ETV Bharat / state

খানাখন্দে ভরা রাস্তা ; একা হাতে সারালেন ট্র্যাফিক OC !

author img

By

Published : Jul 24, 2019, 9:16 PM IST

Updated : Jul 24, 2019, 10:56 PM IST

ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । লেগেই থাকত যানজট । তাই, রাস্তা মেরামতি করতে উদ্যোগ নিলেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন ।

একা হাতে সারালেন ট্র্যাফিক পুলিশ

জলপাইগুড়ি, 24 জুলাই : সাধারণত ট্র্যাফিক পুলিশকে ট্র্যাফিক সামলাতেই দেখা যায় । কিন্তু ট্র্যাফিক পুলিশ রাস্তা মেরামতি করছে, এমন চিত্র সচরাচর চোখে পড়ে না । তবে এই দৃশ্যই চোখে পড়ছে ময়নাগুড়ির রাস্তায় । ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তিস্তা সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা । আর সেই রাস্তা মেরামতি করতে নিজে উদ্যোগ নিচ্ছেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন । অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা রাস্তা মেরামতির কাজের বরাত পাওয়া সংস্থা ঠিক মতো রাস্তা সংস্কারের কাজ করছে না । তাই হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন ।

হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন
হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন

ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল । লেগেই থাকত যানজট । তাই, আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা । কাদার মধ্যে জুতো খুলে রাস্তা মেরামতির কাজের তদারকি শুরু করেন । দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয় । তবে, এই উদ্যোগ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নন মোস্তাফা । তাঁর কথায়, "আমরা জনগণের সেবা করি ।"

আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা
আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা

এবিষয়ে জলপাইগুড়ির DSP (ট্র্যাফিক) দিবাকর দাস বলেন, "সবাই যানজটের জন্য হাত তুলে দিলেও পুলিশ কখনও কোনও লড়াইয়ের ময়দান থেকে হাত তুলে নিতে পারে না । তাই আমরা রাস্তায় নেমে ট্র্যাফিক সামলানোর পাশাপাশি রাস্তা মেরামতির কাজটাও করি । মোস্তাফার কাজে আমরা গর্বিত । প্রতিদিন চেষ্টা করছি রাস্তা যাতে যান চলাচলের জন্য স্বাভাবিক হয় । এমন কী রাতেও আমরা যানজট সামলাতে SP সাহেবকে পাশে পাচ্ছি ।"

BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা
BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা

এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ম্যানেজার প্রদ্যুত দাশগুপ্ত বলেন, "বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না । বৃষ্টি কমলেই আমরা পুরোদমে রাস্তার কাজ শুরু করব ।

"

দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়
দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়

জলপাইগুড়ি, 24 জুলাই : সাধারণত ট্র্যাফিক পুলিশকে ট্র্যাফিক সামলাতেই দেখা যায় । কিন্তু ট্র্যাফিক পুলিশ রাস্তা মেরামতি করছে, এমন চিত্র সচরাচর চোখে পড়ে না । তবে এই দৃশ্যই চোখে পড়ছে ময়নাগুড়ির রাস্তায় । ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তিস্তা সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা । আর সেই রাস্তা মেরামতি করতে নিজে উদ্যোগ নিচ্ছেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন । অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা রাস্তা মেরামতির কাজের বরাত পাওয়া সংস্থা ঠিক মতো রাস্তা সংস্কারের কাজ করছে না । তাই হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন ।

হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন
হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন

ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল । লেগেই থাকত যানজট । তাই, আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা । কাদার মধ্যে জুতো খুলে রাস্তা মেরামতির কাজের তদারকি শুরু করেন । দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয় । তবে, এই উদ্যোগ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নন মোস্তাফা । তাঁর কথায়, "আমরা জনগণের সেবা করি ।"

আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা
আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা

এবিষয়ে জলপাইগুড়ির DSP (ট্র্যাফিক) দিবাকর দাস বলেন, "সবাই যানজটের জন্য হাত তুলে দিলেও পুলিশ কখনও কোনও লড়াইয়ের ময়দান থেকে হাত তুলে নিতে পারে না । তাই আমরা রাস্তায় নেমে ট্র্যাফিক সামলানোর পাশাপাশি রাস্তা মেরামতির কাজটাও করি । মোস্তাফার কাজে আমরা গর্বিত । প্রতিদিন চেষ্টা করছি রাস্তা যাতে যান চলাচলের জন্য স্বাভাবিক হয় । এমন কী রাতেও আমরা যানজট সামলাতে SP সাহেবকে পাশে পাচ্ছি ।"

BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা
BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা

এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ম্যানেজার প্রদ্যুত দাশগুপ্ত বলেন, "বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না । বৃষ্টি কমলেই আমরা পুরোদমে রাস্তার কাজ শুরু করব ।

"

দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়
দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়
Intro:
জলপাইগুড়িঃঃ ট্রাফিক সামলাতে আমরা ট্রাফিক পুলিশকেই দেখে থাকি।কিন্তু রাস্তা সাড়াই করছে ট্রাফিক পুলিশ এমনটা সচারাচর আমাদের চোখে পরে না। রাস্তা সারাই করতে রাস্তায় সারাদিন থাকছেন হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তাফা হোসেন ।পুলিশ অফিসারের কাজে বাহবা দিচ্ছেন সবাই।

হ্যাঁ এমনটাই বাস্তব।ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তিস্তা সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা তাদের কাজের বরাত পাওয়া L&T ঠিকমত রাস্তা সংস্কারের কাজ করছে না তাই হাইওয়ে ট্রাফিক ওসি নিজের জেসিবি লাগিয়ে রাস্তা সারাই এর কাজে নেমে পরেছেন।নিত্যদিন সারাদিন যানজট লেগেই আছে। হাইওয়ের ওসি তাই তার ওপর দায়িত্বটাও বেশি।তাই যে কারনে যানজট তা হল বেহাল রাস্তা। তাই রাস্তা সারাই যখন জাতীয় সড়ক কর্তৃপক্ষ করছে না। তিনি নিজেই উদ্যোগী হলেন হাইওয়ে ট্রাফিক ওসি।
Body:এদিন ময়নাগুড়ি বিডিও অফিস মোড়ে পুরনো জাতীয় সড়কের রাস্তায় এতটাই খানাখন্দে ভরে গিয়েছিল যে কোন যানবাহনই চলাচল করতে পারছিল না।ফলে সারাদিন ধরেই যানজট লেগেই ছিল।এরপর জেসিবি দিয়ে মাটি বালি পাথর দিয়ে হাইওয়ে ওসি ট্রাফিক মোস্তাফা হোসেন কাজে নেমে পরে কাদার মধ্যেই জুতো খুলে রাস্তা সাড়াই কাজে নামেন। দির্ঘক্ষন ধরে জেসিবি দিয়ে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়।মোস্তাফা হোসেনকে তার কাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে চান নি।তিনি বলেন আমরা জনগনের জন্য ডিউটি করি।

Conclusion:এদিকে জলপাইগুড়ির DSP ট্রাফিক দিবাকর দাস বলেন,সবাই যানজটের জন্য হাত তুলে দিলেও পুলিশ কখনো কোন লড়াই এর ময়দান থেকে হাত তুলে দিতে পারে না।তাই আমরা রাস্তায় নেমে ট্রাফিক সামলানোর পাশাপাশি রাস্তা সারাই এর কাজটাও করতে হয়।মোস্তাফার কাজে আমরা গর্বিত। আমরা প্রতিদিন চেস্টা করছি রাস্তা যাতে যানচলাচলের জন্য স্বাভাবিক জয় কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা L&T তেমন ভাবে কোন কাজই করছে না যাতে করে রাস্তা স্বাভাবিক হয়।ফলে আমাদের সবাইকে রাস্তা য় কাটাতে হচ্ছে।এমনকি SP সাহেবকেও রাতে যানজট সামলাতে আমরা পাশে পাচ্ছি।আমরা চেস্টা করছি যানবাহন যাতে ভালোভাবে চলতে পারে।কিন্তু রাস্তা এত খারাপ যে তা সম্ভব হচ্ছে না।

এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ম্যানেজার প্রদ্যুত দাসগুপ্ত বলেন বৃষ্টির কারনে কাজ করা যাচ্ছে না।বৃষ্টি কমলেই আমরা পুরোদমে রাস্তার কাজ করব।


Last Updated : Jul 24, 2019, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.