ETV Bharat / state

Dhupguri Theft বাড়ির 9 সদস্যকে অচৈতন্য করে চুরি ধূপগুড়িতে - ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল

বাড়ির 9 জন সদস্যকে অচৈতন্য করে চুরির অভিযোগ উঠল ধূপগুড়িতে (Theft in Dhupguri) ৷ পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ ৷

To Unconscious family members Miscreants theft jewellery in Dhupguri
Theft in Dhupguri
author img

By

Published : Aug 23, 2022, 2:19 PM IST

জলপাইগুড়ি, 23 অগস্ট: বাড়ির 9 জন সদস্যকে অচৈতন্য করে চুরির ঘটনা ঘটল (Theft in Dhupguri) । অসুস্থ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । সোমবার রাতে ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রাম ঝুমুর পাড়ায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে ইতিমধ্যে সেখানে গিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ ।

জানা গিয়েছে, সোমবার বিকেলে ঝুমুর এলাকার বাসিন্দা নারায়ণ দাসের পরিবারের 9 জন সদস্য অসুস্থ হয়ে পড়ে ৷ এমনকি রাত হতেই তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে । অভিযোগ উঠেছে, সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ কিছু অর্থ-সহ সোনাদানা নিয়ে চম্পট দেয় (To Unconscious family members miscreants theft jewellery) ।

মঙ্গলবার সকালে আশেপাশের লোকজন বাড়িতে এসে দেখেন বাড়ির সবাই অচৈতন্য হয়ে পড়ে এবং দরজা ভাঙা অবস্থায় রয়েছে । তারা ঘরে ঢুকে দেখেন আসবাবপত্র-সহ আলমারি লণ্ডভণ্ড হয়ে রয়েছে । এতেই প্রতিবেশীরা অনুমান করেন রাতভর দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । সকালে বাড়ির সব সদস্যের অচৈতন্য অবস্থায় দেখে তাঁদের চিকিৎসার জন্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বাড়ির 9 জন সদস্যকে অচৈতন্য করে চুরির অভিযোগ উঠল ধূপগুড়িতে

আরও পড়ুন : 7 কোটি উদ্ধারের খবরে অভিযান চালিয়ে পুলিশ পেল 1 লক্ষ 22 হাজার টাকা

ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে এসেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা । যদিও ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

জলপাইগুড়ি, 23 অগস্ট: বাড়ির 9 জন সদস্যকে অচৈতন্য করে চুরির ঘটনা ঘটল (Theft in Dhupguri) । অসুস্থ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । সোমবার রাতে ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রাম ঝুমুর পাড়ায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে ইতিমধ্যে সেখানে গিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ ।

জানা গিয়েছে, সোমবার বিকেলে ঝুমুর এলাকার বাসিন্দা নারায়ণ দাসের পরিবারের 9 জন সদস্য অসুস্থ হয়ে পড়ে ৷ এমনকি রাত হতেই তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে । অভিযোগ উঠেছে, সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ কিছু অর্থ-সহ সোনাদানা নিয়ে চম্পট দেয় (To Unconscious family members miscreants theft jewellery) ।

মঙ্গলবার সকালে আশেপাশের লোকজন বাড়িতে এসে দেখেন বাড়ির সবাই অচৈতন্য হয়ে পড়ে এবং দরজা ভাঙা অবস্থায় রয়েছে । তারা ঘরে ঢুকে দেখেন আসবাবপত্র-সহ আলমারি লণ্ডভণ্ড হয়ে রয়েছে । এতেই প্রতিবেশীরা অনুমান করেন রাতভর দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । সকালে বাড়ির সব সদস্যের অচৈতন্য অবস্থায় দেখে তাঁদের চিকিৎসার জন্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বাড়ির 9 জন সদস্যকে অচৈতন্য করে চুরির অভিযোগ উঠল ধূপগুড়িতে

আরও পড়ুন : 7 কোটি উদ্ধারের খবরে অভিযান চালিয়ে পুলিশ পেল 1 লক্ষ 22 হাজার টাকা

ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে এসেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা । যদিও ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.