জলপাইগুড়ি , 15 ডিসেম্বর : আজ জলপাইগুড়িতে কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অরবিন্দ ব্যামাগার পাঠাগার ও ক্লাবের মাঠে সভার আয়োজন করা হয়েছে । দুপুর 12টা নাগাদ জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠি থেকে সড়কপথে সভাস্থানে যাবেন নেত্রী ।
গতকাল তিনদিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর তিনি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠির উদ্দেশে রওনা দেন ৷ সেখানেই রাত কাটান তিনি । তার আগে সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিধায়ক ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন । এরপর আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-এই দুই জেলার কর্মীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের সভাস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । নেত্রীর প্ল্যাকার্ড, ফেস্টুন-সহ সরকারি প্রকল্পের হোর্ডিংয়ে ছেয়ে গেছে শহর । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক হোর্ডিং লাগানো হয়েছে । এদিকে , গতকাল রাতেই সভাস্থান পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্য নেতা । ক্লাব রোডের পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠি থেকে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে সভাস্থানে যেতে পারেন বলে সূত্রের খবর ।
আরও পড়ুন , অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে কাজ করতে হবে, উত্তরবঙ্গ সফরে গিয়েই বার্তা মমতার
আজ জলপাইগুড়িতে সভার পর বিকেলে আনন্দচন্দ্র কলেজের মাঠে অস্থায়ীভাবে তৈরি হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশে যাবেন তিনি । পরের দিন কোচবিহারে সভা করবেন মমতা । বুধবার কলকাতা ফিরবেন তিনি । তার আগে আজ জলপাইগুড়ির সভায় বিধানসভা ভোটের আগে দুই জেলার কর্মীদের তিনি কী বার্তা দেন , সেই দিকে তাকিয়ে রয়েছেন কর্মীরা ।
আরও পড়ুন , তিনদিনের দলীয় কর্মসূচিতে আজ উত্তরবঙ্গ সফরে মমতা