ETV Bharat / state

ময়নাগুড়িতে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে অশান্তি, আক্রান্ত 3 BJP কর্মী - BJP clash with TMC

2019-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে ৷ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল হেরে যায় ৷ এরপর তৃণমূল সদস্যরা BJP-তে যোগদান করায় এই পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির ৷ অভিযোগ, আজ তৃণমূলের লোকজন ফের ওই পঞ্চায়েতের দখল নিতে আসে ৷ পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের মারধর করে ৷

বাইকে ভাঙচুর
author img

By

Published : Aug 13, 2019, 11:22 PM IST

ময়নাগুড়ি, 13 অগাস্ট : গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনজন BJP কর্মী ঘটনায় জখম হয়েছেন ৷ তাঁদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল ৷ কিন্তু কোনওরকম সাহায্য করেনি ৷ বরং এই হামলায় তৃণমূলকে মদত দিয়েছে ৷ ময়নাগুড়ির সাপ্টিবাড়ির ঘটনা ৷

2019-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে ৷ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল হেরে যায় ৷ এরপর তৃণমূল সদস্যরা BJP-তে যোগদান করায় এই পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির ৷ অভিযোগ, আজ তৃণমূলের লোকজন ফের ওই পঞ্চায়েতের দখল নিতে আসে ৷ পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের মারধর করে ৷ তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ 12 টি বাইক ভাঙচুর করা হয় ৷

BJP নেতা বীরেন্দ্রনাথ রায় বলেন, "আজ পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামাল করল তা নিন্দনীয় ৷ আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ তিনজন কর্মী জখম হয়েছেন ৷ শিবশংকর দত্তের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে তৃণমূল ৷"

ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবশংকর দত্ত অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন ৷ BJP কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে ৷ আমাদের কর্মীরা জখম হয়েছে ৷"

এই বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদিকে ফোন করেন ETV ভারতের প্রতিনিধি ৷ ফোন কেটে দিয়ে ম্যাসেজ করে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলেন ৷ সেইমতো হোয়াটস অ্যাপ করে ঘটনাটি জানিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ কিন্তু তারপর থেকে আর কোনও উত্তর দেননি তিনি ৷

ময়নাগুড়ি, 13 অগাস্ট : গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনজন BJP কর্মী ঘটনায় জখম হয়েছেন ৷ তাঁদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল ৷ কিন্তু কোনওরকম সাহায্য করেনি ৷ বরং এই হামলায় তৃণমূলকে মদত দিয়েছে ৷ ময়নাগুড়ির সাপ্টিবাড়ির ঘটনা ৷

2019-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে ৷ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল হেরে যায় ৷ এরপর তৃণমূল সদস্যরা BJP-তে যোগদান করায় এই পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির ৷ অভিযোগ, আজ তৃণমূলের লোকজন ফের ওই পঞ্চায়েতের দখল নিতে আসে ৷ পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের মারধর করে ৷ তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ 12 টি বাইক ভাঙচুর করা হয় ৷

BJP নেতা বীরেন্দ্রনাথ রায় বলেন, "আজ পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামাল করল তা নিন্দনীয় ৷ আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ তিনজন কর্মী জখম হয়েছেন ৷ শিবশংকর দত্তের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে তৃণমূল ৷"

ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবশংকর দত্ত অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন ৷ BJP কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে ৷ আমাদের কর্মীরা জখম হয়েছে ৷"

এই বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদিকে ফোন করেন ETV ভারতের প্রতিনিধি ৷ ফোন কেটে দিয়ে ম্যাসেজ করে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলেন ৷ সেইমতো হোয়াটস অ্যাপ করে ঘটনাটি জানিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ কিন্তু তারপর থেকে আর কোনও উত্তর দেননি তিনি ৷

Intro:জলপাইগুড়িঃঃ তৃনমুল থেকে বিজেপির দখলে চলে যাওয়া গ্রামপঞ্চায়েতের দখল নিল তৃনমুল।গ্রামপঞ্চায়েতের দখল নেওয়াকে কেন্দ্র করে উত্তাল হল সাপ্টিবাড়ি। ভাঙচুর করা হয় বাড়ি , মোটর বাইক সাইকেল।অভিযোগের তৃনমুলের বিরুদ্ধে।পুলিশের মদতে বিজেপি কর্মিদের ওপর আক্রমন বলে অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Body:বিজেপি নেতা বিরেন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন তৃনমুলের দখকে থাকা গ্রামপঞ্চায়েতের সদস্যরা লোকসভা নির্বাচনের তৃনমুলের হারের পর বিজেপিতে যোগদান করে।ফলে গ্রামপঞ্চায়েত আমাদের দখলে আসে। আজ আমাদের দখলে থাকা সাপ্টিবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েত তৃনমুল পুলিশের সাহায্য নিয়ে ছিনিয়ে নিল।আমরা কোন বাঁধা দিই নি। কিন্তু পুলিশের সামনেই আমাদের কর্মিদের ওপর ঢিল ছুড়তে থাকে।আমাদের ওপর আক্রমন করে।বাড়ি ভাঙচুর করা হল।১২ টি বাইক ভাঙা হল। তিনজন কর্মি আমাদের আহত হয়েছেন। আজ পুলিশকে সাথে নিয়ে যেভাবে তৃনমুলের দুস্কৃতিদের নিয়ে তৃনমুল এমন কাজ করল তা নিন্দনীয়। আমাদের কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করা হয়।গ্রামপঞ্চায়েত দখলের পরে শিবশঙ্কর দত্তের নেতৃত্বে তান্ডব চালায় তৃনমুল। আহত হন অনেকে।
বাবলু রায়,নিতাই রায়, রঞ্জন রায়ের বাড়ি ভাঙুচুর।বাবলু রায়ের কম্পিউটার ভাংচুর করা হয়।আর আই অফিসের সামনে থাকা মোটর বাইক ভাঙা হয়।
Conclusion:এদিকে ময়নাগুড়ি সাপ্টিবাড়ি গ্রামপঞ্চায়েতের তৃনমুলের ও বিজেপির সংঘর্ষের পর বাড়ি ও বাইক ভাঙচুরের ঘটনাটি নিয়ে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদীকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।এবং ম্যাসেজ বা হোয়াটস অ্যাপে করতে বলেন।তাকে হোয়াটস অ্যাপে ময়নাগুড়ির সাপ্টিবাড়ির ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোন উত্তর দেন নি।

এদিকে ময়নাগুড়ি ব্লক দুই এর তৃনমুল সভাপতি শিব শঙ্কর দত্তের বলেন অভিযোগ ভিত্তিহীন। বিজেপি কর্মিরা আমাদের কর্মিদের ওপর আক্রমন চালিয়েছি।আমাদের কর্মিরা আহত হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.