ETV Bharat / state

Jalpaiguri Suicide Controversy: আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ, সৈকত চট্টোপাধ্যায়ের পাশে নেই তৃণমূল - Municipality Vice Chairman

দম্পত্তিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এই ঘটনায় তাঁর পাশে নেই তৃণমূল ৷ ঘটনাকে সৈকতের ব্যক্তিগত ব্যপার বললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ৷

Jalpaiguri couple Suicide
জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 3, 2023, 11:40 AM IST

জলপাইগুড়ির আত্মহত্যার ঘটনায় নয়া মোড়

জলপাইগুড়ি, 3 এপ্রিল: দম্পত্তিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠার পরই যুব সভাপতি ও জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সম্পর্কে সাবধানী অবস্থান নিল শাসকদল ৷ দম্পত্তির মৃত্যুর ঘটনা রাজনৈতিক বিষয় নয় । এটা সৈকতের ব্যক্তিগত ব্যপার । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ।

অন্যদিকে, দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই তাদের ৷ তাই বিচার বিভাগের নজরদারিতে তদন্তের দাবি তোলা হচ্ছে বলে জানানো হয় বিজেপির তরফে । আগামিতে বিজেপি সিবিআই তদন্ত দাবি করবেন বলেও জেলা সভাপতি বাপী গোস্বামী হুঁশিয়ারি দিয়েছেন । যদিও এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে পালটা দাবি করেছেন সৈকত চট্টোপাধ্যায় ৷ বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর দাবি, পুলিশ এই ঘটনাকে আড়াল করার চেষ্টা চালাবে । সেই কারণে আদালতের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত এবং সিবিআই তদন্তের দাবি জানাবেন তাঁরা ।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "দু'জনের মৃত্যু হয়েছে এটা দুর্ভাগ্যজনক । এটা রাজনৈতিক বিষয় নয় । এটা সৈকত চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যপার । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । তিনি আইনজীবী ৷ কার সঙ্গে তিনি কী কথা বলেছেন তাতে দলের কিছু নেই । তবে নিরপেক্ষ তদন্ত হোক । এখানে রাজনীতি না ঢোকানোই ভালো । পুলিশ তদন্ত করুক । যাদের নামে অভিযোগ হয়েছে তাদের ব্যপার । এখানে রাজনীতির জায়গা নেই । এটা নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল হবে ।"

আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে । সামনে পঞ্চায়েত ভোট । তিনি জেলে থাকলে সুবিধা হবে বিজেপির । তাই বিজেপির বিধায়ক তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করছেন । সুইসাইড নোটটাও মিথ্যে বলেও তাঁর দাবি । তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় যে সুইসাইড নোট দেখা যাচ্ছে তাঁর সঙ্গে অপর্ণা ভট্টাচার্যের হাতের লেখার মিল নেই । আমি চ্যালেঞ্জ করছি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে তদন্ত হোক ।"

সৈকত চট্টোপাধ্যায় আরও দাবি করেন, পৌরসভায় চাকরি দেওয়ার নাম করে শিখা চট্টোপাধ্যায়েকে সামনে রেখে অপর্ণা ভট্টাচার্য 2013 সালে সোনালি ও মনোময়দের কাছ থেকে টাকা তুলেছিল । সেই অভিযোগ 2022 সালে ডিসেম্বরে সামনে আসে ৷ কোতয়ালি থানায় দায়ের হয়েছিল ৷ এই ঘটনা থেকে নিজেকে বাঁচাতেই শিখা চট্টোপাধ্যায় দম্পত্তিকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ সৈকতের । তিনি জানান, তাঁর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত ।

প্রসঙ্গত, দম্পত্তির আত্মহত্যার ঘটনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে । স্বামী ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্ণা ভট্টাচার্য ৷ তিনি ও তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ সেই অভিযোগ দায়ের করছেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় ৷ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তিনি । এরপরেই সৈকত চট্টোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াল দল ।

উল্লেখ্য, শনিবার জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা অপর্ণা ভট্টাচার্য ও তাঁর স্বামী সুবোধের দেহ ঘর থেকে উদ্ধার করে পুলিশ । উদ্ধার হয়েছে বিষের শিশি এবং চারপাতার সুইসাইড নোট । সুইসাইড নোটে মৃত্যুর জন্য ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ-সহ চারজনকে মৃত্যুর জন্য দায়ী করেন করেন দম্পতি । কিন্তু সেই সুইসাইড নোট আদৌও অপর্ণার লেখা কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন: দম্পতিকে আত্মহত্যায় প্ররোচনা ! কাঠগড়ায় উপপৌরপ্রধান

জলপাইগুড়ির আত্মহত্যার ঘটনায় নয়া মোড়

জলপাইগুড়ি, 3 এপ্রিল: দম্পত্তিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠার পরই যুব সভাপতি ও জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সম্পর্কে সাবধানী অবস্থান নিল শাসকদল ৷ দম্পত্তির মৃত্যুর ঘটনা রাজনৈতিক বিষয় নয় । এটা সৈকতের ব্যক্তিগত ব্যপার । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ।

অন্যদিকে, দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই তাদের ৷ তাই বিচার বিভাগের নজরদারিতে তদন্তের দাবি তোলা হচ্ছে বলে জানানো হয় বিজেপির তরফে । আগামিতে বিজেপি সিবিআই তদন্ত দাবি করবেন বলেও জেলা সভাপতি বাপী গোস্বামী হুঁশিয়ারি দিয়েছেন । যদিও এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে পালটা দাবি করেছেন সৈকত চট্টোপাধ্যায় ৷ বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর দাবি, পুলিশ এই ঘটনাকে আড়াল করার চেষ্টা চালাবে । সেই কারণে আদালতের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত এবং সিবিআই তদন্তের দাবি জানাবেন তাঁরা ।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "দু'জনের মৃত্যু হয়েছে এটা দুর্ভাগ্যজনক । এটা রাজনৈতিক বিষয় নয় । এটা সৈকত চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যপার । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । তিনি আইনজীবী ৷ কার সঙ্গে তিনি কী কথা বলেছেন তাতে দলের কিছু নেই । তবে নিরপেক্ষ তদন্ত হোক । এখানে রাজনীতি না ঢোকানোই ভালো । পুলিশ তদন্ত করুক । যাদের নামে অভিযোগ হয়েছে তাদের ব্যপার । এখানে রাজনীতির জায়গা নেই । এটা নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল হবে ।"

আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে । সামনে পঞ্চায়েত ভোট । তিনি জেলে থাকলে সুবিধা হবে বিজেপির । তাই বিজেপির বিধায়ক তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করছেন । সুইসাইড নোটটাও মিথ্যে বলেও তাঁর দাবি । তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় যে সুইসাইড নোট দেখা যাচ্ছে তাঁর সঙ্গে অপর্ণা ভট্টাচার্যের হাতের লেখার মিল নেই । আমি চ্যালেঞ্জ করছি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে তদন্ত হোক ।"

সৈকত চট্টোপাধ্যায় আরও দাবি করেন, পৌরসভায় চাকরি দেওয়ার নাম করে শিখা চট্টোপাধ্যায়েকে সামনে রেখে অপর্ণা ভট্টাচার্য 2013 সালে সোনালি ও মনোময়দের কাছ থেকে টাকা তুলেছিল । সেই অভিযোগ 2022 সালে ডিসেম্বরে সামনে আসে ৷ কোতয়ালি থানায় দায়ের হয়েছিল ৷ এই ঘটনা থেকে নিজেকে বাঁচাতেই শিখা চট্টোপাধ্যায় দম্পত্তিকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ সৈকতের । তিনি জানান, তাঁর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত ।

প্রসঙ্গত, দম্পত্তির আত্মহত্যার ঘটনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে । স্বামী ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্ণা ভট্টাচার্য ৷ তিনি ও তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ সেই অভিযোগ দায়ের করছেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় ৷ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তিনি । এরপরেই সৈকত চট্টোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াল দল ।

উল্লেখ্য, শনিবার জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা অপর্ণা ভট্টাচার্য ও তাঁর স্বামী সুবোধের দেহ ঘর থেকে উদ্ধার করে পুলিশ । উদ্ধার হয়েছে বিষের শিশি এবং চারপাতার সুইসাইড নোট । সুইসাইড নোটে মৃত্যুর জন্য ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ-সহ চারজনকে মৃত্যুর জন্য দায়ী করেন করেন দম্পতি । কিন্তু সেই সুইসাইড নোট আদৌও অপর্ণার লেখা কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন: দম্পতিকে আত্মহত্যায় প্ররোচনা ! কাঠগড়ায় উপপৌরপ্রধান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.