ETV Bharat / state

জলপাইগুড়িতে বৌভাতের রাতে সিঁধ কেটে সোনার গয়না চুরি - Theft in jalpaiguri, lose of 70 thousand rupee's ornaments

সোনার হার ও কানের ঝুমকো মিলিয়ে খোয়া গেল প্রায় 70 হাজার টাকার গয়না ৷ চুরির ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মাটি হেলাপাকড়ির রায় ডাকুয়া পরিবারের ৷ ময়নাগুড়ি থানার IC অসীম গোপ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Theft in jalpaiguri, lose of 70 thousand rupee's ornaments
জলপাইগুড়িতে বৌভাতের রাতে সিঁধ কেটে সোনার গয়না চুরি
author img

By

Published : Mar 4, 2020, 11:39 PM IST

Updated : Mar 4, 2020, 11:53 PM IST

জলপাইগুড়ি, 4 মার্চ : বিয়ে-বউভাত-ফুলসজ্জা ৷ তার পরই ছন্দপতন ৷ নববধূর গায়ে গয়না নেই ৷ কোথায় গেল গয়না ?

তখন রাত তিনটে ৷ খুটখাট শব্দ ৷ আর তাতেই ঘুম ভেঙে যায় বরের ৷ ঘরে কেউ একটা আছে বুঝতেই চিৎকার ৷ রে রে শব্দে উঠে পড়ে বাড়ির অন্যরাও ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে ৷ নববধূর গা থেকে গয়না খুলে চম্পট দিয়েছে চোর ৷ সবাই উঠে খোঁজাখুঁজি করতে গিয়ে চোখে পড়ে ঘরের এক কোণে সিঁধ কাটা ৷ স্পষ্ট হয়ে যায় পুরো ব্যাপারটা ৷

চুরির ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মাটি হেলাপাকড়ির রায় ডাকুয়া পরিবারের ৷ ময়নাগুড়ির হেলাপাকড়ির ঘটনা ৷ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ময়নাগুড়ি থানায় ৷ সোনার হার ও কানের ঝুমকো মিলিয়ে খোয়া গেল প্রায় 70 হাজার টাকার গয়না ৷ গত সোমবার হেলাপাকড়ির বাসিন্দা জগদীশ রায় ডাকুয়ার সঙ্গে শতাব্দি অধিকারির বিয়ে হয় । গতকাল রাতে আমন্ত্রিতদের খাইয়ে প্রায় দেড়টা নাগাদ ঘুমোতে যান নবদম্পতি ৷ রাত তিনটে নাগাদ মাটির ঘরে সিঁধ কেটে চোর ঢোকে । শতাব্দির গা থেকে সোনার গয়না খুলে নিয়ে চম্পট দেয় ৷

জলপাইগুড়িতে বৌভাতের রাতে সিঁধ কেটে সোনার গয়না চুরি

জগদীশ রায় ডাকুয়া জানান, ভোর রাতের দিকে ঘরের ভেতর খুটখাট শব্দ কানে আসে । শব্দটা টের পান বাড়ির অনেকেই । এরপর চিৎকারে করলে চোর পালিয়ে যায় । এরপর সবার নজরে আসে ঘরে সিঁধ কেটেছে চোর । ঘরের ভেতর সুরঙ্গ করা । এরপর শতাব্দি লক্ষ্য করে তার গলায় পরে থাকা সোনার হার, কানের দুল উধাও । এরপর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করে রায় ডাকুয়া পরিবার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোর স্থানীয় হতে পারে । ময়নাগুড়ি থানার IC অসীম গোপ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জলপাইগুড়ি, 4 মার্চ : বিয়ে-বউভাত-ফুলসজ্জা ৷ তার পরই ছন্দপতন ৷ নববধূর গায়ে গয়না নেই ৷ কোথায় গেল গয়না ?

তখন রাত তিনটে ৷ খুটখাট শব্দ ৷ আর তাতেই ঘুম ভেঙে যায় বরের ৷ ঘরে কেউ একটা আছে বুঝতেই চিৎকার ৷ রে রে শব্দে উঠে পড়ে বাড়ির অন্যরাও ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে ৷ নববধূর গা থেকে গয়না খুলে চম্পট দিয়েছে চোর ৷ সবাই উঠে খোঁজাখুঁজি করতে গিয়ে চোখে পড়ে ঘরের এক কোণে সিঁধ কাটা ৷ স্পষ্ট হয়ে যায় পুরো ব্যাপারটা ৷

চুরির ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মাটি হেলাপাকড়ির রায় ডাকুয়া পরিবারের ৷ ময়নাগুড়ির হেলাপাকড়ির ঘটনা ৷ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ময়নাগুড়ি থানায় ৷ সোনার হার ও কানের ঝুমকো মিলিয়ে খোয়া গেল প্রায় 70 হাজার টাকার গয়না ৷ গত সোমবার হেলাপাকড়ির বাসিন্দা জগদীশ রায় ডাকুয়ার সঙ্গে শতাব্দি অধিকারির বিয়ে হয় । গতকাল রাতে আমন্ত্রিতদের খাইয়ে প্রায় দেড়টা নাগাদ ঘুমোতে যান নবদম্পতি ৷ রাত তিনটে নাগাদ মাটির ঘরে সিঁধ কেটে চোর ঢোকে । শতাব্দির গা থেকে সোনার গয়না খুলে নিয়ে চম্পট দেয় ৷

জলপাইগুড়িতে বৌভাতের রাতে সিঁধ কেটে সোনার গয়না চুরি

জগদীশ রায় ডাকুয়া জানান, ভোর রাতের দিকে ঘরের ভেতর খুটখাট শব্দ কানে আসে । শব্দটা টের পান বাড়ির অনেকেই । এরপর চিৎকারে করলে চোর পালিয়ে যায় । এরপর সবার নজরে আসে ঘরে সিঁধ কেটেছে চোর । ঘরের ভেতর সুরঙ্গ করা । এরপর শতাব্দি লক্ষ্য করে তার গলায় পরে থাকা সোনার হার, কানের দুল উধাও । এরপর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করে রায় ডাকুয়া পরিবার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোর স্থানীয় হতে পারে । ময়নাগুড়ি থানার IC অসীম গোপ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Mar 4, 2020, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.