জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: আগামী 9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে নারদাকাণ্ডের শুভেন্দুর ছবি দিয়ে ব্যানার বানিয়ে টাঙানো হল শহরে । জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের শান্তি পাড়া মোড়ে এই ব্যানার লাগানো হয় (Trinamool Congress puts up banner in Jalpaiguri) । যাতে লেখা 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা'।
সেই ব্যানারের ছবিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছে (picture of Suvendu Adhikari accepting cash) । নারদা মামলায় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শুভেন্দু । তাঁকে ইডি, সিবিআই কেন গ্রেফতার করছে না ? তিনি বিরোধী দলে যোগদান করেছেন বলে বিজেপি-র ওয়াশিং মেশিনে কি পরিষ্কার হয়ে গিয়েছে ? এমনই সব প্রশ্ন তোলে মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেস (TMC)। কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই-কে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন: জলপাইগুড়ি পৌরসভার আর্থিক দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি
তিনি বলেন, "9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে নারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী আসছেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে । আমরা তাঁর প্রকৃত ছবিটা ব্যানারে তুলে ধরেছি । জলপাইগুড়ির আসার ফলে এখানকার মাটি কলুষিত করবে । তাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 সেপ্টেম্বর জলপাইগুড়িকে শুদ্ধিকরণ করার জন্য মহামিছিল করব ।"