ETV Bharat / state

হাতির দাঁত পাচারকারীদের সঙ্গে জঙ্গি যোগ !

গতকাল বাংলা-অসম সীমান্ত এলাকা থেকে গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে বনকর্মীরা হাতির দাঁত-সহ ভুটানের থিম্পুর গেম দর্জি এবং অসমের রবীন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করে।

ধৃত দুই পাচারকারী
author img

By

Published : Nov 12, 2019, 7:28 PM IST

Updated : Nov 12, 2019, 7:34 PM IST

জলপাইগুড়ি, 12 নভেম্বর: গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে গতকাল পাওয়া গেছিল হাতির দাঁত ৷ বারোপিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের সঙ্গে হাতির দাঁতের আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে জানা গেছে । এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর ।

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ রিমান্ডে নিয়েছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । গতকাল বাংলা-অসম সীমান্ত এলাকা থেকে গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে বনকর্মীরা হাতির দাঁত-সহ ভুটানের থিম্পুর গেম দর্জি এবং অসমের রবীন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করে।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে ৷ এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । ধৃতদের জেরা করে অনেক কিছু জানা গেছে । তদন্তের স্বার্থে এখনই পুরো বিষয়টি জানানো যাবে না বলে জানান তিনি ।

জলপাইগুড়ি, 12 নভেম্বর: গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে গতকাল পাওয়া গেছিল হাতির দাঁত ৷ বারোপিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের সঙ্গে হাতির দাঁতের আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে জানা গেছে । এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর ।

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ রিমান্ডে নিয়েছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । গতকাল বাংলা-অসম সীমান্ত এলাকা থেকে গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে বনকর্মীরা হাতির দাঁত-সহ ভুটানের থিম্পুর গেম দর্জি এবং অসমের রবীন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করে।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে ৷ এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । ধৃতদের জেরা করে অনেক কিছু জানা গেছে । তদন্তের স্বার্থে এখনই পুরো বিষয়টি জানানো যাবে না বলে জানান তিনি ।

Intro:জলপাইগুড়িঃঃ হাতির দাঁতের পাচারকারীদের সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে।এমনকি জঙ্গীযোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে সুত্রের খবর।Body:ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তুলে তাদের রিমান্ডে নিল বেলাকোবা রেঞ্জের বনকর্মিরা। গতকাল বাংলা আসাম সীমান্ত এলাকাত থেকে গন্ডারের খর্গ ধরতে গিয়ে বনকর্মিরা হাতির দাঁত সহ ভুটানের থিম্পুর গেম দর্জি এবং আসামের রবীন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করে।Conclusion:বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান হাতির দাঁত সহ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে এমনকি তাদের সাথে জঙ্গী যোগ থাকতে পারে। ভুটান ও আসামের বাসিন্দা দুই ধৃতদের জেরা করে অনেক কিছু জানা গেছে। আমরা তদন্তের সার্থে এখনই ভেতরের গল্প গুলি বলছি না।আমাদের এই অপারেশন আরও চলবে।৩১ অক্টোবর জলদাপাড়া জাতীয় উদ্যানে যে গন্ডারটিকে এরা মেরেছিল কিনা তা এখনই বলা যাচ্ছে না তবে এরা গন্ডার হত্যার সাথে যুক্ত তা ২০০% সত্য বলে জানান সঞ্জয় দত্ত তিনি বলেন আমরা ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।আসাকরি সব কিছুর খোলাসা আমরা করতে পারব। মনে করা হচ্ছে জলদাপাড়ার ইস্ট রেঞ্জে যে গন্ডারটি মেরে খর্গ চুরি করা হয়েছিল চোরাশিকারিকদের কাছে সেই খর্গটি রয়েছে বলে প্রাথমিক ধারনা।
Last Updated : Nov 12, 2019, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.