ষেপ না করে তাহলে আগামী সোমবার থেকে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে ৷"

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, "আমরা ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি, যাতে আগামি 31 আগস্ট পর্যন্ত মর্নিং সিফটে স্কুল করার অনুমতি দেওয়া হয় ।"

জলপাইগুড়ি, 15 জুলাই: শুক্রবার গরমে অসুস্থ হয়ে পড়লেন আথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা সুস্মিতা মল্লিক । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় (Two Teachers Sick Due to Extreme Heat)। অন্যদিকে, কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন । যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি । বর্তমান পরিস্থিতিতে প্রথমিক বিদ্যালয়গুলিকে ডে থেকে মর্নিং করার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও জেলাশাসকে চিঠি দিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ ।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজ্য শিক্ষাদফতরকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে আগামী 31 অগস্ট পর্যন্ত ডে সিফট থেকে মর্নিং সিফটে করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ছে ৷ জলপাইগুড়ি কুমারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজ স্কুল চলাকালীন মাথা ঘুরে পড়ে যান । আর সহকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাঁকে চোখে মুখে জল দিয়ে সুস্থ করেন ৷ অন্যদিকে নাথুয়ার চর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা মল্লিক আচমকাই অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে মোড়লপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানে তাঁকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয় ৷

প্রচন্ড গরমে অসুস্থ 2 শিক্ষক

আরও পড়ুন : গরম থেকে বাঁচাতে আদিবাসী বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়াল পুলিশ

এবিপিটিএ-এর জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, "রাজ্য সরকার এখনও যদি সঠিক পদক্ষেপ না করে তাহলে আগামী সোমবার থেকে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে ৷"

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, "আমরা ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি, যাতে আগামি 31 আগস্ট পর্যন্ত মর্নিং সিফটে স্কুল করার অনুমতি দেওয়া হয় ।"

For All Latest Updates

TAGGED:

গরম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.