ETV Bharat / state

"অরূপ বিশ্বাসকে মানছি না মানব না ", স্লোগান তৃণমূল কর্মীদেরই - জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

তৃণমূলের জলপাইগুড়ির জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসকে কার্যত পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা ৷ সমাজপাড়ার তৃণমূল জেলা কার্যালয়ে এই বিক্ষোভ চলে ৷

arup biswas
অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ
author img

By

Published : Jul 8, 2020, 8:55 PM IST

জলপাইগুড়ি, 8 জুলাই : "অরূপ বিশ্বাসকে মানছি না মানব না " । দলের ময়নাগুড়ির ব্লক সভাপতির নাম ঘোষণার পরই তাঁকে ঘিরে এই স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা । জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ চলার সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

জলপাইগুড়ি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পর জেলা সভাপতি কিষান কল্যাণীর অনুগামীকে সভাপতি না করায় কার্যত পর্যবেক্ষকের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা । তাঁকে সভাপতি করা হবে, একথা ভেবে অনুগামীদের নিয়ে কার্যালয়ে গেছিলেন ডালিম রায় । কিন্তু মনোজ রায়কে সভাপতি করায় তাঁরা বিক্ষোভ দেখান ।

জেলা সভাপতি কিষান কল্যানী বিক্ষোভ সামলাতে বাইরে বেরিয়ে এলেও তাঁর কথা কেউ শোনেননি । তৃণমুল কর্মী সত্যজিৎ শর্মা, অমিত গোপরা অভিযোগ করে বলেন," ময়নাগুড়িতে যাকে সভাপতি করা হয়েছে তার পরিবর্তে আমরা অন্য কাউকে চাই । কারণ যার নেতৃত্বে আমরা লোকসভা নির্বাচনে হেরেছি তাকেই ফের ব্লক সভাপতি করা হল । আমরা চাই নতুন মুখ উঠে আসুক।"

সমাজপাড়ার তৃণমূল জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন কর্মীরা। এদিকে জেলা সভাপতি কিষান কল্যাণী ও অরূপ বিশ্বাসকে কার্যত ঘরে আটকে বিক্ষোভ দেখানো হয় । অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও স্লোগান ওঠে । এরপর অরূপ বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন । আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

জলপাইগুড়ি, 8 জুলাই : "অরূপ বিশ্বাসকে মানছি না মানব না " । দলের ময়নাগুড়ির ব্লক সভাপতির নাম ঘোষণার পরই তাঁকে ঘিরে এই স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা । জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ চলার সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

জলপাইগুড়ি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পর জেলা সভাপতি কিষান কল্যাণীর অনুগামীকে সভাপতি না করায় কার্যত পর্যবেক্ষকের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা । তাঁকে সভাপতি করা হবে, একথা ভেবে অনুগামীদের নিয়ে কার্যালয়ে গেছিলেন ডালিম রায় । কিন্তু মনোজ রায়কে সভাপতি করায় তাঁরা বিক্ষোভ দেখান ।

জেলা সভাপতি কিষান কল্যানী বিক্ষোভ সামলাতে বাইরে বেরিয়ে এলেও তাঁর কথা কেউ শোনেননি । তৃণমুল কর্মী সত্যজিৎ শর্মা, অমিত গোপরা অভিযোগ করে বলেন," ময়নাগুড়িতে যাকে সভাপতি করা হয়েছে তার পরিবর্তে আমরা অন্য কাউকে চাই । কারণ যার নেতৃত্বে আমরা লোকসভা নির্বাচনে হেরেছি তাকেই ফের ব্লক সভাপতি করা হল । আমরা চাই নতুন মুখ উঠে আসুক।"

সমাজপাড়ার তৃণমূল জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন কর্মীরা। এদিকে জেলা সভাপতি কিষান কল্যাণী ও অরূপ বিশ্বাসকে কার্যত ঘরে আটকে বিক্ষোভ দেখানো হয় । অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও স্লোগান ওঠে । এরপর অরূপ বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন । আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.