জলপাইগুড়ি, 20 মে : ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরাতে সহযোগিতা করছে না পুলিশ প্রশাসন ৷ এমনই অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ ভোট পরবর্তী হিংসার জেরে জলপাইগুড়ি লোকসভার কয়েক হাজার বিজেপি পরিবার ঘরছাড়া হয়েছেন ৷ এমনকি এখনও বিক্ষিপ্তিভাবে বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বললেও কোনও সাহায্য তিনি পাননি বলে অভিযোগ করেছেন সাংসদ জয়ন্ত রায় ৷
আরও পড়ুন : মিষ্টি খাইয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
তাঁর অভিযোগ, লকডাউনের মধ্য়ে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করতে হচ্ছে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থককে ৷ যার মধ্যে রয়েছে ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি সহ বহু বিধানসভা এলাকা ৷ তবে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে অন্য পথ বেছে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ ৷ অন্য পথ বলতে তিনি কী বোঝালেন,সেই প্রশ্ন করা হলে জয়ন্ত রায় জানান, অবশ্যই তিনি আইনি পথে হাঁটবেন ৷