জলপাইগুড়ি, 21 এপ্রিল: রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও 2024 লোকসভা ভোটের আগে এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল । কিন্তু এর মাঝেই, জলপাইগুড়িতে ধাক্কা খেল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এই জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চার তৃণমূল নেতা শুক্রবার তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷
জানা গিয়েছে, বিন্নাগুড়ি অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা বর্তমান বানারহাট ব্লক কমিটির সদস্য স্বপন রায়, তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা ব্লক কমিটির সদস্য অরুণ রাম, বিন্নাগুরি অঞ্চল কমিটির সহ-সভাপতি সোলে মুণ্ডা, বিন্নাগুড়ি অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি গৌতম রাউত প্রত্যেকেই তাঁদের সাংগঠনিক পথ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা পত্র পাঠিয়েছেন ।
কিন্তু কী কারণে এই চার নেতা একসঙ্গে ইস্তফা দিলেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন । এই পদত্যাগীদের মধ্যে কেউ জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন, কেউ জানিয়েছেন দলে থেকে সঠিকভাবে মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত ৷ কেউ আবার জানিয়েছেন, ভবিষ্যতে যে দলে থেকে মানুষের জন্য কাজের সুযোগ পাবেন সেই দলে যোগ দিতে পারেন ৷
আরও পড়ুন: তৃণমূলের 'নব জোয়ার' শেষে হতে পারে ভোটের দিন ঘোষণা
পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের চার জন নেতার পদত্যাগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । পদত্যাগীদের মধ্যে, গৌতম রাউত জানিয়েছেন, দলের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই, কিন্তু যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজের ধরণ নিয়ে কিছু বিষয় রয়েছে । অন্যদিকে, স্বপন রায় জানিয়েছেন, ব্যাক্তিগত কারণে দলে তিনি সময় দিতে পারছিলেন না ৷ তাই মাসখানেক আগেই অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন । আবার শোলে মুন্ডা জানিয়েছেন, দলে সম্মান না পাওয়া এবং মানুষের জন্য কাজ করার সুযোগ না থাকায় তিনি পদত্যাগ করেছেন ৷