ETV Bharat / state

21 July Preparation Rally: গোর্খাল্য়ান্ড-কামতাপুর হয়নি, বঙ্গভঙ্গও হবে না; বিজেপি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আমলে কোনও দিনই বঙ্গভঙ্গ হবে না ৷ শুক্রবার জলপাইগুড়িতে (Jalpaiguri) আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় (21 July Preparation Rally) এ কথা বললেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্য়ায় ৷

tmc leader says at 21 July Preparation Rally that no one can divide west bengal under mamata banerjee leadership
21 July Preparation Rally: গোর্খাল্য়ান্ড, কামতাপুর হয়নি, বঙ্গভঙ্গও হবে না, বিজেপি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার
author img

By

Published : Jul 8, 2022, 2:04 PM IST

জলপাইগুড়ি, 8 জুলাই: "এটা মহারাষ্ট্র নয় ৷ এখানকার নেতা উদ্ধব ঠাকরে নন, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এখানকার নেতা আদিত্য ঠাকরে নন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই বাংলা কোনও দিন ভাঙবে না ৷ এখানে গোর্খাল্যান্ড হয়নি ৷ এখানে কামতাপুর হয়নি ৷ কোনও দিনই বঙ্গভঙ্গও হবে না ৷" জলপাইগুড়িতে (Jalpaiguri) আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় (21 July Preparation Rally) বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা বললেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্য়ায় ৷

আগামী 12 জুলাই উত্তরবঙ্গ সফরে আসছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এছাড়া, কোভিড পরিস্থিতি কিছুটা বাগে আসায় এ বছর 21 জুলাইও বড়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল ৷ এই দুই কর্মসূচি উপলক্ষেই শুক্রবার জলপাইগুড়িতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভায় সৈকত চট্টোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র সৌরভ চক্রবর্তী, দলের প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক-সহ অন্যরা ৷

আরও পড়ুন: TMC 21st July Campaign: 21 জুলাইয়ের প্রচারে একমাত্র মুখ মমতা, ব্যানার-ফ্লেক্সে নজরদারি শীর্ষনেতৃত্বের

সভায় বক্তব্য পেশের সময় তৃণমূল নেতারা অভিযোগ করেন, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দেশজুড়ে সরকার দখলের চেষ্টা করছে ৷ সম্প্রতি মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে ৷ এমনকী, বাংলাতেও নানা অজুহাতে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে সেটা সম্ভব নয় বলেই দাবি করেছেন তৃণমূল নেতারা ৷

বিজেপি-র বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াইয়ের বার্তা তৃণমূল নেতৃত্বের ৷

এ দিন দেশের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয় তৃণমূল নেতৃত্ব ৷ পাশাপাশি, টেট ও এসএসসি দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্য়ের শিক্ষাব্যবস্থাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় ৷ তৃণমূল নেতাদের বক্তব্য, উনিশের লোকসভা ভোটের স্মৃতি ভুলে গেলে চলবে না ৷ চব্বিশের সাধারণ নির্বাচনের আগে সকলকে কোমর বেঁধে মাঠে নামতে হবে ৷ বিজেপি-কে হারাতে তৃণমূলের সবক'টি শাখা সংগঠনকে সর্বশক্তি নিয়ে লড়াই করতে হবে ৷

জলপাইগুড়ি, 8 জুলাই: "এটা মহারাষ্ট্র নয় ৷ এখানকার নেতা উদ্ধব ঠাকরে নন, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এখানকার নেতা আদিত্য ঠাকরে নন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই বাংলা কোনও দিন ভাঙবে না ৷ এখানে গোর্খাল্যান্ড হয়নি ৷ এখানে কামতাপুর হয়নি ৷ কোনও দিনই বঙ্গভঙ্গও হবে না ৷" জলপাইগুড়িতে (Jalpaiguri) আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় (21 July Preparation Rally) বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা বললেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্য়ায় ৷

আগামী 12 জুলাই উত্তরবঙ্গ সফরে আসছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এছাড়া, কোভিড পরিস্থিতি কিছুটা বাগে আসায় এ বছর 21 জুলাইও বড়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল ৷ এই দুই কর্মসূচি উপলক্ষেই শুক্রবার জলপাইগুড়িতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভায় সৈকত চট্টোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র সৌরভ চক্রবর্তী, দলের প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক-সহ অন্যরা ৷

আরও পড়ুন: TMC 21st July Campaign: 21 জুলাইয়ের প্রচারে একমাত্র মুখ মমতা, ব্যানার-ফ্লেক্সে নজরদারি শীর্ষনেতৃত্বের

সভায় বক্তব্য পেশের সময় তৃণমূল নেতারা অভিযোগ করেন, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দেশজুড়ে সরকার দখলের চেষ্টা করছে ৷ সম্প্রতি মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে ৷ এমনকী, বাংলাতেও নানা অজুহাতে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে সেটা সম্ভব নয় বলেই দাবি করেছেন তৃণমূল নেতারা ৷

বিজেপি-র বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াইয়ের বার্তা তৃণমূল নেতৃত্বের ৷

এ দিন দেশের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয় তৃণমূল নেতৃত্ব ৷ পাশাপাশি, টেট ও এসএসসি দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্য়ের শিক্ষাব্যবস্থাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় ৷ তৃণমূল নেতাদের বক্তব্য, উনিশের লোকসভা ভোটের স্মৃতি ভুলে গেলে চলবে না ৷ চব্বিশের সাধারণ নির্বাচনের আগে সকলকে কোমর বেঁধে মাঠে নামতে হবে ৷ বিজেপি-কে হারাতে তৃণমূলের সবক'টি শাখা সংগঠনকে সর্বশক্তি নিয়ে লড়াই করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.