ETV Bharat / state

জলপাইগুড়ি থেকে উদ্ধার 1 কোটির ইয়াবা, গ্রেপ্তার 2 - জলপাইগুড়ি থেকে উদ্ধার 1 কোটির ইয়াবা, গ্রেপ্তার দুই

নাগাল্যান্ড থেকে কলকাতা আনার সময় জলপাইগুড়ি থেকে উদ্ধার এক কোটির ইয়াবা ।

উদ্ধার হওয়া ইয়াবা
author img

By

Published : Sep 22, 2019, 10:15 PM IST

জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর : নাগাল্যান্ড থেকে কলকাতায় আনা হচ্ছিল বলে খবর ছিল। সেইমতো চালানো হয় অভিযান ৷ আর সেই সময়ই জলপাইগুড়ির তিস্তা ব্রিজ সংলগ্ন বালাপাড়া এলাকায় একটি গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার ইয়াবা । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷ তাদের কাছ থেকে নগদ 60 হাজার টাকাও পাওয়া গেছে ৷

গোপন সূত্রে খবর ছিলই । সেভাবেই জাল পেতেছিল জলপাইগুড়ি থানার পুলিশ । আজ বালাপাড়া এলাকায় নজরদারি চালানোর সময় তাদের চোখে পড়ে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি । সেটিতেই তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয়েছে শ্যাম ওয়াখলে(38) ও অজিত থাপা (36)-কে । এরা দু'জনেই মণিপুরের থোওবল জেলার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ।

ইয়াবার উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । কলকাতাতেও পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মাদক । এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে এভাবেই চলে যায় কলকাতায় । আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।

yaba
গ্রেপ্তার দুই পাচারকারী

জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর : নাগাল্যান্ড থেকে কলকাতায় আনা হচ্ছিল বলে খবর ছিল। সেইমতো চালানো হয় অভিযান ৷ আর সেই সময়ই জলপাইগুড়ির তিস্তা ব্রিজ সংলগ্ন বালাপাড়া এলাকায় একটি গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার ইয়াবা । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷ তাদের কাছ থেকে নগদ 60 হাজার টাকাও পাওয়া গেছে ৷

গোপন সূত্রে খবর ছিলই । সেভাবেই জাল পেতেছিল জলপাইগুড়ি থানার পুলিশ । আজ বালাপাড়া এলাকায় নজরদারি চালানোর সময় তাদের চোখে পড়ে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি । সেটিতেই তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয়েছে শ্যাম ওয়াখলে(38) ও অজিত থাপা (36)-কে । এরা দু'জনেই মণিপুরের থোওবল জেলার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ।

ইয়াবার উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । কলকাতাতেও পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মাদক । এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে এভাবেই চলে যায় কলকাতায় । আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।

yaba
গ্রেপ্তার দুই পাচারকারী
Intro:nullBody:গোপন সুত্রে খবর পেয়ে জাতীয় সড়কে হানা। অভিযান চালিয়ে এবার গাড়ির সিটের ভেতর থেকে উদ্ধার অবৈধ ইয়াবা ট্যাবলেট।রবিবার নাগাল্যান্ড থেকে কলকাতা গামী একটি চারচাকা যাত্রী বাহী গাড়ি থেকে এই ট্যাবলেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় একটি অসম রাজ্যের নম্বরের গাড়িকে আটক করা হয়েছে এবং গ্রেফতার কিরা হয়েছে দুইজনকে।ধৃতদের নাম শ্যাম ওয়াখলে(৩৮), অজিত থাপা(৩৬)।এরা দুজনেই মনিপুরের থোওবল জেলার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তিস্তা ব্রিজ সংলগ্ন বালাপাড়া এলাকায় নজরদারি চালায়।সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালালে তার সিটের ভেতর থেকে এই ট্যাবলেট গুলি উদ্ধার হয়।ঘটনায় গাড়ির চালক এবং গাড়িতে থাকা আরেকজনকে গ্রেফতার করা হয়।প্রায় ৮০ হাজার ট্যাবলেট উদ্ধার হয় এদিন।নেশা জাতীয় উদ্ধার হওয়া এই ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার ও বেশি।ধৃতদের জিঞ্জাসাবাদে জানা যায় এই ট্যাবলেট গুলি নাগাল্যান্ড থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।উল্লেখ্য গত কয়েক মাসে জলপাইগুড়ি সহর লাগোয়া জাতীয় সড়কে অভিযান চালিয়ে একাধিক বার গাঁজা উদ্ধারের ঘটনা দেখা গিয়েছে।তবে এবার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় উদ্বেগ দেখা দিল।
.Conclusion:null

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.