ETV Bharat / state

সিটি অটো বন্ধের দাবিতে ধুপগুড়িতে টোটো চালকদের অবরোধ - dhubguri

ধুপগুড়ি-কালীরহাট রুটে সিটি অটো বন্ধের দাবিতে পথ অবরোধ তৃণমূল প্রভাবিত টোটো ইউনিয়নের সদস্যদের ।

টোটো চালকদের বিক্ষোভ
author img

By

Published : May 16, 2019, 11:17 PM IST

Updated : May 16, 2019, 11:31 PM IST

ধুপগুড়ি, 16 মে : সিটি অটো বন্ধের দাবিতে আজ ধুপগুড়ির বিনয় শো মোড়ে ধুপগুড়ি-ডাউকিমারি রাজ্য সড়ক অবরোধ করে টোটো চালকদের একাংশ । পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা । টোটো চালকদের কয়েকজন তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বসে পড়ে রাস্তার উপর । পুলিশ দেখে 'Go Back' স্লোগান দেয় ।

টোটো চালকদের একাংশের অভিযোগ, একটি সিটি অটোতে 3 জন যাত্রী বসার আসন থাকে । কিন্ত এলাকার সিটি অটোগুলির বেশিরভাগই আসন সংখ্যা বাড়িয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। এক একটি ট্রিপে একসঙ্গে 10-12 জন যাত্রী নিয়ে চলাচল করছে সিটি অটোগুলি। যার জেরে ধুপগুড়ি থেকে কালীরহাট রুটে প্রায় 300 টোটো চালকের লোকসান হচ্ছে ।

ভিডিয়োয় দেখুন

টোটো চালকদের একজন বলেন, " আমরা আগে ইউনিয়নের ব্লক নেতৃত্বকে জানিয়েছি। গ্রামীণ সভাপতিকে জানিয়েছি । তারপর অটোগুলিকে বন্ধ করা হয় । তিন-চার দিন বন্ধ থাকল । আবার ওই সিটি অটোগুলো চালু হয়েছে । এর জেরে দিনে আমাদের 100-150 টাকার বেশি কামাই হয় না । এখন আমরা কী করব ? ওরা 300 জনের কথা না ভেবে 3 জনের কথা ভাবছে । "

তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন INTTUC-র সদস্য টোটো চালকরা বিক্ষোভ দেখান ।
ধুপগুড়ি-কালীরহাট রুটের দায়িত্ব থাকা নেতা পরিতোষ রায় জানান, সিটি অটোগুলি 3 জনের বেশী যাত্রী নেওয়ার জন্যে গাড়ির আসন সংখ্যা ১০ জনের হিসেবে বানিয়ে নিয়েছে ।

ধুপগুড়ি, 16 মে : সিটি অটো বন্ধের দাবিতে আজ ধুপগুড়ির বিনয় শো মোড়ে ধুপগুড়ি-ডাউকিমারি রাজ্য সড়ক অবরোধ করে টোটো চালকদের একাংশ । পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা । টোটো চালকদের কয়েকজন তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বসে পড়ে রাস্তার উপর । পুলিশ দেখে 'Go Back' স্লোগান দেয় ।

টোটো চালকদের একাংশের অভিযোগ, একটি সিটি অটোতে 3 জন যাত্রী বসার আসন থাকে । কিন্ত এলাকার সিটি অটোগুলির বেশিরভাগই আসন সংখ্যা বাড়িয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। এক একটি ট্রিপে একসঙ্গে 10-12 জন যাত্রী নিয়ে চলাচল করছে সিটি অটোগুলি। যার জেরে ধুপগুড়ি থেকে কালীরহাট রুটে প্রায় 300 টোটো চালকের লোকসান হচ্ছে ।

ভিডিয়োয় দেখুন

টোটো চালকদের একজন বলেন, " আমরা আগে ইউনিয়নের ব্লক নেতৃত্বকে জানিয়েছি। গ্রামীণ সভাপতিকে জানিয়েছি । তারপর অটোগুলিকে বন্ধ করা হয় । তিন-চার দিন বন্ধ থাকল । আবার ওই সিটি অটোগুলো চালু হয়েছে । এর জেরে দিনে আমাদের 100-150 টাকার বেশি কামাই হয় না । এখন আমরা কী করব ? ওরা 300 জনের কথা না ভেবে 3 জনের কথা ভাবছে । "

তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন INTTUC-র সদস্য টোটো চালকরা বিক্ষোভ দেখান ।
ধুপগুড়ি-কালীরহাট রুটের দায়িত্ব থাকা নেতা পরিতোষ রায় জানান, সিটি অটোগুলি 3 জনের বেশী যাত্রী নেওয়ার জন্যে গাড়ির আসন সংখ্যা ১০ জনের হিসেবে বানিয়ে নিয়েছে ।

Intro:Body:তৃণমূলের ঝান্ডা হাতে পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।পুলিশ গো ব্যাক,গদ্দার বলে স্লোগান তৃনমুল প্রভাবিত টোটো ইউনিয়নের সদস্যদের।সিটি অটো বন্ধের দাবিতে অবরোধ ধুপগুড়ি বিনয় শা মোড় এলাকায়।
বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ধূপগুড়ি ডাউকিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। অবরোধকারীদের দাবী,এলাকায় বেশ কয়েকটি সিটি অটো গুলি এই এলাকায় চলাচলের ক্ষেত্রে ৩ জন বসার আসন থাকলেও তারা গাড়িগুলিতে বাড়তি আসন লাগিয়ে ১০-১২ জন করে যাত্রী পরিবহন করে চলেছে। যার জেরে ধূপগুড়ি থেকে কালীরহাট পর্যন্ত যাত্রী পরিবহনের কাজ করা প্রায় ৩০০-র বেশী টোটোর লোকসান হতে বসেছে। এদিন তৃনমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি -র সদস্য টোটো চালকরা তৃনমূল দলীয় পতাকা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছালে অবরোধকারীরা পুলিশকে গো ব্যাক স্লোগান দেয়।
ধূপগুড়ি কালীরহাট পর্যন্ত টোটো চালকদের দায়িত্ব থাকা নেতৃত্ব পরিতোষ রায় বলেন, সিটি অটো গুলি তিন জনের বেশী যাত্রী নেবার জন্যে গাড়িতে তিন জন তগেকে বাড়িয়ে আসন ক্ষমতা ১০ জন হিসেবে বানিয়ে নিয়েছে।

Conclusion:
Last Updated : May 16, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.