জলপাইগুড়ি, 11 জানুয়ারি: জঙ্গল সাফারি যাওয়ার পথে ডুয়ার্সে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন 5 পর্যটক ৷ ঘটনায় আহত হয়েছেন পর্যটকদের গাড়িচালকও। ছোট গাড়িতে করে ওই পর্যটকরা বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন জঙ্গল সাফারির উদ্দেশ্য ৷ এদিন সকালে মেটেলি ব্লকের চালসা 31 নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি দিঘির পার এলাকা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ জখম পর্যটক ও গাড়িচালককে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে সেখান থেকে তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গিয়েছে, এদিন সকালে মূর্তি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল পর্যটকদের গাড়িটি। ওই পাঁচ পর্যটক পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার বাসিন্দা ৷ ওই 5 জন পর্যটক তাঁদের এক গাড়িচালক নিয়ে এদিন জঙ্গল সাফারি যাওয়ার সময় বাতাবাড়ি দিঘির পাড় সংলগ্ন এলাকার জাতীয় সড়কে দাঁড়ানো ট্রাক্টরের সঙ্গে তাঁদের গাড়িটির সংঘর্ষ হয় ৷ সংঘর্ষের সঙ্গে সঙ্গে ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালক-সহ 6 জন গুরুতর জখম হয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে ট্রাক্টর ও জিপসি গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এদিন দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনা সরকার ৷ এই অ্যাসোসিয়েশনের সভাপতি তজমল হক-সহ অন্যান্যরা। আহত পর্যটকদের সঙ্গে আরও কয়েকটি গাড়ি পিছনে ছিল ৷ সেই গাড়ির এক যাত্রী শুভদীপ গঙ্গোপাধ্যায় বলেন, "ঘন কুয়াশায় দেখা যাচ্ছিল না কিছুই। যার ফলে আমাদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে।" জিপসি চালক সংগঠনের সদস্য মদিদুল আলম বলেন, "আহতদের প্রথমে চালসা মঙ্গলবাড়ি হাসপাতালে ভরতির পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷"
আরও পড়ুন: