জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর: দলীয় কর্মসূচির ঠিক আগে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে লাগানো ব্য়ানার ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর হুঁশিয়ারি, "রাতের অন্ধকারে কেন ? বুকের পাটা থাকলে দিনের বেলায়, সকলের সামনে বিজেপি-র ফ্লেক্স, ব্য়ানার ছিঁড়ে দেখাক তৃণমূল !" রাজ্য়ের শাসকদলকে 'কাপুরুষের দল' বলেও কটাক্ষ করেন জেলা বিজেপি-র এই নেতা ৷ এর জবাবে শুভেন্দু অধিকারীকে পালটা 'ডায়নোসর' (Dinosaur) বলে ব্যঙ্গ করেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ৷
উল্লেখ্য, 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি পালন করতে শুক্রবার জলপাইগুড়ি শহরে আসছেন শুভেন্দু অধিকারী ৷ সেই উপলক্ষেই জেলার বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর ছবি ও নাম-সহ ব্যানার এবং ফ্লেক্স টাঙানো হয়েছে ৷ এর মধ্যে জলপাইগুড়ি পার্কের মোড়-সহ বেশ কয়েকটি জায়গায় লাগানো ফ্লেক্স ও ব্যানারগুলি কে বা কারা ছিঁড়ে দেয় ৷ আর তাতেই ক্ষেপে যায় জেলা বিজেপি নেতৃত্ব ৷ বাপির অভিযোগ, শুধুমাত্র জলপাইগুড়িতেই নয়, ময়নাগুড়ি, হলদিবাড়ি-সহ বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটেছে ৷ যদিও বিজেপি-র তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে পথে ডিওয়াইএফআই
ঘটনা প্রসঙ্গে বাপি বলেন, "তৃণমূলের সমস্ত কাপুরুষ নেতারা এই ঘটনা ঘটিয়েছেন ৷ এটা নোংরামি ৷ আসলে ভয়ে চোরের দল এইসব কাজ করছে ৷ হিম্মত থাকে তো দিনের বেলায় বিজেপি-র ফ্লেক্স ছিঁড়ুক ৷" এর জবাবে সৈকত বলেন, "বিজেপি-র ফ্লেক্স কেউ ছিঁড়তে যাবে না ৷ তবে জলপাইগুড়িতে অনেক দিন সার্কাস আসেনি ৷ ডায়নোসর অবলুপ্ত হয়েছে ৷ তাই আমি বাচ্চাদের বলব, ডায়নোসরের মতো চেহারার শুভেন্দু অধিকারীকে দেখে আসুক ৷ আর পার্কের মোড়ে যেটা হয়েছে, ওখানে ঝড়ে ফ্লেক্স পড়ে গিয়েছে ৷ এলাকার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন ৷" সব মিলিয়ে বিজেপি-র আসন্ন কর্মসূচি নিয়ে ক্রমশ তেতে উঠছে জলপাইগুড়ি জেলার রাজনীতি ৷