ETV Bharat / state

Narayani Sena Arrest : 271 জন নারায়ণী সেনাকে নিয়ে ফাঁপরে জেল কর্তৃপক্ষ - Jalpaiguri Central Jail

বর্তমানে জেলে নতুন আবাসিক এলে আগে করোনা টেস্ট করিয়ে পরে জেলের ভেতর ঢোকানো হয় । কিন্তু গতকাল রাত গড়িয়ে যাবার ফলে 271 জন নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করানো সম্ভব হয়নি । এতজনের একসঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো সম্ভব হয়নি ৷

Narayani Sena Arrest
Narayani Sena Arrest
author img

By

Published : Aug 20, 2021, 4:53 PM IST

Updated : Aug 20, 2021, 9:45 PM IST

জলপাইগুড়ি, 20 অগস্ট : নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা 271 জন নারায়ণী সেনা কর্মীকে গতকালই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত । আজ ভোর রাত পর্যন্ত চলল সেই 271 জন নারায়ণী সেনাকে জেলবন্দি করার প্রক্রিয়া । একসঙ্গে 271 জন আবাসিককে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি করার রেকর্ড আগে হয়নি । জেলের কোয়ারেন্টাইন ওয়ার্ড ভেঙে রাখা হচ্ছে নারায়ণী সেনাদের । নতুন করে একদিনে 271 জন আবাসিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের । নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করার জন্য আজ 300 কিট আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

গতকাল বিকেলে ময়নাগুড়ি থেকে গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা নারায়ণী সেনাদের । যাঁদের নারায়ণী স্বেচ্ছাসেবক বলা হচ্ছে । ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত ৷ এরপর প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু এতজনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ পরবর্তীতে আদালতে আসা পুলিশের গাড়িতে করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নারায়ণী সেনাদের । একে একে 271 জনের নাম নথিভুক্ত করা, তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র জমা রেখে জেলের ভেতরে ঢোকাতে রাত পেরিয়ে সকাল হয়ে যায় ।

271 জন নারায়ণী সেনাকে নিয়ে বিপাকে জেল কর্তৃপক্ষ

বর্তমানে জেলে নতুন আবাসিক এলে আগে করোনা টেস্ট করিয়ে পরে জেলের ভেতর ঢোকানো হয় । কিন্তু গতকাল রাত গড়িয়ে যাবার ফলে 271 জন নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করানো সম্ভব হয়নি । এতজনের একসঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো সম্ভব হয়নি ৷ কোভিডের কারণে জেল থেকে প্যারোলে প্রায় 200 জন আবাসিককে ছাড়া হয়েছে । কিন্তু নতুন করে 271 জন বিচারাধীন আবাসিকদের কোথায় রাখা হবে তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন : Nisith Pramanik : 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু

গতকাল লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন ৷ সেই সময় পুলিশের বাধার মুখে পড়েন তিনি । তাঁর সঙ্গে থাকা নারায়ণী সেনাদের আটকে দেওয়া হয় ময়নাগুড়ি ধর্মশালায় । এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণী সেনা ও পুলিশের মধ্যে বচসা বাধে ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছায় । প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন নারায়ণী সেনার কর্মীরা । তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিড বিধি ভাঙার অভিযোগ ওঠে । কোভিড বিধি ভেঙে জমায়েত করে পুলিশের উপর আক্রমণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে 271 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ । গতকাল তাঁদের আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

জলপাইগুড়ি, 20 অগস্ট : নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা 271 জন নারায়ণী সেনা কর্মীকে গতকালই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত । আজ ভোর রাত পর্যন্ত চলল সেই 271 জন নারায়ণী সেনাকে জেলবন্দি করার প্রক্রিয়া । একসঙ্গে 271 জন আবাসিককে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি করার রেকর্ড আগে হয়নি । জেলের কোয়ারেন্টাইন ওয়ার্ড ভেঙে রাখা হচ্ছে নারায়ণী সেনাদের । নতুন করে একদিনে 271 জন আবাসিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের । নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করার জন্য আজ 300 কিট আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

গতকাল বিকেলে ময়নাগুড়ি থেকে গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা নারায়ণী সেনাদের । যাঁদের নারায়ণী স্বেচ্ছাসেবক বলা হচ্ছে । ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত ৷ এরপর প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু এতজনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ পরবর্তীতে আদালতে আসা পুলিশের গাড়িতে করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নারায়ণী সেনাদের । একে একে 271 জনের নাম নথিভুক্ত করা, তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র জমা রেখে জেলের ভেতরে ঢোকাতে রাত পেরিয়ে সকাল হয়ে যায় ।

271 জন নারায়ণী সেনাকে নিয়ে বিপাকে জেল কর্তৃপক্ষ

বর্তমানে জেলে নতুন আবাসিক এলে আগে করোনা টেস্ট করিয়ে পরে জেলের ভেতর ঢোকানো হয় । কিন্তু গতকাল রাত গড়িয়ে যাবার ফলে 271 জন নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করানো সম্ভব হয়নি । এতজনের একসঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো সম্ভব হয়নি ৷ কোভিডের কারণে জেল থেকে প্যারোলে প্রায় 200 জন আবাসিককে ছাড়া হয়েছে । কিন্তু নতুন করে 271 জন বিচারাধীন আবাসিকদের কোথায় রাখা হবে তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন : Nisith Pramanik : 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু

গতকাল লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন ৷ সেই সময় পুলিশের বাধার মুখে পড়েন তিনি । তাঁর সঙ্গে থাকা নারায়ণী সেনাদের আটকে দেওয়া হয় ময়নাগুড়ি ধর্মশালায় । এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণী সেনা ও পুলিশের মধ্যে বচসা বাধে ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছায় । প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন নারায়ণী সেনার কর্মীরা । তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিড বিধি ভাঙার অভিযোগ ওঠে । কোভিড বিধি ভেঙে জমায়েত করে পুলিশের উপর আক্রমণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে 271 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ । গতকাল তাঁদের আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

Last Updated : Aug 20, 2021, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.