জলপাইগুড়ি, 31 জুলাই: বিজয় মিছিল করছে বিজেপি । কিন্তু নেই অনুমতি ৷ পুলিশ তা দাঁড়িয়ে দেখছে ৷ এমনই অভিযোগ তুলে পুলিশের গাড়ি আটক করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় ৷ পরিস্থিতি সামলাতে এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর ৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঝাড়আলতা 1 নম্বর গ্রামপঞ্চায়েতের 15/72 বুথের সদ্য জয়ী বিজেপি প্রার্থী বাসন্তী মোদকের সর্মথকরা একটি বিজয় মিছিল করেন।
এদিন বিকেলের ওই মিছিলে মাইকে গান বাজিয়ে উল্লাস চলে। গ্রামের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করে গেরুয়া আবির নিয়ে মেতে ওঠেন বিজেপি কর্মী-সর্মথকরা। কিন্তু তৃণমূলের দাবি, অনুমতি ছাড়াই গ্রামে মিছিল হয়েছে। আর তাই মিছিল বন্ধ করার দাবি জানায় তৃণমূল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অভিযোগ করেন, পুলিশকে জানানো সত্ত্বেও দেরিতে আসে এবং মিছিল চলতে থাকে। এই অভিযোগে ধূপগুড়ি থানার পুলিশ ভ্যানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন: বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তারপর ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে বিজেপির তরফে দাবি করা হয়, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন বলে অনুমতি নেননি। তৃণমূল এলাকায় হেরে গিয়েছে ৷ এই হার তারা মেনে নিতে পারছে না। তাই পুলিশকে দিয়ে বিভিন্নভাবে ভয় দেখাতে চাইছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবশ্য এলাকায় রুটমার্চ করেছে। এলাকাকে শান্তিপূর্ণ রাখতেই পুলিশের এই রুটমার্চ বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷
অন্যদিকে, উত্তর 24 পরগনার বনগাঁর চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 125 নম্বর বুথের প্রায় একই রকমের একটি ঘটনা ঘটে। গতকাল বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজপি প্রার্থীর নাম বাবুরাম বিশ্বাস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: তৃণমূলের বিজয় মিছিল থেকে ক্লাবে হামলার অভিযোগ, সরব বিজেপি