ETV Bharat / state

শিশু পাচার মামলায় আমায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে : রূপা গঙ্গোপাধ্যায় - rupa ganguly in jalpaiguri

তিনি বলেন, "কেন নামটা দেওয়া গেল না সেটার জানার ইচ্ছা রয়েছে । আর চার্জশিটে যদি আমার নামই না তোলা যায় তাহলে আমার কেস হল কী করে !"

কী বললেন রূপা গঙ্গোপাধ্যায় ? দেখুন ভিডিয়ো...
কী বললেন রূপা গঙ্গোপাধ্যায় ? দেখুন ভিডিয়ো...
author img

By

Published : Nov 19, 2020, 9:03 AM IST

জলপাইগুড়ি, 18 নভেম্বর : "জলপাইগুড়ির যে বিখ্যাত একটা কেস, শিশু পাচারের কেসে CID যদি আমার নামটা চার্জশিটে দিত তাহলে আমাকে বার বার আসতে হত । আমার সাথে যে দেখা করতে আসে সে যদি অপরাধী হয় তা পুলিশ ঠিক করবে, তবে তার নাম নিয়ে আমাকে অপরাধী করে দিতে পারেন ! এটা শুধু খবরের কাগজে দু'চারটে মাস ধরে আমাকে বদনাম করার জন্য আরও কিছু মানুষকে জীবনে জর্জরিত করার জন্য একটা পদ্ধতি তৈরি হয়েছিল ।" বললেন BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ।

তিনি বলেন, "কেন নামটা দেওয়া গেল না সেটার জানার ইচ্ছা রয়েছে । আর চার্জশিটে যদি আমার নামই না তোলা যায় তাহলে আমার কেস হল কী করে ! জলপাইগুড়ির মানুষ জিতিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে, যে শিশু পাচারের মামলাটা সর্বৈব মিথ্যে । রূপা গঙ্গোপাধ্যায় শিশু পাচার করতে পারে না । যাদের নাম যুক্ত করেছে তারা শিশু পাচার করতে পারে না ।"

তিনি আরও বলেন,"এখানে ভোটের সময় যখন এসেছিলাম তখন আমাদের গাড়ি ভাঙা হয়েছিল । শাসকদলের করা অনুষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল । অন্য সব গাড়ি যাতায়াত করতে পারছে কিন্তু আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল । তা নিয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল । সেই সময় আমার কাছে একটি চিঠি এসেছিল মামলাটি পুরোপুরি নিষ্পত্তি হয়েছে বলে । কিন্তু ওই মামলার কী করে শেষ হল আমি তো কোনও শুনানিতে হাজির হয়নি, আমি এবিষয়ে কিছু জানি না । আমি দোষীদের গ্রেপ্তার চাই ।" মামলা পুনরায় শুরু করার জন্য জলপাইগুড়িতে এসেছেন বলে জানিয়েছেন তিনি ।

তিনি আরও বলেন, "আমি আদালতে যাব । আমি উপস্থিত না থাকলেও কোনও অসুবিধা ছিল না । কিন্তু আমি নিজেই যেহেতু মামলাটি শুরু করেছি তাই আমি নিজেই এসেছি এখানে । মামলার মাধ্যমে ঘটনাটির প্রতিবাদ করতে এখানে এসেছি ।"

জলপাইগুড়ি, 18 নভেম্বর : "জলপাইগুড়ির যে বিখ্যাত একটা কেস, শিশু পাচারের কেসে CID যদি আমার নামটা চার্জশিটে দিত তাহলে আমাকে বার বার আসতে হত । আমার সাথে যে দেখা করতে আসে সে যদি অপরাধী হয় তা পুলিশ ঠিক করবে, তবে তার নাম নিয়ে আমাকে অপরাধী করে দিতে পারেন ! এটা শুধু খবরের কাগজে দু'চারটে মাস ধরে আমাকে বদনাম করার জন্য আরও কিছু মানুষকে জীবনে জর্জরিত করার জন্য একটা পদ্ধতি তৈরি হয়েছিল ।" বললেন BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ।

তিনি বলেন, "কেন নামটা দেওয়া গেল না সেটার জানার ইচ্ছা রয়েছে । আর চার্জশিটে যদি আমার নামই না তোলা যায় তাহলে আমার কেস হল কী করে ! জলপাইগুড়ির মানুষ জিতিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে, যে শিশু পাচারের মামলাটা সর্বৈব মিথ্যে । রূপা গঙ্গোপাধ্যায় শিশু পাচার করতে পারে না । যাদের নাম যুক্ত করেছে তারা শিশু পাচার করতে পারে না ।"

তিনি আরও বলেন,"এখানে ভোটের সময় যখন এসেছিলাম তখন আমাদের গাড়ি ভাঙা হয়েছিল । শাসকদলের করা অনুষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল । অন্য সব গাড়ি যাতায়াত করতে পারছে কিন্তু আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল । তা নিয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল । সেই সময় আমার কাছে একটি চিঠি এসেছিল মামলাটি পুরোপুরি নিষ্পত্তি হয়েছে বলে । কিন্তু ওই মামলার কী করে শেষ হল আমি তো কোনও শুনানিতে হাজির হয়নি, আমি এবিষয়ে কিছু জানি না । আমি দোষীদের গ্রেপ্তার চাই ।" মামলা পুনরায় শুরু করার জন্য জলপাইগুড়িতে এসেছেন বলে জানিয়েছেন তিনি ।

তিনি আরও বলেন, "আমি আদালতে যাব । আমি উপস্থিত না থাকলেও কোনও অসুবিধা ছিল না । কিন্তু আমি নিজেই যেহেতু মামলাটি শুরু করেছি তাই আমি নিজেই এসেছি এখানে । মামলার মাধ্যমে ঘটনাটির প্রতিবাদ করতে এখানে এসেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.