জলপাইগুড়ি, 2 মে : লকডাউনের মাঝেই খুশির খবর জলপাইগুড়িবাসীর জন্য । ট্রায়াল রান হয়ে গেল নিউ জলপাইগুড়ি থেকে রানিনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেনের । সফলভাবেই 110 কিলোমিটার বেগে ছুটল ইঞ্জিন । এখন দীর্ঘদিনের দাবি পূরণের আশায় দিন গুনছে জলপাইগুড়িবাসী ।
অর্গানাইজ়েশন অফ রেলওয়ে ইলেকট্রিফিকেশনের তত্ত্বাবধানে নিউ জলপাইগুড়ি প্রোজেক্টের অন্তর্গত এই ইলেকট্রিক ট্রেনের কাজ চলছে অনেকদিন ধরেই । উত্তর-পূর্ব রেলের কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি থেকে রানিনগর পর্যন্ত এই ট্রেন ইঞ্জিনের রান সফল হওয়ায় খুশির হাওয়া রেল দপ্তরেও ।
উত্তর-পূর্ব রেল সূত্রে খবর, খুব তাড়াতাড়ি NJP থেকে আলিপুরদুয়ার ডিভিশনের নিউ কোচবিহার পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালু করতে চায় রেল । তারই অঙ্গ হিসেবে আলিপুরদুয়ার ও কাটিহার ডিভিশনের সংযোগস্থান রানিনগর পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিনের ট্রায়াল রান হল । জোর কদমে চলছে কাজ । খুব তাড়াতাড়ি পুরো কাজটা শেষ করতে চায় তারা ।