ETV Bharat / state

Banner with Suvendu Picture: নারদায় শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দিয়ে ব্যানার টাঙাল তৃণমূল - শুভেন্দু অধিকারী

'চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা' । জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠান স্থলের সামনে এমনই লেখা দিয়ে ব্যানার টাঙাল তৃণমূল যুব কংগ্রেস ৷ 12 সেপ্টেম্বর জলপাইগুড়িকে শুদ্ধিকরণ করার জন্য মহামিছিল হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।

Trinamool Congress puts up banner in Jalpaiguri with picture of Suvendu Adhikari accepting cash
Trinamool Congress puts up banner in Jalpaiguri with picture of Suvendu Adhikari accepting cash
author img

By

Published : Sep 7, 2022, 5:44 PM IST

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: আগামী 9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে নারদাকাণ্ডের শুভেন্দুর ছবি দিয়ে ব্যানার বানিয়ে টাঙানো হল শহরে । জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের শান্তি পাড়া মোড়ে এই ব্যানার লাগানো হয় (Trinamool Congress puts up banner in Jalpaiguri) । যাতে লেখা 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা'।

সেই ব্যানারের ছবিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে (picture of Suvendu Adhikari accepting cash) । নারদা মামলায় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শুভেন্দু । তাঁকে ইডি, সিবিআই কেন গ্রেফতার করছে না ? তিনি বিরোধী দলে যোগদান করেছেন বলে বিজেপি-র ওয়াশিং মেশিনে কি পরিষ্কার হয়ে গিয়েছে ? এমনই সব প্রশ্ন তোলে মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেস (TMC)। কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই-কে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।

নারদায় শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দিয়ে ব্যানার টাঙালো তৃণমূল

আরও পড়ুন: জলপাইগুড়ি পৌরসভার আর্থিক দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি

তিনি বলেন, "9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে নারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী আসছেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে । আমরা তাঁর প্রকৃত ছবিটা ব্যানারে তুলে ধরেছি । জলপাইগুড়ির আসার ফলে এখানকার মাটি কলুষিত করবে । তাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 সেপ্টেম্বর জলপাইগুড়িকে শুদ্ধিকরণ করার জন্য মহামিছিল করব ।"

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: আগামী 9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে নারদাকাণ্ডের শুভেন্দুর ছবি দিয়ে ব্যানার বানিয়ে টাঙানো হল শহরে । জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের শান্তি পাড়া মোড়ে এই ব্যানার লাগানো হয় (Trinamool Congress puts up banner in Jalpaiguri) । যাতে লেখা 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা'।

সেই ব্যানারের ছবিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে (picture of Suvendu Adhikari accepting cash) । নারদা মামলায় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শুভেন্দু । তাঁকে ইডি, সিবিআই কেন গ্রেফতার করছে না ? তিনি বিরোধী দলে যোগদান করেছেন বলে বিজেপি-র ওয়াশিং মেশিনে কি পরিষ্কার হয়ে গিয়েছে ? এমনই সব প্রশ্ন তোলে মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেস (TMC)। কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই-কে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।

নারদায় শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দিয়ে ব্যানার টাঙালো তৃণমূল

আরও পড়ুন: জলপাইগুড়ি পৌরসভার আর্থিক দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি

তিনি বলেন, "9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে নারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী আসছেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে । আমরা তাঁর প্রকৃত ছবিটা ব্যানারে তুলে ধরেছি । জলপাইগুড়ির আসার ফলে এখানকার মাটি কলুষিত করবে । তাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 সেপ্টেম্বর জলপাইগুড়িকে শুদ্ধিকরণ করার জন্য মহামিছিল করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.