জলপাইগুড়ি, 12 নভেম্বর: গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে গতকাল পাওয়া গেছিল হাতির দাঁত ৷ বারোপিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের সঙ্গে হাতির দাঁতের আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে জানা গেছে । এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর ।
ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ রিমান্ডে নিয়েছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । গতকাল বাংলা-অসম সীমান্ত এলাকা থেকে গন্ডারের খড়গ উদ্ধার করতে গিয়ে বনকর্মীরা হাতির দাঁত-সহ ভুটানের থিম্পুর গেম দর্জি এবং অসমের রবীন্দ্র বসুমাতারিকে গ্রেপ্তার করে।
বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে ৷ এমনকি তাদের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । ধৃতদের জেরা করে অনেক কিছু জানা গেছে । তদন্তের স্বার্থে এখনই পুরো বিষয়টি জানানো যাবে না বলে জানান তিনি ।