ETV Bharat / state

রাজ্যের বিরুদ্ধে কুৎসা রটানোয় গ্রেপ্তার দুই BJP নেতা, এক বাম সমর্থক - Two BJP leader of jalpaiguri arrested for defaming wb government in facebook post

লকডাউনে রাজ্য সরকারের রেশন ব্যবস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জলপাইগুড়ির দুই BJP নেতা ও একজন বাম সমর্থক । সেই অপরাধেই গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ।

জলপাইগুড়ি
জলপাইগুড়ি
author img

By

Published : May 4, 2020, 4:15 PM IST

জলপাইগুড়ি, 4 মে: রাজ্য সরকারের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে গ্রেপ্তার দুই BJP নেতা সহ এক বাম সমর্থক । ওই তিনজনকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ । সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

লকডাউনে রাজ্য সরকারের রেশন ব্যবস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জলপাইগুড়ির দুই BJP নেতা ও একজন বাম সমর্থক । সেই অপরাধেই গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । রবিবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে । BJP-র দুই ধৃত হলেন প্রাক্তন টাউন যুব মোর্চার সভাপতি বিজয় সরকার ও মনোজ শা । বিজয়ের বাড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের পান্ডা পাড়া এলাকায় । মনোজ শার বাড়ি মার্চেন্ট রোডে । বিজয় বলেছেন, "রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে আমাদের গ্রেপ্তার করা হয়েছে । আমরা কোনও অপরাধ করিনি ।"

পুলিশের দাবি, সোশাল মিডিয়ায় পোস্ট করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল ওই যুবকরা । অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 4 মে: রাজ্য সরকারের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে গ্রেপ্তার দুই BJP নেতা সহ এক বাম সমর্থক । ওই তিনজনকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ । সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

লকডাউনে রাজ্য সরকারের রেশন ব্যবস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জলপাইগুড়ির দুই BJP নেতা ও একজন বাম সমর্থক । সেই অপরাধেই গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । রবিবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে । BJP-র দুই ধৃত হলেন প্রাক্তন টাউন যুব মোর্চার সভাপতি বিজয় সরকার ও মনোজ শা । বিজয়ের বাড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের পান্ডা পাড়া এলাকায় । মনোজ শার বাড়ি মার্চেন্ট রোডে । বিজয় বলেছেন, "রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে আমাদের গ্রেপ্তার করা হয়েছে । আমরা কোনও অপরাধ করিনি ।"

পুলিশের দাবি, সোশাল মিডিয়ায় পোস্ট করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল ওই যুবকরা । অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.