ETV Bharat / state

TMC Wins in Dhupguri: অভিষেকের মহকুমা ঘোষণার টোটকাতেই ধূপগুড়ি জয়, দাবি তৃণমূলের; সংখ্যালঘু ভোটকে দুষছে বিজেপি - ধূপগুড়িকে মহকুমা

TMC Wins in Dhupguri Bye Election Result: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4,309 ভোটে হারিয়ে বিধানসভা ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷

TMC Wins in Dhupguri
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 5:47 PM IST

Updated : Sep 8, 2023, 6:04 PM IST

ধূপগুড়ি, 8 সেপ্টেম্বর: ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই টোটকাতেই বাজিমাত । বিজেপির কাছ থেকে ধূপগুড়ি বিধানসভা ছিনিয়ে নেওয়ার পর এমনই দাবি শিলিগুড়ির মেয়র তথা ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূলের দায়িত্বে থাকা গৌতম দেব । তবে বিজেপির মতে, সংখ্যালঘু ভোটেই তাদের নাজেহাল হতে হল । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4,309 ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷

গত বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে শাসকদলকে 4,355 ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ উপনির্বাচনের ফলগণনার শুরুর দিকেও বিজেপিরই পাল্লা ভারী ছিল ৷ বেশ কয়েক রাউন্ড এগিয়েও ছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ তবে পাশা বদলে যায় চতুর্থ রাউন্ডের শেষে ৷ সামান্য কিছু ভোটে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এরপর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় ৷ তবে আর পিছোতে হয়নি তৃণমূল কংগ্রেসকে ৷ গণনা যত এগোতে থাকে একটু একটু করে ব্যবধান বাড়ায় শাসকদল ৷ অবশেষে 4,309 ভোটে জয়লাভ করে ধূপগুড়ি বিধানসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷

এ বার উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 92648টি ৷ গণনাশেষে দেখা যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন 96961টি ভোট ৷ বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 92648টি ভোট, সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন 13666টি ভোট ।

এই জয়ের পরই উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ শুরু হয় সবুজ আবির খেলা, মিষ্টিমুখ ৷ ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা গৌতম দেব বলেন,

"এই জয় মা মাটি মানুষের জয় । অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির নির্বাচনী প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন । সেই দাবি ছিল দীর্ঘদিনের । সেই বিষয়টা মানুষ ভালো ভাবে নিয়েছে ।"

বিজেপি প্রার্থী তাপসী রায়ও এই ফ্যাক্টরকেই বিজেপির পরাজয়ের কারণ হিসেবে দেখছেন ৷ তিনি বলেন, "মানুষের রায় মাথা পেতে নিচ্ছি ৷ অভিষেক ব্যানার্জির মহকুমা করার ঘোষণা আমাদেরকে হারিয়ে দিয়েছে । আমি লড়াই করতে নেমেছি লড়াই চালিয়ে যাব ।"

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়িতে 4309 ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ অভিষেকের

শতাংশের বিচারে দেখা গিয়েছে, ধূপগুড়িতে তৃণমূল পেয়েছে 46.00% ভোট, বিজেপি পেয়েছে 44.22% ভোট, সিপিআইএম পেয়েছে 6.52% ভোট ৷ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর মতে, "আমরা ভালো লড়াই করেছি । তবে সংখ্যালঘু ভোট আমাদের হারিয়ে দিল । আমাদেরকে মানুষ আশির্বাদ করেছে বলেই লড়াই হয়েছে ।"

তবে এই রায়ের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় ৷ তাঁর মতে, লোকসভা ও বিধানসভা ভোটের প্রেক্ষিত আলাদা ৷

তাঁর কথায়, "গত পঞ্চায়েত ভোটের থেকে আমরা বেশি ভোট পেয়েছি । আমরা লোকসভা নির্বাচনে ভালো ফল করব ।"

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি । বিধানসভা ভোটে জেতা দিনহাটা এবং শান্তিপুর উপনির্বাচনেও হারতে হয়েছে গেরুয়া শিবিরকে । ধূপগুড়িতেও পরাজয়ের মুখ দেখতে হল শুভেন্দু অধিকারীর দলকে । অন্যদিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও সাগরদিঘিতে শাসকদলকে ধাক্কা দেয় কংগ্রেস ৷ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করলেও কয়েক মাস কাটতে না কাটতেই শাসকশিবিরে যোগ দেন তিনি ৷

ধূপগুড়ি, 8 সেপ্টেম্বর: ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই টোটকাতেই বাজিমাত । বিজেপির কাছ থেকে ধূপগুড়ি বিধানসভা ছিনিয়ে নেওয়ার পর এমনই দাবি শিলিগুড়ির মেয়র তথা ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূলের দায়িত্বে থাকা গৌতম দেব । তবে বিজেপির মতে, সংখ্যালঘু ভোটেই তাদের নাজেহাল হতে হল । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4,309 ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷

গত বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে শাসকদলকে 4,355 ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ উপনির্বাচনের ফলগণনার শুরুর দিকেও বিজেপিরই পাল্লা ভারী ছিল ৷ বেশ কয়েক রাউন্ড এগিয়েও ছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ তবে পাশা বদলে যায় চতুর্থ রাউন্ডের শেষে ৷ সামান্য কিছু ভোটে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এরপর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় ৷ তবে আর পিছোতে হয়নি তৃণমূল কংগ্রেসকে ৷ গণনা যত এগোতে থাকে একটু একটু করে ব্যবধান বাড়ায় শাসকদল ৷ অবশেষে 4,309 ভোটে জয়লাভ করে ধূপগুড়ি বিধানসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷

এ বার উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 92648টি ৷ গণনাশেষে দেখা যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন 96961টি ভোট ৷ বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 92648টি ভোট, সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন 13666টি ভোট ।

এই জয়ের পরই উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ শুরু হয় সবুজ আবির খেলা, মিষ্টিমুখ ৷ ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা গৌতম দেব বলেন,

"এই জয় মা মাটি মানুষের জয় । অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির নির্বাচনী প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন । সেই দাবি ছিল দীর্ঘদিনের । সেই বিষয়টা মানুষ ভালো ভাবে নিয়েছে ।"

বিজেপি প্রার্থী তাপসী রায়ও এই ফ্যাক্টরকেই বিজেপির পরাজয়ের কারণ হিসেবে দেখছেন ৷ তিনি বলেন, "মানুষের রায় মাথা পেতে নিচ্ছি ৷ অভিষেক ব্যানার্জির মহকুমা করার ঘোষণা আমাদেরকে হারিয়ে দিয়েছে । আমি লড়াই করতে নেমেছি লড়াই চালিয়ে যাব ।"

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়িতে 4309 ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ অভিষেকের

শতাংশের বিচারে দেখা গিয়েছে, ধূপগুড়িতে তৃণমূল পেয়েছে 46.00% ভোট, বিজেপি পেয়েছে 44.22% ভোট, সিপিআইএম পেয়েছে 6.52% ভোট ৷ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর মতে, "আমরা ভালো লড়াই করেছি । তবে সংখ্যালঘু ভোট আমাদের হারিয়ে দিল । আমাদেরকে মানুষ আশির্বাদ করেছে বলেই লড়াই হয়েছে ।"

তবে এই রায়ের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় ৷ তাঁর মতে, লোকসভা ও বিধানসভা ভোটের প্রেক্ষিত আলাদা ৷

তাঁর কথায়, "গত পঞ্চায়েত ভোটের থেকে আমরা বেশি ভোট পেয়েছি । আমরা লোকসভা নির্বাচনে ভালো ফল করব ।"

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি । বিধানসভা ভোটে জেতা দিনহাটা এবং শান্তিপুর উপনির্বাচনেও হারতে হয়েছে গেরুয়া শিবিরকে । ধূপগুড়িতেও পরাজয়ের মুখ দেখতে হল শুভেন্দু অধিকারীর দলকে । অন্যদিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও সাগরদিঘিতে শাসকদলকে ধাক্কা দেয় কংগ্রেস ৷ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করলেও কয়েক মাস কাটতে না কাটতেই শাসকশিবিরে যোগ দেন তিনি ৷

Last Updated : Sep 8, 2023, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.