ETV Bharat / state

Elephants Attack in Jalpaiguri: 2 দামাল হাতির তাণ্ডবে নাজেহাল মেখলিগঞ্জ ও ময়নাগুড়ির মানুষ - হাতির তাণ্ডব

হাতির তাণ্ডবে আতঙ্কিত জলপাইগুড়ি ও কোচবিহার সীমানা এলাকার মানুষজন (Elephants Attacked in Jalpaiguri) ৷ দু’টি দামাল হাতি গতকাল রাত থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি ও মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ৷

Elephants Attacked in Jalpaiguri ETV BHARAT
Elephants Attacked in Jalpaiguri
author img

By

Published : Feb 21, 2023, 2:00 PM IST

ময়নাগুড়ির ক্ষেতে দুই হাতির তাণ্ডব

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি ও কোচবিহারে দুই দামাল হাতির তাণ্ডব ৷ গত দু’দিন ধরে হাতি দু’টি প্রথমে জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা এলাকা এবং পরে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক এলাকায় হামলা চালায় ৷ একাধিক চাষের ক্ষেত নষ্ট করেছে হাতি দু’টি ৷ বন দফতরের কর্মীরা তাদের জঙ্গলে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ৷ এই মুহূর্তে হাতি দু’টি ময়নাগুড়ি এলাকায় আখের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে (Two Furious Elephants Attack in Jalpaiguri) ৷

সোমবার জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা এলাকায় প্রথম হাতি দু’টিকে দেখা যায় ৷ জঙ্গল থেকে বেড়িয়ে 2টি হাতি সোজা পৌরসভা এলাকায় ঢুকে পড়ে ৷ সেখান থেকে বনকর্মীরা তাদের জঙ্গলে ফেরানো চেষ্টা করলেও হাতি দু’টি রাতে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উছলপুকরি এলাকায় ঢুকে পড়ে ৷ সেখান থেকে তাদের তাড়া করলে ভারত-বাংলাদেশ সীমান্তের জামালদা এলাকায় চলে যায় ৷ ফলে ঝুঁকি নিয়ে হাতি দু’টিকে ফের লোকালয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয় ৷ তা না-হলে, কাঁটাতারের বেড়া পেরিয়ে হাতি দু’টি বাংলাদেশে ঢুকে যেতে পারত ৷

সেখান থেকে ফের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারি এলাকায় ঢুকে পড়ে দামাল হাতি দু’টি ৷ রাতে 31 নং জাতীয় সড়ক পেরিয়ে দোমহনী এলাকায় ঢোকে ৷ সেখানে একটি আলু ক্ষেতে তাণ্ডব চালিয়ে আঁখের ক্ষেতে আশ্রয় নিয়েছে ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ি বন দফতর ও গরুমারা বন্যপ্রাণ দফতরের কর্মীরা হাতি দু’টিকে জঙ্গলে ফেরাতে কাজ করছে ৷ বর্তমানে যেখানে হাতি দু’টি রয়েছে ৷ তার খুব কাছেই ময়নাগুড়ি শহর ৷ ফলে এখনই হাতি দু’টিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে না ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে লোকালয়ে গজরাজ, বৈকুণ্ঠপুরে জঙ্গলে হাতির পালের উপর নজর

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যে নামার আগে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না ৷ কারণ, ময়নাগুড়ির দোমহনী গ্রামপঞ্চায়েত এলাকার একদিকে শহর ৷ অন্যদিকে, রেললাইন ও তিস্তা নদী রয়েছে ৷ ফলে এই মুহূর্তে তাদের তাড়া করলে কোনও একদিকে হাতি দু’টি চলে গেলে বড় বিপদ হতে পারে ৷ সেই কারণে এখনই কোনও পদক্ষেপ বন দফতরের কর্মীরা নিচ্ছেন না ৷ এই ঘটনায় কোনও প্রাণহানি না-হলেও, প্রচুর ক্ষেত ও বাড়িঘর নষ্ট করেছে হাতি দু’টি ৷

ময়নাগুড়ির ক্ষেতে দুই হাতির তাণ্ডব

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি ও কোচবিহারে দুই দামাল হাতির তাণ্ডব ৷ গত দু’দিন ধরে হাতি দু’টি প্রথমে জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা এলাকা এবং পরে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক এলাকায় হামলা চালায় ৷ একাধিক চাষের ক্ষেত নষ্ট করেছে হাতি দু’টি ৷ বন দফতরের কর্মীরা তাদের জঙ্গলে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ৷ এই মুহূর্তে হাতি দু’টি ময়নাগুড়ি এলাকায় আখের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে (Two Furious Elephants Attack in Jalpaiguri) ৷

সোমবার জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা এলাকায় প্রথম হাতি দু’টিকে দেখা যায় ৷ জঙ্গল থেকে বেড়িয়ে 2টি হাতি সোজা পৌরসভা এলাকায় ঢুকে পড়ে ৷ সেখান থেকে বনকর্মীরা তাদের জঙ্গলে ফেরানো চেষ্টা করলেও হাতি দু’টি রাতে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উছলপুকরি এলাকায় ঢুকে পড়ে ৷ সেখান থেকে তাদের তাড়া করলে ভারত-বাংলাদেশ সীমান্তের জামালদা এলাকায় চলে যায় ৷ ফলে ঝুঁকি নিয়ে হাতি দু’টিকে ফের লোকালয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয় ৷ তা না-হলে, কাঁটাতারের বেড়া পেরিয়ে হাতি দু’টি বাংলাদেশে ঢুকে যেতে পারত ৷

সেখান থেকে ফের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারি এলাকায় ঢুকে পড়ে দামাল হাতি দু’টি ৷ রাতে 31 নং জাতীয় সড়ক পেরিয়ে দোমহনী এলাকায় ঢোকে ৷ সেখানে একটি আলু ক্ষেতে তাণ্ডব চালিয়ে আঁখের ক্ষেতে আশ্রয় নিয়েছে ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ি বন দফতর ও গরুমারা বন্যপ্রাণ দফতরের কর্মীরা হাতি দু’টিকে জঙ্গলে ফেরাতে কাজ করছে ৷ বর্তমানে যেখানে হাতি দু’টি রয়েছে ৷ তার খুব কাছেই ময়নাগুড়ি শহর ৷ ফলে এখনই হাতি দু’টিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে না ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে লোকালয়ে গজরাজ, বৈকুণ্ঠপুরে জঙ্গলে হাতির পালের উপর নজর

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যে নামার আগে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না ৷ কারণ, ময়নাগুড়ির দোমহনী গ্রামপঞ্চায়েত এলাকার একদিকে শহর ৷ অন্যদিকে, রেললাইন ও তিস্তা নদী রয়েছে ৷ ফলে এই মুহূর্তে তাদের তাড়া করলে কোনও একদিকে হাতি দু’টি চলে গেলে বড় বিপদ হতে পারে ৷ সেই কারণে এখনই কোনও পদক্ষেপ বন দফতরের কর্মীরা নিচ্ছেন না ৷ এই ঘটনায় কোনও প্রাণহানি না-হলেও, প্রচুর ক্ষেত ও বাড়িঘর নষ্ট করেছে হাতি দু’টি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.