ETV Bharat / state

তৃণমূল নেতার গাড়িকে জায়গা না দেওয়ায় ট্রাক ড্রাইভারকে মারধরের অভিযোগ

অভিযোগ কৃষ্ণ দাসের গাড়িকে জায়গা না দেওয়ায় মারধর করা হয় ট্রাক ড্রাইভার উত্তম রায়কে । আহত ড্রাইভার জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

author img

By

Published : Apr 25, 2019, 3:26 PM IST

আহত ড্রাইভার

জলপাইগুড়ি, 25 এপ্রিল : "এত তাড়া কিসের ?" বলতেই উত্তমমধ্যম খেতে হল এক ড্রাইভারকে । ঘটনাটি গতকালকের । অভিযোগের তির জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । অভিযোগ কৃষ্ণ দাসের গাড়িকে জায়গা না দেওয়ায় মারধর করা হয় ট্রাক ড্রাইভার উত্তম রায়কে । আহত ড্রাইভার জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন । আহত ড্রাইভারের বাড়ি শিলিগুড়ির জলেশ্বরীতে ।

আহত ড্রাইভার উত্তম রায় বলেন, "আমি জলপাইগুড়িতে বিস্কুট দিয়ে ডেঙ্গুয়াঝাড় হয়ে শিলিগুড়ি ফিরছিলাম । ডেঙ্গুয়াঝাড় রেলগেটের সামনে তাঁর গাড়ির সামনে একটি গাড়ি জোরে যাচ্ছিল । আমি জানতাম না ওই গাড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ছিলেন । গাড়িটি জলপাইগুড়ির দিক থেকে আসছিল । সেই সময় আমি ওই গাড়ির চালককে বলি, এত তাড়া কিসের । এই কথা বলাতেই কৃষ্ণ দাসের গাড়ি থেকে লোকজন নেমে আমাকে গাড়ি থেকে নামিয়ে মারতে থাকে । ট্রাকের ওয়াইপার ভেঙে আমাকে মারে তারা ।"

এরপর উত্তমবাবুকে অন্য এক ড্রাইভার তার গাড়িতে করে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর বলেন, ডান হাত ভেঙেছে বা লিগামেন্ট ছিঁড়ে গেছে ।

এদিকে ঘটনার খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে যায় জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ দায়ের হয় । এই বিষয়ে IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।" এদিকে তৃণমুল নেতা কৃষ্ণ দাসকে ঘটনার বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

জলপাইগুড়ি, 25 এপ্রিল : "এত তাড়া কিসের ?" বলতেই উত্তমমধ্যম খেতে হল এক ড্রাইভারকে । ঘটনাটি গতকালকের । অভিযোগের তির জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । অভিযোগ কৃষ্ণ দাসের গাড়িকে জায়গা না দেওয়ায় মারধর করা হয় ট্রাক ড্রাইভার উত্তম রায়কে । আহত ড্রাইভার জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন । আহত ড্রাইভারের বাড়ি শিলিগুড়ির জলেশ্বরীতে ।

আহত ড্রাইভার উত্তম রায় বলেন, "আমি জলপাইগুড়িতে বিস্কুট দিয়ে ডেঙ্গুয়াঝাড় হয়ে শিলিগুড়ি ফিরছিলাম । ডেঙ্গুয়াঝাড় রেলগেটের সামনে তাঁর গাড়ির সামনে একটি গাড়ি জোরে যাচ্ছিল । আমি জানতাম না ওই গাড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ছিলেন । গাড়িটি জলপাইগুড়ির দিক থেকে আসছিল । সেই সময় আমি ওই গাড়ির চালককে বলি, এত তাড়া কিসের । এই কথা বলাতেই কৃষ্ণ দাসের গাড়ি থেকে লোকজন নেমে আমাকে গাড়ি থেকে নামিয়ে মারতে থাকে । ট্রাকের ওয়াইপার ভেঙে আমাকে মারে তারা ।"

এরপর উত্তমবাবুকে অন্য এক ড্রাইভার তার গাড়িতে করে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর বলেন, ডান হাত ভেঙেছে বা লিগামেন্ট ছিঁড়ে গেছে ।

এদিকে ঘটনার খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে যায় জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ দায়ের হয় । এই বিষয়ে IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।" এদিকে তৃণমুল নেতা কৃষ্ণ দাসকে ঘটনার বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Intro:র


Body:WB_JAL_08DEC_8000_CIRCUIT_BENCH_PUBLIC_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_08DEC_8000_CIRCUIT_BENCH_PUBLIC_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.