জলপাইগুড়ি, 11 মে: শহরের করোনার বাড়বাড়ন্ত । অ্যাম্বুলেন্সের অভাব । কোভিড পরিস্থিতিতে গ্রিন জলপাইগুড়ির টোটো অ্যাম্বুলেন্সই এখন জীবনদায়ী হয়ে দাঁড়িয়েছে করোনা আক্রান্তদের কাছে । শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে এই টোটো অ্যাম্বুলেন্স । শহরে রোগী পৌঁছনো থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, খাবার পৌঁছে দিতেও ভরসা সেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির এই টোটো অ্যাম্বুলেন্সই ৷
গ্রিন জলপাইগুড়ির এই টোটো অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন সিলিন্ডার, রক্তচাপ মাপার যন্ত্র, অক্সিমিটার, নেবুলাইজার, ইসিজি মেশিন, ফার্স্ট এইড বক্স, দু'জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, একজন টেকনিশিয়ান । দিনরাত এক করে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছে এই গ্রিন জলপাইগুড়ি ।
পরিবেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের কাজ বলে জানালেন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা ৷ করোনায় তাঁদের কাজের চাপ বেড়েছে । জীবনের ঝুঁকিও । তবুও পিছপা হননি অঙ্কুর দাস, নিত্যানন্দ বর্মন, মজিদ আলম, সুস্মিতা সরকাররা ৷ তবে অ্যাম্বুলেন্স করোনা রোগী আনার সময়ে সবাইকেই পিপিই কিট পরে তবে টোটো অ্যাম্বুলেন্স চালানোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । অঙ্কুর জানান, সেক্ষেত্রে আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দিতে কিংবা বাড়িতে অক্সিজেনের প্রয়োজন হলে পৌঁছে যাচ্ছে তাঁদের অ্যাম্বুলেন্স । তার জন্য কোনও রকমের সার্ভিস চার্জও নিচ্ছেন না তাঁরা । টোটো অ্যাম্বুলেন্সের কাজ করার জন্য ছ'জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং টেকনিশিয়ানকে সঙ্গে রেখেছেন তাঁরা । অঙ্কুর বলেন, "প্রতিদিন আমাদের কাছে ফোন আসে সহযোগিতার জন্য । আমরা আমাদের টোটো অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই । কেউ ডাক্তার দেখানোর জন্য বলেন, কেউ কোভিড হাসপাতালে যাবার জন্য বলেন ৷ কেউ আবার ওষুধ এনে দেবার জন্যও বলেন ।"
মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছেন তাঁরা । শুধু রোগী আনা নেওয়া কিংবা অক্সিজেন পরিষেবা নয়, কনটেনমেন্ট জোনে যাঁদের খাবারের সমস্যা হচ্ছে তাঁদের খাবারও পৌঁছে দিচ্ছেন গ্রিন জলপাইগুড়ির টোটো অ্যাম্বুলেন্স ।
আরও পড়ুন: হাওড়ায় টাকার বিনিময়ে ভ্যাকসিনের লাইন বিক্রি, আটক বেশ কয়েকজন